ফেনীতে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রিপিস ও ইনজেকশন জব্দ করেছে (বিজিবি)।
মঙ্গলবার (২৭ মে) সকালে জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, জব্দ মালামালের মধ্যে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, থ্রিপিস, কাশ্মীরি শাল, থান কাপড় ও ইনজেকশন রয়েছে। এগুলোর আনুমানিক বাজারমূল্য এক কোটি ২৪ লাখ ৩৯ হাজার ৭ শত ৬০ টাকা। জব্দ মালামাল স্থানীয় কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এছাড়া চোরাচালানের বিরুদ্ধে বিজিবির কঠোর নীতি অব্যাহত থাকবে।’
আমার বার্তা/এল/এমই