ই-পেপার বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

বাগেরহাটে হেলাল ও তন্ময়সহ আ.লীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আমার বার্তা অনলাইন
০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৩

বাগেরহাটের ফকিরহাটে ছাত্র-জনতার আন্দোলনে গুলি ও বোমা বিস্ফোরণের ঘটনায় আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়, বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খানসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের শীর্ষ ৩৫ নেতাদের আসামি করা হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রফিকুল ইসলাম মিঠু নামের এক ব্যক্তি বাদী হয়ে ফকিরহাট থানায় এ মামলা দায়ের করেন। এ মামলায় বাগেহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলায় এজাহারে বলা হয়েছে, ছাত্র-জনতার ন্যায্য আন্দোলনকে নস্যাৎ করার উদ্দেশ্যে আসামিরা গত ৪ আগস্ট দুপুরে ফকিরহাট উপজেলার কাটাখালি গোলচত্বর এলাকায় জড়ো হয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে ও ছাত্র-জনতাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটায় এবং হত্যার উদ্দেশ্যে একাধিক গুলি ছোড়ে।

মামলায় এজাহারে বলা হয়েছে, ছাত্র-জনতার ন্যায্য আন্দোলনকে নস্যাৎ করার উদ্দেশ্যে আসামিরা গত ৪ আগস্ট দুপুরে ফকিরহাট উপজেলার কাটাখালি গোলচত্বর এলাকায় জড়ো হয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে ও ছাত্র-জনতাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। আতঙ্ক সৃষ্টির উদ্দেশে কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটানো হয়।

এছাড়া বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খান উচ্চপদস্থ কর্মকর্তা থাকায় ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন সময় উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। নানা উসকানিমূলক বক্তব্য দিয়ে তিনি আসামিদের ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে উদ্বুদ্ধ করেছেন।

মামলার অন্যান্য আসামিরা হলেন, বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য মীর শওকত আলী বাদশা, জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক ভুঁইয়া হেমায়েত উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুবলীগ নেতা সরদার নাসির উদ্দিন, শেখ হেলাল উদ্দিনের একান্ত সচিব ফিরোজুল ইসলাম জোমাদ্দার, ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন কুমার দাস, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ ওরফে সাহেব মল্লিক, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান যুবলীগ নেতা ওয়াহিদুর রহমান বাবু, আওয়ামী লীগ নেতা ইমরুল হাসান, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শিপন মিনা, জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু, সাধারণ সম্পাদক খান আবু বক্কর সিদ্দিক, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বসিরুল ইসলাম, অওয়ামী লীগ নেতা শামীম আহসান, মহিতুর রহমান পল্টন, সৈয়দ বাদশা হোসেন, দুলাল আকন, আব্দুল কাদের সরদার, হুমায়ুন কবির পলি, সুমন রাহি, মো. ফারুক হোসেন বাদল, দোলন মোল্লা, মমিনুল হক আকাশ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস, বাগেরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিয়ান সুলতান ওশান, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান বাবু, সাবেক চেয়ারম্যান নাজমা সারোয়ার, আওয়ামী লীগ নেতা লিয়াকত হোসেন লিটন, ফারুক তালুকদার, নকিব নজিবুল হক নজু।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবির বলেন, ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণ, বোমা বিস্ফোরণ, স্থাপনা ধ্বংসসহ কয়েকটি অভিযোগে ৩৫ জনের নামে মামলা হয়েছে। এ মামলায় সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া মামলায় অন্তর্ভুক্ত কয়েকজন আসামি ইতোমধ্যে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন। তদন্তের স্বার্থে তাদেরও এই মামলায় গ্রেপ্তার দেখানো হবে বলে জানিয়েছেন ওসি আলমগীর কবির।

আমার বার্তা/জেএইচ

মুক্তি পেলেন আরও ২৭ বিডিআর সদস্য, স্বজনদের চোখে আনন্দের অশ্রু

বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি

রাজবাড়ীতে চোখ-মুখ বেঁধে তুলে নিয়ে যুবককে নির্যাতন

রাজবাড়ীর পাংশায় মুকুল মন্ডল নামের এক যুবককে চোখ-মুখ বেঁধে তুলে নিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রীকে হত্যা-ধর্ষণের হুমকি ৪ নেতার

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) চার নেতাসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেছেন একই সংগঠনের এক

এসিড দিয়ে চটপটি-ফুসকার টক তৈরি;মানিকগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ভোজন-রসিকদের অত্যন্ত পছন্দের খাবার চটপটি-ফুস্কা। খাবারটি বানাতে অন্যতম প্রয়োজনীয় কাঁচামাল হিসেবে প্রয়োজন হয় টকের। সম্প্রতি,
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাবি আদায় না হওয়া পর্যন্ত শাটডাউন ঘোষণা জগন্নাথ বিশ্ববিদ্যালয়

মুক্তি পেলেন আরও ২৭ বিডিআর সদস্য, স্বজনদের চোখে আনন্দের অশ্রু

আন্দোলনে যোগ দিতে ২৫টি বাসে কাকরাইলে এসেছেন জবির শিক্ষক-শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন ও সামাজিক বিজ্ঞান ভবনে তালা

এক এজেন্সির হাতে জিম্মি মধ্যপ্রাচ্য রুট

চার লাখ মসজিদ রাষ্ট্রীয় উন্নয়নে ভূমিকা রাখতে পারে

চিন্তাশীল ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে হবে: অর্থ উপদেষ্টা

পুলিশের ‘লাঠিপেটা’ নিয়ে উপদেষ্টা মাহফুজের দুঃখপ্রকাশ করা উচিত ছিল

ঐকমত্য কমিশনের কিছু প্রস্তাব দলগুলোর জন্য চ্যালেঞ্জিং: বাসদ

সাম্য হত্যায় শোক পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন

ফেস আইডি ও ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পেমেন্ট ও মোবাইল রিচার্জের সুবিধা চালু

দ্বিতীয় দিনেও রাজপথে জবি শিক্ষার্থীরা, দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন

সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান, ভেঙে ফেলা হচ্ছে অবৈধ স্থাপনা

যমুনা ব্যাংকের বাংলাদেশ গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট সুকুক শীর্ষক সেমিনার

রাজবাড়ীতে চোখ-মুখ বেঁধে তুলে নিয়ে যুবককে নির্যাতন

বারবার যেন দেশে ফ্যাসিবাদের উত্থান না ঘটে: আলী রীয়াজ

এখন থেকে ‘বাজার’ ডলারের দাম ঠিক করবে: গভর্নর

বিশ্ববাজারে তেলের মূল্য আবারও হ্রাস পেয়েছে

পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে বিমানের জেট ফুয়েলের দাম কমলো