
সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে গত কয়েক দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। সেখানে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। রাতভর ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারদিক। জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এর মধ্য দিয়ে এই মৌসুমে প্রথমবারের মতো দেশের কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলো।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানিয়েছেন, আজ তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ও শৈত্যপ্রবাহের আভাস। উত্তরের হিমেল বাতাস প্রবেশ করায় এই জনপদে দিন দিন শীতের তীব্রতা বাড়ছে। টানা আট দিন ধরে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। আকাশ পরিষ্কার থাকায় হিমালয় থেকে আসা উত্তরের হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। দিনে কড়া রোদ থাকায় কিছুটা স্বস্তি মিললেও সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই তীব্র শীত অনুভূত হচ্ছে। এই তাপমাত্রা আরও কমতে পারে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছিল। বুধবারও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ তা কমে ৮-এর ঘরে নামলো। আবহাওয়া অধিদফতরের মাপকাঠি অনুযায়ী, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। সেই হিসাবে দেশের সর্ব উত্তরের এই জেলায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। গত কয়েক দিন ধরেই এই জনপদে সন্ধ্যার পর থেকে বাড়ছে কুয়াশার দাপট। সেইসঙ্গে উত্তরের হিমেল হাওয়ায় রাতভর অনুভূত হচ্ছে কনকনে শীত।
আমার বার্তা/জেএইচ

