খাগড়াছড়ি জেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে, শান্তিপূর্ণভাবে উদযাপন করার লক্ষে সনাতন ধর্মালম্বীদের সাথে এক মতবিনিময় সভা করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি।
সোমবার দুপুরে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে মতবিনিময় সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি প্রবীন চন্দ্র চাকমা সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, আবু তালেব, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক অশোক মজুমদার, খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষী নারায়ণ মন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি আশিষ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক নির্মল দেবসহ বিভিন্ন মন্দিরে প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন।
আমার বার্তা/এল/এমই