
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উত্তর-পূর্ব অঞ্চল সরাইলের অধীনস্থ ময়মনসিংহ, সিলেট, শ্রীমঙ্গল ও কুমিল্লা সেক্টর সদরসহ বিভিন্ন ব্যাটালিয়নের অভিযানে গত ১০ মাসে মোট ৭১০ কোটি ৮১ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। একই সময়ে গ্রেপ্তার করা হয়েছে ৫২৬ জনকে।
বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, ২০২৪ সালে এই অঞ্চলের ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্ত এলাকায় জব্দ করা চোরাইপণ্যের পরিমাণ ছিল ৭৫৪ কোটি ১৫ লাখ টাকা। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এ তথ্য প্রকাশ করেন।
কর্নেল মোস্তাফিজুর রহমান বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, মাদক প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ ঠেকানো, পরিবেশ রক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এসব অভিযান পরিচালনা করা হয়। চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ১০ মাস ২৫ দিনে বিজিবি সরাইল আঞ্চলিক সীমান্ত সুরক্ষায় নতুন মাইলফলক স্থাপন করেছে। এ সময়ে মোট ৭১০ কোটি ৮১ লাখ টাকার চোরাইপণ্য জব্দ এবং ৫২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ সেক্টর এলাকায় ৫৫ কোটি ৯৪ লাখ টাকার চোরাইপণ্য ও ১৪ জন আসামি এবং ৪ কোটি ৬৪ লাখ টাকার মাদকসহ ১০০ জন আসামিকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। দেশের অর্থনীতিকে সুরক্ষিত রাখতে জালনোট পাচার রোধে বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা। পাশাপাশি চোরাচালান, মাদক, অবৈধ অনুপ্রবেশ ও রাষ্ট্রবিরোধী কার্যক্রম দমনে ড্রোন, নাইট ভিশন ও ডিজিটাল নজরদারি ব্যবস্থার ব্যবহার বাড়ানো হয়েছে। ভবিষ্যতেও এসব অভিযান অব্যাহত থাকবে।
এ ছাড়া অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন রোধে সরাইল আঞ্চলিক এলাকায় অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে ৯ লাখ ৭৫ হাজার ৭৫৬ ঘনফুট বালু এবং ৪ লাখ ৯১ হাজার ৮৪২ ঘনফুট পাথর। এসব অভিযানে ২৭টি ট্রাক, ৭৫টি ট্রলি, ৪৫টি ট্রাক্টর, ১৮টি লরি ও ৪০টি নৌকা জব্দসহ অবৈধ সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।
আমার বার্তা/এমই

