ই-পেপার বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

আইনশৃঙ্খলা ঠিক না হলে ব্যবসা-বিনিয়োগ বাড়বে না: ডিসিসিআই

নিজস্ব প্রতিবেদক:
২১ মে ২০২৫, ১৬:২৯
ডিসিসিআইতে “ব্যবসা-বাণিজ্য সহজীকরণে উন্নত আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার অত্যাবশকীয়তা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

দেশে ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণে উন্নত ও নিরাপদ আইনশৃঙ্খলা পরিস্থিতি অপরিহার্য বলে মত দিয়েছেন ব্যবসায়ীরা। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা বলেন, অনিরাপদ পরিবেশ, চাঁদাবাজি, প্রতারণা, যানজট ও প্রশাসনিক জটিলতা ব্যবসার বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

বুধবার (২১ মে) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ব্যবসা-বাণিজ্য সহজীকরণে উন্নত আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার অত্যাবশকীয়তা শীর্ষক মতবিনিময় সভা ডিসিসিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

স্বাগত বক্তব্যে ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ বলেন, সাম্প্রতিক সময়ে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় উদ্যোক্তারা অনিরাপদ পরিবেশ, চাঁদাবাজি, প্রতারণামূলক অনলাইন কার্যক্রম, পণ্য পরিবহন ঝুঁকি, জালিয়াতি প্রভৃতি প্রতিবন্ধকতার কারণে ব্যবসায়ীরা ব্যবসা ও বিনিয়োগে আস্থা হারিয়ে ফেলছেন। এমতাবস্থায় নির্বিঘ্নে, স্বচ্ছভাবে ও নিরাপত্তার সঙ্গে ব্যবসা পরিচালনার একটি সহায়ক পরিবেশ নিশ্চিতের জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন রয়েছে উল্লেখ করে তিনি আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার লক্ষ্যে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। দাবী আদায় গণতান্ত্রিক কার্যক্রমের অংশ হলেও, অর্থনীতির এ কঠিন সন্ধিক্ষনে ব্যবসা পরিচালনার পাশাপাশি জনগনের দৈনন্দিন কার্যক্রম যেন ব্যাহত না হয় সেদিকে সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকার আহ্বান জানান ডিসিসিআই সভাপতি । এছাড়াও রাজধানী ঢাকার উপর চাপ কমাতে প্রশাসনিক ও বাণিজ্যিক বিকেন্দ্রীকরন জরুরী বলে তিনি মত প্রকাশ করেন, যার মাধ্যমে দেশের প্রান্তিক অঞ্চলের উন্নয়ন আরো সুসংহত হবে বলে তিনি অভিমত জ্ঞাপন করেন।

নির্ধারিত আলোচনায় উপস্থিত ব্যবসায়ী সমিতির প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

ডিসিসিআই’র প্রাক্তন ঊর্ধ্বতন সহ-সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম বলেন, আমরা কিভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করব, তা নিয়ে চিন্তিত, ব্যবসায়ীরা নিয়মিত ভ্যাট-ট্যাক্স প্রদান করলেও বর্তমানে আনাকাঙ্খিত ভীতকর পরিস্থিতির মধ্যে দিয়ে ব্যবসা-বাণিজ্য কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে, যা মোটেও কাম্য নয়।

ডিসিসিআই’র প্রাক্তন সহ-সভাপতি এম আবু হোরায়রাহ ঢাকা দক্ষিণ এলাকায় পার্কিং সুবিধা বাড়নোর পাশাপাশি দক্ষিণের ট্রাফিক বিভাগের অফিস শান্তিনগর থেকে গুলিস্তানে স্থানান্তরের সুপারিশ করেন। তিনি বৈদ্যুতিক ব্যাটারি চালিত রিক্সাগুলোকে ঢাকা শহরের বাইরে স্থানান্তরিত করারও সুপারিশ করেন, সেই সাথে অতিদ্রুত ঢাকা শহরের পরিবহনের কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নেরও দাবি জানান।

