ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার দুর্গম এলাকার মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, শিক্ষা উপকরণ, ড্রামসেট ও হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়ধরকান্দি আলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোশারফ হোসাইন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোশারফ হোসাইন বলেন,“সরাইল উপজেলার দুর্গম এলাকার মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণের মাধ্যমে তাদের পড়াশোনার প্রতি আগ্রহী করে তুলতে আমরা এই কার্যক্রম পরিচালনা করছি। উপজেলার প্রতিটি দুর্গম শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।”
আমার বার্তা/জেএইচ