ই-পেপার সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সীমান্তবর্তী স্টেডিয়াম এড়িয়ে খেলার পরামর্শ যুব ও ক্রীড়া উপদেষ্টার

আমার বার্তা অনলাইন:
১৯ মে ২০২৫, ১৫:২৩

ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে জড়িয়েছিল। এখন আপাতত সাময়িক যুদ্ধ বিরতি থাকলেও দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর রয়েছে। এ নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া আজ জাতীয় ক্রীড়া পরিষদে সাংবাদিকদের সরকারের অবস্থান জানিয়েছেন।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেন, ‘পাকিস্তান সফরের ব্যাপারে বিসিবি এনএসসির কাছে জানতে চেয়েছিল। এনএসসি থেকে পরবর্তীতে পাকিস্তানে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়। পাকিস্তান দূতাবাস থেকে ইতিবাচক রিভিউ এসেছে সেখানে আমরা যেতে পারি। এরপরও আমরা বিসিবিকে একটা নির্দেশনা দিয়েছি যেন সীমান্তবর্তীয় স্টেডিয়াম অ্যাভয়েড করা যায়। বিসিবি এই ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করছে। ’

দেশের অন্যতম জনপ্রিয় খেলা ক্রিকেট। সেই ক্রিকেট বোর্ডের মেয়াদ প্রায় শেষের দিকে। বিসিবি গঠনতন্ত্র সংস্কারের উদ্যোগ নিয়েও ঢাকার ক্লাবগুলোর আন্দোলনের পরিপ্রেক্ষিতে সেই কার্যক্রম স্থগিত করেছে। বিসিবির নির্বাচন ও গঠনতন্ত্র নিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘রিফরমেশন কখনো সহজ প্রক্রিয়া নয়। সহজ প্রক্রিয়া হলে আমরা ৫৩ বছর পর এসে বড় পরিসরে সংষ্কারের কথা বলতাম না। প্রতি বছর বছর করতে পারতাম। আমরা অবশ্যই গঠনতন্ত্র সংস্কারে যাব। আমাদের হাতে সময় আছে কোন প্রক্রিয়া করব এটা নিয়ে বিসিবির সঙ্গে আলাপ করব।’

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ক্রীড়াঙ্গন সংস্কারের জন্য সার্চ কমিটি গঠন করেছিল। সেই কমিটির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে। ঐ কমিটির কাজের অন্যতম পরিধি ছিল গঠনতন্ত্র পর্যালোচনা করে সুপারিশ করা। জেলা-বিভাগীয় পর্যায়ের কমিটি পূর্ণাঙ্গ না হওয়ায় সেই কমিটি ঐ কাজ সম্পন্ন করতে পারেনি। এ নিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘সার্চ কমিটি গঠনতন্ত্র নিয়ে অনেকটা কাজ করেছে। সার্চ কমিটি নামের সঙ্গে গঠনতন্ত্রের বিষয়টি যায় না। সামনে আমরা কো-অপ্ট করে সময় বেধে দিয়ে কাজটি শেষ করব।’ কো-অপ্টে সার্চ কমিটির ব্যক্তিবর্গই থাকবেন না নতুন কেউ যুক্ত হবেন এই বিষয়টি অবশ্য ক্রীড়া উপদেষ্টা পরিষ্কার করেননি।

সার্চ কমিটির প্রস্তাবনার মাধ্যমে ক্রীড়া মন্ত্রণালয় অনুমোদিত হয়ে জাতীয় ক্রীড়া পরিষদ ২৮ ফেডারেশনের অ্যাডহক কমিটি প্রকাশ করেছে। সার্চ কমিটি বাকি ২৪ ফেডারেশনের অ্যাডহক কমিটি জমা দিয়েছে। সেই কমিটিগুলো এই সপ্তাহেই প্রকাশের কথা জানালেন উপদেষ্টা, ‘আশা করা যাচ্ছে এই সপ্তাহের মধ্যেই সবগুলো কমিটি প্রকাশ করে দিব। যে খেলাগুলো কমিটি প্রকাশ হয়নি সেখানে স্থবিরতা ছিল আশা করি সেই স্থবিরতা কাটবে।’

