ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সৌম্যর হত্যার বিচার এবং ঢাবি উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছে ছাত্রদল। অর্ধদিবস ক্লাস পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত বর্জনকে বয়কট করে কলা ভবন ও সামাজিক বিজ্ঞান ভবনে তালা দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৫ মে) ছাত্রদলের নেতাকর্মীদের বৃষ্টিতে ভিজে এ কর্মসূচি সফল করতে দেখা গেছে।
এ সময় তারা ‘ ভিসির অনেক গুণ, ক্যাম্পাসে ২ খুন’, ক্যাম্পাসে ছাত্র মরে ভিসি প্রক্টর কী করে? দফা এক দাবি এক, প্রক্টরের পদত্যাগ, ওয়ান টু থ্রি ফোর, খুনি ভিসি নো মোর, আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।
পূর্বের ঘোষিত কর্মসূচি অনুযায়ী ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে এ অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়, কলেজ ও মহানগরের নেতাকর্মীরা।
আমার বার্তা/এল/এমই