বাংলাদেশ ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মওলা বলেন, দেশের রাজনৈতিক পরিস্থতির পট পরিবর্তনের পর আইন-শৃঙ্খলার পরিস্থিতির আশানুরূপ উন্নয়ন হয়নি। তিনি বলেন, স্থল বন্দরের মাধ্যমে বিদেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে দালালের মাধ্যমে ট্রাক ভাড়া করতে গিয়ে ব্যবসায় ব্যয় বাড়ছে। তিনি আরো বলেন, অনিয়ন্ত্রিতভাবে মৌলভীবাজার এলাকায় ট্রাকস্ট্যান্ড থাকায় বাবুবাজার ব্রীজে প্রচন্ড যানজট হচ্ছে, ফলে ব্যবসায়িক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। এছাড়াও লালবাগ, কোতায়ালি, চকবাজার এলাকার ব্যবসায়ীদের নগদ টাকা পরিবহনে নিরাপত্তার স্বার্থে উক্ত এলাকায় সান্ধ্যকালীন পুলিশি টহল বাড়ানো প্রয়োজন বলে তিনি মত প্রকাশ করেন।

বাংলাদেশ চিনি ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মোঃ আবুল হাসেম, নিত্যপ্রয়োজনীয় পণ্য হলেও চিনির উপর সরকারের অতিরিক্ত ট্যাক্স আরোপের ফলে চিনির মূল্য যেমন বেড়েছে, তেমনি বেড়েছে ব্যবসাীদের ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, তাই তিনি সরকারকে ট্যাক্স কমানোর আহ্বান জানান। সরকারের ১৪টি চিনিকল থাকলেও উৎপাদিত চিনি দিয়ে মোট চাহিদার মাত্র ২% মেটানো যায়, এছাড়াও বেসরকারিখাতে চিনিকল রয়েছে মাত্র ৩টি। এখাতের পাইলট প্রকল্পের আওতায় সরকারের অন্তত ২টি চিনিকল সারা বছর চালানো উচিত বলে তিনি মত প্রকাশ করেন। তিনি আরো বলেন, চিনি আমদানি ও উৎপাদন পর্যায়ে সুষম প্রতিযোগিতার পাশাপাশি সাপ্লাইচেইন বৃদ্ধি করা গেলে চিনির দাম হ্রাস পাবে।

মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী সৈয়দ মোহাম্মদ বশির উদ্দিন বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ এখনও সক্রিয় ভূমিকা রাখছে না। চিনি ও ভোজ্যতেল আমদানিকে সকলের জন্য উন্মুক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে বাজারে প্রতিযোগিতা বাড়বে, অবৈধ মজুদদারী বন্ধ হবে এবং এধরনের পণ্যের মূল্য হ্রাস পাবে।

বাংলাদেশ ডাল ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি নেসার উদ্দিন খান বলেন, কিশোর গ্যাং-এর নৈরাজ্যে এখন জনজীবনের পাশাপাশি ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন, যা প্রতিরোধে পুলিশ প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।

বাংলাদেশ মনিহারী বণিক সমিতির সহ-সভাপতি হাজী ফয়েজউদ্দিন বলেন, পুরোনোর ঢাকায় প্রবেশের রাস্তাগুলো বিভিন্ন আন্দোলন কর্মসূচির কারণে বন্ধ থাকায় চকবাজার সহ অন্যান্য জায়গায় পণ্যবাহী ট্রাক যেতে পারছেনা, ফলে ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হচ্ছে না। তিনি বলেন, ব্যবসা-বাণিজ্যের কেন্দ্রস্থল হলেও চকবাজার, মৌলভীবাজার এলাকায় কোন ট্রাফিক পুলিশ না থাকায় প্রতিনিয়ত যানজট অসহনীয় হয়ে পড়ছে, যা নিরসনে কার্যকর পদক্ষেপ আশু জরুরী। তিনি বলেন, পণ্য আমদানিতে শুল্কের হার বৃদ্ধি, ব্যাংকের ঋণের শর্ত পূরণ করতে না পারায় ক্ষুদ্র উদ্যোক্তারা ঋণ সুবিধা হতে বঞ্চিত হচ্ছেন।

মোহাম্মদপুর টাউনহল কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি লুৎফুর রহমান বাবু বলেন, মোহাম্মদপুরের আইন—শৃঙ্খলা পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে, এক্ষেত্রে আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না। এছাড়াও তিনি মোহাম্মদপুর এলাকায় ফুটপাতগুলো হতে অবৈধ দখল উচ্ছেদের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

