ই-পেপার সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

নগর ভবন আটকে ব্লকেড কর্মসূচি ইশরাক সমর্থকদের, বন্ধ সেবা

আমার বার্তা অনলাইন
১৯ মে ২০২৫, ১২:৫৮

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা চারদিক বিক্ষোভ কর্মসূচি পালনের পর আজ নগরভবন ব্লকেড কর্মসূচির ডাক দিয়েছেন আন্দোলনকারীরা।

সোমবার (১৯ মে) সকাল ১১টা থেকে মূল ফটক আটকে নতুন এই কর্মসূচি পালনের ফলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সব ধরণের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে ডিএনসিসি নগর ভবন ব্লকেড ঘোষণা করে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বিক্ষোভকারীরা। সকাল থেকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নগর ভবনের সামনে ঢাকাবাসীর ব্যানারে এসে জড়ো হন তারা। তাদের ব্লকেডে আটকে গেছে নগরভবন এবং এখানকার সব সেবা কার্যক্রম।

এদিকে আজ পঞ্চম দিনের মতো অবরুদ্ধ আছে নগর ভবন। সব ধরনের সেবা কার্যক্রমও বন্ধ হয়ে আছে বিগত কয়েকদিন ধরে। নগরভনের মূল ফটকসহ অন্যান্য সব বিভাগের গেটে তালা লাগিয়ে রেখেছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের ইশরাকপন্থী কর্মকর্তা-কর্মচারীরা। ফলে আজও কোনো সেবা পাওয়া যাচ্ছে না নগরভবনে। সেবাগ্রহীতাদের সেবা নিতে এসে ফিরে যেতে হচ্ছে।

নগরভবনের সামনে অবস্থানকারী বিক্ষোভকারীরা বলেছেন, এখন পর্যন্ত ইশরাকের শপথ গ্রহণের ব্যবস্থা নেওয়া হয়নি। ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যতদিন ইশরাক হোসেনকে শপথ পাঠ করানো না হবে, ততদিন আমরা একইভাবে নগর ভবনের সামনে আন্দোলন চালিয়ে যাবো এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

এদিকে গত শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে ইশরাক হোসেন বলেন, ‘নির্বাচনের ৩০ দিনের মধ্যে মামলা করা হয়েছিল। তাপস প্রভাব খাটিয়ে এই মামলা থামানোর চেষ্টা করেন। তখন আদালত আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ছিল। তবে সব আইনি পদক্ষেপ মেনে আমরা রায় পেয়েছি। কাজেই আদালতের এই রায়ের বিরুদ্ধে যারা কথা বলছেন, তারা আদালত অবমাননা করছেন।’

গেজেট প্রকাশের ২০ দিন পার হলেও তাকে শপথ করানো হয়নি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আমি শপথ গ্রহণের জন্য সম্পূর্ণ প্রস্তুত।’

প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন। গত ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করা হয়। ট্রাইব্যুনালের রায়ের কপি পেয়ে ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন।

আমার বার্তা/জেএইচ

পল্টন মোড়ে অজ্ঞান পার্টির খপ্পরে ২ লাখ টাকা খোয়ালেন ব্যবসায়ী

রাজধানীর পল্টন মোড়ে বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন মো. ফাহাদ আহমেদ (২৮) নামে এক ব্যবসায়ী। এই

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে ব্যবসায়ী, খোয়ালেন সর্বস্ব

রাজধানীর পল্টন মোড়ে বাসের ভেতর মোঃ ফাহাদ আহমেদ (২৮) নামে এক ব্যবসায়ী অজ্ঞান পার্টির খপ্পরে

পৌনে দুই ঘণ্টা পর শাহবাগ ছাড়ল ছাত্রদল, যান চলাচল স্বাভাবিক

পৌনে দুই ঘণ্টা পর রাজধানীর শাহবাগ মোড় থেকে সরে গেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়

ডিবি কার্যালয়ে নুসরাত ফারিয়া, সোমবার তোলা হবে আদালতে

চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটকের পর বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার (১৮
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উর্দুভাষীদের অধিকার অবজ্ঞা করে বৈষম্যহীন সমাজ গড়া সম্ভব না

বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের এ সপ্তাহ যেমন যাবে

বাংলাদেশে ফ্লাইট পরিচালনার অনুমতি পেল পাকিস্তানের আরেকটি এয়ারলাইন্স

তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক হলেন শাহনেওয়াজ পারভেজ

জব্দ করা অর্থ-সম্পদ দিয়ে ফান্ড গঠন করবে সরকার: গভর্নর

বেঁচে থাকতে আওয়ামী লীগের সঙ্গে আপস নয়: নজরুল ইসলাম

তিন জুনের মধ্যে গামেন্টসকর্মীদের বোনাস দিতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাষ্ট্রের অর্জিত স্বাধীনতা ও তার রক্ষাকবচ

সীমান্তবর্তী স্টেডিয়াম এড়িয়ে খেলার পরামর্শ যুব ও ক্রীড়া উপদেষ্টার

সাড়ে ১০ হাজার হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত

পল্টন মোড়ে অজ্ঞান পার্টির খপ্পরে ২ লাখ টাকা খোয়ালেন ব্যবসায়ী

তামাক পণ্যের কার্যকর কর ও মূল্যবৃদ্ধির দাবি নারী মৈত্রীর

নারী সংস্কার কমিশনের বিতর্কিত ধারার বৈধতা নিয়ে রিটের আদেশ ২৬ মে

জাহাজ শিল্পের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে এমওইউ করতে চায় আলজেরিয়া

পলিথিনের পরিবর্তে কাপড় ও পাটের ব্যাগ ব্যবহারের আহ্বান পরিবেশ উপদেষ্টার

দেশে থাকা ১ লাখ কোটি ও বিদেশে থাকা ৪২ হাজার কোটি বাজেয়াপ্ত

সমুদ্রপৃষ্ঠ থেকে সবচেয়ে কম সময়ে এভারেস্ট জয়ের বিশ্বরেকর্ড শাকিলের

ফারিয়াকে গ্রেফতার বিচার নয়, হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন: হাসনাত

নুসরাত ফারিয়া গ্রেপ্তার: ফারুকীর মন্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতিক্রিয়া

ইশরাকের শপথ নিয়ে আইনি জটিলতা আছে: উপদেষ্টা আসিফ