ই-পেপার শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

মিষ্টিতে সুপারশপের মতো ভ্যাট অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে: এনবিআর চেয়ারম্যান

আমার বার্তা অনলাইন:
১৮ এপ্রিল ২০২৫, ১২:৪৩

মিষ্টি ব্যবসায়ীরা ভ্যাট ফাঁকি দিচ্ছেন বলে অভিযোগ করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, তিনি নিজেও বহু দোকান থেকে মিষ্টি কিনেছেন। কেউ ভ্যাটের রিসিট দেন না। তারা ইলেক্ট্রনিক্স ফিসক্যাল ডিভাইস বা ইএফডি ব্যবহার করেন না। ভবিষ্যতে মিষ্টির দামের সঙ্গেই ভ্যাট যুক্ত করা হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব বোর্ড ভবনে আগামী ২০২৫-২৬ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় এসব কথা বলেন তিনি।

বর্তমানে মিষ্টির ওপর ১০ শতাংশ ভ্যাট রয়েছে। গত বছর এই ভ্যাট ছিল সাড়ে ৭ শতাংশ। প্রাক-বাজেট আলোচনা সভায় এই ভ্যাট কমানোর প্রস্তাব দেন বাংলাদেশ সুইটস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব শ্রী ননী গোপাল ঘোষ। তিনি বলেন, মিষ্টির ওপর যখন সাড়ে ৭শতাংশ ভ্যাট ছিল তখন অনেক বেশি রাজস্ব আদায় হয়েছে। ভ্যাট বাড়ার কারণে বিক্রি কমছে, রাজস্বও কমছে। তাই ভ্যাট ১০ শতাংশ কমিয়ে ৩ শতাংশ করা হোক।

এর জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, ভ্যাট ফ্রি করে দিলে রাজস্ব বাড়বে-এটা একটা আজগুবি কথা। মিষ্টি ব্যবসায়ীরা ১৫ শতাংশের ওপর অঙ্ক করে দেখলেন রাজস্ব আদায় কম, সাড়ে ৭ শতাংশ হলে বেশি হয়-এ রকম জাদুকরি দেশে বাস করলে তো হবে না।

নিজের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে আব্দুর রহমান খান জানান, তিনি বহু মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনেছেন। কোনো দোকানদারই তাকে ভ্যাটের রিসিট দেননি। তারা ইএফডি মেশিনও ব্যবহার করেন না। ভ্যাট দেন জনগণ। তিনি নিজেও যতবার মিষ্টি কিনেছেন সব জায়গায় ভ্যাট দিয়েছেন। কিন্তু সেই ভ্যাট সরকারের কোষাগারে যায়নি।

ভ্যাট আদায় নিশ্চিত করতে মিষ্টিতে সুপারশপের মতো ভ্যাট অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানান এনবিআর চেয়ারম্যান।

তিনি বলেন, মিষ্টির দামের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত করা হবে। ভ্যাট আলাদা করে ধরা হবে না। ক্রেতা ভ্যাট দেখে চমকে উঠবে না। এমন একটা আদেশ প্রস্তুত করা হয়েছে। মোট মূল্যের ওপর ভ্যাট ধরা হবে। ক্রেতার জানার দরকার নেই যে তিনি কত টাকা ভ্যাট দিয়েছেন। এই একই পদ্ধতি এখন সুপারশপে রয়েছে।

সভায় স্থানীয় সোলার প্যানেল উৎপাদকদের ৫০০ কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে সোলার মডিউল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। যাত্রীবাহী নৌযানের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের ওপর মুসক অব্যাহতির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটারওয়ে অ্যাসোসিয়েশন।

এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এওএবি) জেট ফুয়েলের ওপর আমদানি শুল্ক ও মূসক অব্যাহতি, উড়োজাহাজের বিভিন্ন যন্ত্রপাতির ওপর কর হ্রাসের প্রস্তাব করেছে। এছাড়া ৬৫ শতাংশ কাঁচামালের ওপর সম্পূর্ণ শুল্ক প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব ট্রান্সফরমার অ্যান্ড সুইচগিয়ার।

