
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় এক বৃদ্ধ দম্পতিকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর তাদের ঘর থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট হয়েছে বলে স্বজনদের দাবি। ধানের চারা রোপণের কাজে আনা দুই অজ্ঞাত শ্রমিককে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।
ঘটনাটি জানাজানি হলে এলাকাজুড়ে চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের ঘোষাখালী গ্রামের নিজ বাড়ি থেকে ওই দম্পতির মরদেহ উদ্ধার করা হয়।
নিহতদের নাতি শাকিল জানান, গত রবিবার তাদের জমিতে ধানের চারা রোপণের জন্য শরিফ ও সুমন নামের দুই শ্রমিককে আনা হয়। তার দাদার পায়ে দীর্ঘদিনের ব্যথা ছিল। শ্রমিকরা কবিরাজি ওষুধ খাওয়ানোর কথা বলে তাকে ওষুধ দেয়। সোমবার রাতে শ্রমিকদের ঘরের বারান্দায় ঘুমানোর ব্যবস্থা করা হয় এবং দাদা-দাদি ভেতরের কক্ষে ঘুমান।
শাকিল আরও জানান, রাতের কোনো এক সময় টিন কেটে ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে শ্রমিকরা দাদা ও দাদিকে শ্বাসরোধে হত্যা করে। এরপর ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকা

