
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল না হওয়ায় তাকে বিদেশ নেওয়ার পরিস্থিতি না হলে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব দ্রুত দেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বেঁড়ির মাথা এলাকায় অভি উল্যাহ ভূঁইয়া বাড়ির সামনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
দুই-চার-দশ দিনের মধ্যেই তারেক রহমান দেশে ফিরতে পারেন বলে ইঙ্গিত দিয়ে এ্যানি বলেন, তারেক রহমান দেশের বাইরে আছেন, আমরা তার অপেক্ষায় আছি। বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে চিকিৎসাধীন। যদি খালেদা জিয়াকে আবার বিদেশে নিতে হয়, তাহলে লন্ডনে ছেলেকে থাকতে হবে। আর যদি বিদেশে নেওয়ার পরিস্থিতি না হয়, তাহলে তিনি খুব দ্রুত দেশে চলে আসবেন।
এ্যানি আরও বলেন, এবার ভোটটা কঠিন একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে। কারণ আওয়ামী লীগ পালিয়ে গেছে। অত্যাচার নির্যাতন করে ভোট করার মত পরিস্থিতি তারা রাখেনি। দেশে ভোট হবে, অনেক রাজনৈতিক দল ভোট করবে। তারা কী বলছে আর বিএনপি কী বলছে -জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে আপনাদের পাশে দাঁড়িয়ে যে কাজটা করা হবে, তা মা-বোনদের সামনে থেকে বুঝিয়ে দেওয়া।
উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বিএনপি নেতা নাসির উদ্দিন প্রমুখ।
আমার বার্তা/এমই