যাত্রীদের ট্রাভেল ট্যাক্সের ব্যাপারে এনবিআর চেয়ারম্যান বলেন, বর্তমানে যাত্রীদের ট্রাভেল ট্যাক্স এয়ারলাইন কোম্পানিগুলো তাদের টিকিটের দামের সঙ্গে যোগ করে নিয়ে নেয়। এই ট্রাভেল ট্যাক্সের টাকা সরকারের টাকা, কিন্তু অনেক ক্ষেত্রেই এই টাকা সরকার পায় না। অনেক ক্ষেত্রেই এয়ারলাইন কোম্পানিগুলো সরকারি কোষাগারে এটা জমা দেয় না বা কখনো কখনো কোম্পানি দেউলিয়া হয়ে যায়, তারা ব্যবসা বন্ধ করে চলে যায়। সরকারের কোটি কোটি টাকা পাওনা থাকলে সেটা দেয় না। এসব কারণে এনবিআরের পরিকল্পনা হচ্ছে-যাত্রীদের ট্রাভেল ট্যাক্স যাত্রী নিজে দেবে। তারা টাকা জমা দিয়ে চালান নেবে এবং সেটা দেখিয়ে বিমানে উঠবে। তিনি বলেন, এবারের বাজেটের মূল লক্ষ্য হচ্ছে ট্রেন্ড ফ্যাসিলিটেড করা হবে। লুফ হোলগুলো বন্ধ করা হবে। যতটা সম্ভব বৈষম্য কমানো হবে।

আমার বার্তা/এল/এমই

চড়া সবজির বাজার, মরিচেও নেই স্বস্তি

রাজধানীর বাজারগুলোতে সবজির দাম একপ্রকার আগুন ছুঁই ছুঁই করছে। টানা কয়েক সপ্তাহ ধরে প্রায় সব

বদলির চিঠি প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় এবার তিন কর পরিদর্শক বরখাস্ত

বদলির চিঠি প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় আজ বৃহস্পতিবার আরও তিনজন কর পরিদর্শককে সাময়িক বরখাস্ত করেছে জাতীয়

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ ছাড়লেন ওবায়েদ উল্লাহ আল মাসুদ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) তিনি ব্যাংকের পরিচালনা

বিশ্ববাজারে ৬ মাসে বেড়েছে স্বর্ণের দাম

বিশ্ববাজারে স্বর্ণের দাম চলতি বছরের প্রথম ৬ মাসে বেড়েছে ২৬ শতাংশ। অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারা বিভ্রান্তির সৃষ্টির মাধ্যমে নির্বাচনকে বিলম্বিত করতে চায়: সালাহউদ্দিন

ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন: তৈয়্যব

গোপালগঞ্জে কারফিউর সময় বাড়লো, গ্রেপ্তার ১৬৪

সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস

ডেঙ্গুতে আরও এক জনের প্রাণহানি, নতুন ভর্তি ১১৪ জন

তুরস্কে আইএসের ১৫৩ সন্দেহভাজন সদস্য গ্রেপ্তার

সমাবেশ ঘিরে ভোগান্তির আশঙ্কা, আগাম দুঃখপ্রকাশ জামায়াতের

সাজিদ সাঁতার জানতো, ডুববে কীভাবে?- প্রশ্ন শিক্ষার্থীদের

অবশেষে ঢাকায় চালু হচ্ছে জাতিসংঘ মানবাধিকার পরিষদের মিশন

৪৮তম বিশেষ বিসিএস’র ফল প্রকাশ ২১ জুলাই

সুনামগঞ্জে পানিতে ডুবে ও মেয়ের মৃত্যু

সৌদিতে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত

ভিন দেশের নির্বাচন নিয়ে কোনো মন্তব্য নয়: ট্রাম্প প্রশাসন

কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের

ইবি ছাত্রের ‘রহস্যজনক’ মৃত্যুতে তদন্ত কমিটি, স্বজন-সহপাঠীদের ক্ষোভ

ফুল সংরক্ষণে সবুজ প্রযুক্তি: চা পাতার নির্যাসে দ্বিগুণ আয়ু জারবেরার

জুলাই শহিদদের স্মরণে সরাইলে বিএনপির মৌন মিছিল

সরাইলে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বাংলাদেশে স্টারলিংক কার্যক্রমে দক্ষতার প্রশংসা করেছেন লরেন ড্রেয়ার

গজারিয়ায় অবৈধ অস্ত্রের গুলিতে দুইজন আহত