ই-পেপার মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

ওসির বদলি ঠেকাতে মানববন্ধনে শীর্ষ মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং সদস্যরা

মোহাম্মদপুর ১০০ গ্রাম হেরোইন কাণ্ড'
আমার বার্তা অনলাইন
২৯ জুলাই ২০২৫, ১০:৪৯
আপডেট  : ২৯ জুলাই ২০২৫, ১০:৫৫

রাজধানীর মোহাম্মদপুর থানায় ‘১০০ গ্রাম হেরোইন’ উদ্ধারের ঘটনায় ওসি মোহাম্মদ আলী ইফতেখার হাসানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। মামলার কোনো অস্তিত্ব না থাকায় আলোচনায় আসা এই ঘটনার রেশ না কাটতেই, সোমবার (২৮ জুলাই) বিকেলে তার বদলি ঠেকাতে মানববন্ধনে নামে জেনেভা ক্যাম্পের একদল শীর্ষ মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং সদস্য।

বিকাল সাড়ে চারটায় মোহাম্মদপুর টাউন হল প্রধান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় মাদক সংশ্লিষ্টতার অভিযোগে বহুল পরিচিত ইকবাল ওরফে কসাই ইকবাল, রুবেল ওরফে ইয়াবা রুবেল, খোকন, বেচু ওরফে ল্যাংড়া বেচু, ইরফানসহ অন্যান্যরা।

এছাড়াও ভয়ঙ্কর কিশোর গ্যাং 'কবজি কাটা গ্রুপ'-এর সদস্য রাকিব ওরফে হাতভাঙ্গা রাকিব, ফাহাদ ও নীরবও মানববন্ধনে উপস্থিত ছিলেন। তারা সবাই স্থানীয়ভাবে মাদক ও গ্যাং সংশ্লিষ্টতার জন্য পরিচিত বলে জানিয়েছে পুলিশ সূত্র।

মানববন্ধনে অংশ নিয়ে মমতাজ আশরাফী নামে এক ব্যক্তি বলেন, “ওসি স্যার জনগণের বন্ধু, তাকে শত্রু ভাবা যাবে না। আমরা ওনার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এখানে দাঁড়িয়েছি।”

একইভাবে বেচু ওরফে ল্যাংড়া বেচু বলেন, “আমরা সব সময় ওসি স্যারকে এই থানায় চাই। উনি ভালো লোক।”

কিশোর গ্যাং সদস্য রাকিব বলেন, “ওসি স্যার আমাদের পাশে ছিলেন, আমরাও তার পাশে আছি।”

"হেরোইন উদ্ধার, কিন্তু মামলা নেই—ঘনিয়ে ওঠা সন্দেহ"

এদিকে, এই বিতর্কের সূচনা হয় মোহাম্মদপুর থানার একটি আলোচিত ঘটনাকে কেন্দ্র করে। অভিযোগ রয়েছে, রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে উদ্ধার হওয়া প্রায় ১০০ গ্রাম হেরোইনের মামলার কোনো রেকর্ড থানার নথিপত্রে নেই।

জানা যায়, রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশ থেকে আটক হওয়া এক ব্যক্তিকে থানায় আনা হয়। তার বিরুদ্ধে দুটি ওয়ারেন্ট থাকলেও, তার কাছ থেকে হেরোইন পাওয়া যায়নি। পরে থানার এসআই আলতাফ, এসআই শাখাওয়াত এবং এএসআই সাত্তার তার বিরুদ্ধে হেরোইনসহ মামলা দায়েরের উদ্যোগ নেন— এমনই অভিযোগ উঠে। প্রস্তুত করা হয় এফআইআর ড্রাফট, মামলা নম্বর, এবং চালান কপি। কিন্তু রহস্যজনকভাবে মামলাটি রুজু হয়নি।

এই ঘটনায় ইতোমধ্যে একাধিক গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে। মামলার অনুপস্থিতি ও পরবর্তীকালে ওসির বিরুদ্ধে ওঠা 'মামলা বানিজ্য'-এর অভিযোগ ঘিরে পুরো থানা জুড়ে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক।

পূর্বেও উঠেছে অভিযোগ

এর আগে গত শুক্রবার (২৫ জুলাই) স্থানীয় ছাত্র জনতা মোহাম্মদপুর থানার সামনে বিক্ষোভ করে ওসির অপসারণের দাবি জানায়। অভিযোগ ছিল— ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের সাথে ওসির ‘আঁতাত’ রয়েছে।

