মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমাতুল জান্নাতের আগমন উপলক্ষে নানা বর্ণাঢ্য কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলমের সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে সচেতনতামূলক সভা, বাইসাইকেল বিতরণ, “মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ” শীর্ষক শিক্ষক সমাবেশ, এক্সিলেন্স পুরস্কার প্রদান ও খেলার সামগ্রী বিতরণসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পরে জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত ভবেরচর ইউনিয়নের পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং বাউশিয়া ইউনিয়নে নবনির্মিত ইউপি ভবনের উদ্বোধন করেন।
অনুষ্ঠানগুলোতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হামিদা মুস্তাফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহনাজ পারভিন, গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ ও উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন।
ইউপি ভবন উদ্বোধনকালে নির্বাচিত ইউপি সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
আমার বার্তা/মুকবুল হোসেন/এমই