স্প্যানিশ লা লিগায় দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে বার্সেলোনা। রবিবার (২১ সেপ্টেম্বর) ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে গেতাফেকে ৩-০ গোলে হারিয়েছে হানসি ফ্লিকের শিষ্যরা। দলের হয়ে জোড়া গোল করেছেন ফেররান তরেস, আরেকটি গোল করেছেন দানি ওলমো।
ম্যাচের শুরু থেকেই বার্সেলোনার আধিপত্য ছিল স্পষ্ট। পুরো ম্যাচের ৭১ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে কাতালান ক্লাবটি। গোলের উদ্দেশ্যে ১৬টি শট নেয় তারা, যার মধ্যে ৭টি ছিল অনটার্গেটে। বিপরীতে গেতাফে পুরো ম্যাচে মাত্র ৩টি শট নিতে সক্ষম হয়।
১৫ মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। রাফিনহার পাস থেকে ব্যাক-হিলে বল পেয়ে জোরালো শটে গোল করেন ফেররান তরেস। ৩৪তম মিনিটে আবারও রাফিনহার পাস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। বিরতির আগে ফেরানের আরেকটি শট ক্রসবারে লাগায় অল্পের জন্য হ্যাটট্রিক হাতছাড়া হয়।
দ্বিতীয়ার্ধে ৬২তম মিনিটে মার্কাস রাশফোর্ডের কাট-ব্যাক থেকে গোল করেন দানি ওলমো। ম্যাচের শেষ দিকে রাশফোর্ড নিজেও গোল করার সুযোগ পেয়েছিলেন, তবে তা কাজে লাগাতে পারেননি।
এই জয়ে পাঁচ ম্যাচে ৪ জয় ও ১ ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে বার্সেলোনা। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গেতাফে রয়েছে অষ্টম স্থানে। আর পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ।
আমার বার্তা/জেএইচ