ধামরাই ইটভাটা মালিক সমিতির সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ঢাকা শহেরর আশপাশে ৩৭০টি ইটভাটা থাকলেও, সরকার ইটভাটার লাইসেন্স নবায়নের দীর্ঘসূত্রিতার কারণে এখাতের উদ্যোক্তারা ক্ষতিগ্রস্থ হচ্ছেন, বিষয়টির দ্রুত সুরাহা কামনা করেন।

ডিসিসিআই পরিচালক এনামুল হক পাটোয়ারী আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংশ্লিষ্ট সেক্টহোল্ডারদের মধ্যকার সমন্বয় সভা, এ বিষয়ে সকলের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং ফুটপাতে ভাসমান দোকান উচ্ছেদের প্রস্তাব করেন।

মতিঝিল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ মহায়মেনুল ইসলাম বলেন, ৫ আগস্টের পর বর্তমানে আইন-শৃঙ্খলার পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে আরো উন্নতি করতে হবে। তিনি সম্মতি জ্ঞাপন করেন যে, এখনও বাণিজ্যিক কার্যক্রমের জন্য উপযুক্ত আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা যায় নি। তিনি বলেন, সংশ্লিষ্ট সংস্থাগুলি বন্ধুত্বপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠার চেষ্টা করছে এবং জনগণের হস্তক্ষেপ ছাড়া পুলিশ একা সফল হতে পারে না। তিনি বলেন, কিশোর ও যুবক গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশ বরাবরের মতো কঠোর এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

ডিসিসিআই ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী, সহ-সভাপতি মো. সালিম সোলায়মান, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ সহ বেসরকারিখাতের প্রতিনিধিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

বাণিজ্য সংগঠন বিধিমালায় বৈষম্যবিরোধী সংস্কার পরিষদের সন্তোষ

বাণিজ্য সংগঠন আইন ২০২২-এর আওতায় বিধিমালা ২০২৫ গেজেট আকারে প্রকাশ করায় সন্তোষ জানিয়েছে বৈষম্যবিরোধী সংস্কার

আজ থেকে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার (২২ মে) থেকে ৩ জুন পর্যন্ত সারাদেশে ভ্রাম্যমাণ ট্রাকের

বাড়েছে টিসিবি পণ্যের দাম

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) তিনটি পণ্যের দাম বাড়িয়েছে। বুধবার (২১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ

আবারও বাড়েছে স্বর্ণের দাম

আবারও স্বর্ণের দাম বেড়েছে দেশের বাজারে । এবার ভরিতে ২ হাজার ৮২৩ টাকা বাড়িয়ে ২২
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে কোনো পরাশক্তির ছায়া-যুদ্ধক্ষেত্র করতে দেওয়া যাবে না: ফুয়াদ

মাসের শেষ ১০ দিন চলবেন যেভাবে

কোমরে বোতল বেঁধে ৫ জনকে নদীতে ফেলে দিয়েছে বিএসএফ

নেতাকর্মীদের রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ মির্জা ফখরুলের

ঢাকার পানিতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জীবাণুর উপস্থিতি উন্মোচন

জবিতে জকসু নিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আলোচনা সভা

বাণিজ্য সংগঠন বিধিমালায় বৈষম্যবিরোধী সংস্কার পরিষদের সন্তোষ

শিক্ষকদের আন্দোলনের মুখে কুয়েটের অন্তর্বর্তী উপাচার্যের পদত্যাগ

আজও শাহবাগ মোড় অবরোধ, যানজটে ভোগান্তিতে নগরবাসী

ঝিনাইদহে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্র জিসানের

আজ থেকে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে : মির্জা ফখরুল

ইশরাকের বিষয়ে আদালতের রায়ে জনপ্রত্যাশার প্রতিফলন হয়েছে: রিজভী

বাড়েছে টিসিবি পণ্যের দাম

আবারও বাড়েছে স্বর্ণের দাম

আসিফ-মাহফুজ পদত্যাগ না করা পর্যন্ত সড়ক ছাড়বেন না আন্দোলনকারীরা

কাজী অ্যান্ড কাজী টি পেয়েছে দুটি শ্রেষ্ঠ পুরস্কার

বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫ এর গেজেট প্রকাশ

হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ

সাইবার নিরাপত্তা আইন বাতিল করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ জারি