সোমবারের মানববন্ধনটি অনেকের কাছে “পাল্টা কর্মসূচি” হিসেবে মনে হয়েছে, যেখানে মূলত থানা সংশ্লিষ্ট বিতর্কিত গোষ্ঠীগুলো ওসির পক্ষে কথা বলেছে।

নিরপেক্ষ তদন্তের দাবি

---------------------------------

স্থানীয় সচেতন নাগরিক ও মানবাধিকারকর্মীরা বলছেন, “এই ঘটনা তদন্ত করে দেখতে হবে কে কার স্বার্থে মাঠে নামছে। প্রশাসনকে নিরপেক্ষ অবস্থান নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”

তারা আরও বলেন, “যদি সত্যিই ১০ লাখ টাকার হেরোইন উদ্ধার হয় এবং মামলা রুজু না হয়—তা হলে এটি শুধু একটি ‘অভিযোগ’ নয়, বরং আইনশৃঙ্খলা ব্যবস্থার চূড়ান্ত ব্যর্থতা।”

আমার বার্তা/এম রানা/জেএইচ

রাজধানীতে এক্সপ্রেসওয়ের র‍্যাম্পের নিচে ঢুকে পিলারের সঙ্গে বাসের ধাক্কা

রাজধানী ঢাকার ফার্মগেট এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিসি) দোতলা একটি বাস এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পের

মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ মোহাম্মদপুরের শিক্ষক ও শিক্ষার্থীরা

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরের কিশোর গ্যাং, মাদক ও চাঁদাবাজির মতো অপরাধ প্রবণতার কারণে মারাত্মক বিরুপ

বাংলাদেশ বিমান বাহিনীর অস্থায়ী মেডিকেল ক্যাম্প চলছে মাইলস্টোন স্কুলে

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অস্থায়ী মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে বাংলাদেশ বিমান বাহিনী। মঙ্গলবারও

পূর্বাচলে ১৪৪ একর বনভূমি দখলমুক্ত, উচ্ছেদ ১৫৫ অবৈধ ঘর

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী পূর্বাচলের ১৪৪ একর বনভূমি, ১৫৫ ঘর উচ্ছেদ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ সতর্কতা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে: ডিএমপি কর্মকর্তার ব্যাখ্যা

একটা সার্কেলে প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত বলার পরে বক্তব্য বদলালেন মাহফুজ

বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিতেই জাতীয় ঐকমত্যের পথে সরকার

পুলিশের সুনাম-দুর্নাম কাজের ওপর নির্ভর করে: ডিএমপি কমিশনার

মরক্কোতে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত

জুলাই শুধু স্বৈরাচার মুক্তির নয় পুনর্জন্মেরও মাস: প্রধান উপদেষ্টা

জুলাই সনদের খসড়া অসম্পূর্ণ, কিছু অংশ বিপজ্জনক: জামায়াত

বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্রকে প্যাকেজ প্রস্তাবনা দেবে বাংলাদেশ

শক্তিশালী হচ্ছে বাংলাদেশের পাসপোর্ট, টানা চার বছর র‌্যাংকিংয়ে উন্নতি

ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে সংকট তৈরি হয়েছে: আখতার

মাইলস্টোনের শিক্ষার্থী সায়ানের কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা জ্ঞাপন

রাজধানীতে এক্সপ্রেসওয়ের র‍্যাম্পের নিচে ঢুকে পিলারের সঙ্গে বাসের ধাক্কা

ভালো ফল করার পর বাবা-মা-শিক্ষককে ফুল কিনে দিও: শিক্ষা উপদেষ্টা

স্মার্টফোন আসক্তি থেকে মুক্তির উপায়

দেশে ডেঙ্গুজ্বরে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯৩ জন

আইজিপির সঙ্গে জাতিসংঘের মানবাধিকার পরিষদের র‍্যাপোর্টিয়ারের সাক্ষাৎ

ঝোড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত

তেলজাতীয় পদার্থ ভেসে উঠছে মেহেরপুরে ভৈরব নদে

বাকৃবিতে শব্দহীন জীবন থেকে শব্দময় জগতে ফিরে আসার গল্প

বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি থেকে আমরা মুজিববাদ বিতাড়িত করব