জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বাংলাদেশ এখনো পুরোপুরি ফ্যাসিবাদমুক্ত হয়নি। স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় এখনো অনেক পথ বাকি রয়েছে। সেই পথ পাড়ি দিতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।
শুক্রবার (১৮ জুলাই) মুন্সীগঞ্জ শহরের কৃষি ব্যাংক মোড়ে এনসিপির 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' উপলক্ষে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।
সারজিস আলম বলেন, “গোপালগঞ্জে গিয়ে আমরা দেখেছি, জেলা নয় যেন এক সশস্ত্র সন্ত্রাসীদের দুর্গ। শুধু গোপালগঞ্জ নয়, দেশের যেখানেই ফ্যাসিবাদ ও সন্ত্রাসের আশ্রয়-প্রশ্রয় থাকবে, সেখানেই আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াইয়ে সবাইকে এক কাতারে আসতে হবে। এই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ — এদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। যারা গণহত্যার নির্দেশ দিয়েছে — জুলাই, বিডিআর, শাপলা চত্বর — তাদের বিচারের মুখোমুখি করতেই হবে। দিল্লিতে বসে থাকা হাসিনাকেও এই দেশের মাটিতে এনে বিচার করতে হবে। আমি হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেখে যেতে চাই।”
সভায় এনসিপির অন্য নেতারাও সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন এবং দলের কর্মসূচিকে সফল করতে কর্মীদের সক্রিয় থাকার আহ্বান জানান।
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুন্সীগঞ্জ জেলা সমন্বয়ক কমিটির আহ্বায়ক মাজেদুল ইসলাম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
আমার বার্তা/জেএইচ