ঢাকা ট্র্যাডেজি তে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক দুর্ঘটনায় রাঙ্গামাটির সন্তান নিহত উক্যছাইং মারমা(এরিকশন) এর পরিবারের সঙ্গে বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে উইং কমান্ডার আব্দুল্লাহ মোঃ ফারাবী সাক্ষাৎ করেছেন। এসময় তিনি শোকাহত পরিবারগুলোর খোঁজখবর নেন।
সোমবার (২৮ জুলাই) দুপুর ১২ ঘটিকার সময় রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের কিউংধং পাড়ার বাসিন্দা উসাইমং মারমা ও মাতা তেজিপ্রু মারমার একমাত্র ছেলে ঢাকা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র উক্যছাইং মারমা(এরিকশন) এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন জ্ঞাপন করা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধুমাত্র বিমানবাহিনী প্রধান নয়,একজন পিতা ও অভিভাবক হিসেবে তিনি শোকে কাতর পরিবারগুলোর এই কঠিন সময়ে তাদের দুঃখগুলো ভাগ করে নেওয়ার চেষ্টা করেন। এসময় বিমান বাহিনীর উইং কমান্ডার আব্দুল্লাহ মোঃ ফারাবী জানান, কোনো ভাষাতেই এই শোক প্রকাশ করা সম্ভব নয়। তিনি জানান এই পরিবারগুলোকে বিমান বাহিনীর প্রধান যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন।
এসময় বাহিনী প্রধানেরা শোকার্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং একইসঙ্গে,পরিবারকে সবধরণের সহায়তা প্রদানে বিমান বাহিনী সর্বদা প্রস্তুত থাকবে বলে আশ্বস্ত করা হয় ।
প্রসঙ্গত, গত সোমবার (২১ জুলাই) বেলা ১টায় ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ভবনে বিমান বাহিনী একটি যুদ্ধ বিমান বিধ্বস্থ হয়ে বহু হতাহতের ঘটনা ঘটে। সেখানেই স্কুলে অবস্থান করছিলো রাঙামাটির ছেলে উক্যছাইং মারমা(এরিকশন)।পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে ঢাকা বার্ণ ইনস্টিটিউট হাসপাতালে মৃত্যুবরণ করেন। সে মাইলস্টোন স্কুলের ৭ম শ্রেণীর একজন মেধাবী ছাত্র ছিলেন।