জাতীয় ক্রীড়া পরিষদের আয়ের অন্যতম উৎস স্টেডিয়ামের গেট মানি ও প্রচার স্বত্ব¦। বিসিবিকে এক মাস আগে জাতীয় ক্রীড়া পরিষদ এই সংক্রান্ত চিঠি দিয়েছিল। বিসিবি এখনো জাতীয় ক্রীড়া পরিষদকে কোনো অর্থ-তো দেয়নি এমনকি চিঠির জবাবও দেয়ার প্রয়োজন মনে করেনি। অথচ বিসিবির সভাপতি ফারুক আহমেদই জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক। এ নিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন,‘নিয়ম না মানার একটি সংষ্কৃতি ছিল। এই অনভ্যস্ততার জন্য গড়িমসি। আশা করি এটা সামনে থাকবে না। সামনে বিসিবিসহ যে কোনো খেলায় গেটমানি বিষয়ে এনএনসি ন্যায্য অর্থ পাবে।’

জাতীয় স্টেডিয়ামের সংস্কার কার্যক্রম প্রায় শেষ। ২২ মে জাতীয় ক্রীড়া পরিষদ বাফুফেকে বুঝিয়ে দেয়ার কথা। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই। চার বছর পর জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ফুটবল ফিরছে জাতীয় ক্রীড়া পরিষদ কিংবা মন্ত্রণালয় থেকে কোনো আয়োজন থাকবে কিনা এই প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন,‘ খেলাটাই তো আয়োজন। ঢাকার যারা দর্শক আছেন তারা অনেক দিন পর জাতীয় স্টেডিয়ামের খেলা দেখার সুযোগ পাবেন। এখনই অনেক আগ্রহ প্রকাশ করছে, টিকিট চাইছে। শুধু জাতীয় স্টেডিয়াম নয় সামনে আমরা আশা করছি দেশের আরো ২-৩ টি স্টেডিয়ামে আন্তর্জাতিক ফুটবল আয়োজন করতে পারব। এতে প্রান্তিক পর্যায়ের দর্শকরাও ফুটবল দেখার সুযোগ পাবে।’

আমার বার্তা/এল/এমই

বল পার্টনার পেল বাফুফে, সাশ্রয় হচ্ছে দেড় কোটি টাকা

ফুটবলের মূল অনুষঙ্গ বল। নানা স্তরের খেলাধূলা পরিচলানা, অনুশীলনে বলের পেছনে বাফুফের বছরে কোটি টাকার

মঙ্গলবার পাকিস্তান যাচ্ছেন মিরাজ, পেয়েছেন চারদিনের এনওসি

পাকিস্তান সুপার লিগে প্রথমবার খেলার অপেক্ষায় মেহেদী হাসান মিরাজ। লাহোর কালান্দার্সের জার্সিতে পিএসএল খেলার সুযোগ হতে

সিরিজের মাঝপথে ম্যাচ সংখ্যা বাড়ল, তৃতীয় টি-টোয়েন্টি ২১ মে

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল লিটন দাসের দলের। তবে সিরিজটির

এশিয়া কাপ থেকে সরে গেল ভারত

পাকিস্তান এবং ভারতের মধ্যেকার সামরিক উত্তেজনা শুরুর পর থেকেই শঙ্কা ছিল এশিয়া কাপ নিয়ে। ভারত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

করিডোর ও বন্দরের বিষয়ে সিদ্ধান্ত নেয়া এই সরকারের কাজ নয়

যারা একটি দলের প্রতিনিধিত্ব করছে তাদের পদত‍্যাগ করতে হবে: ইশরাক

প্রথমবারের মতো চলচ্চিত্র উৎসব আয়োজন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

১১০২ কোটি টাকা আত্মসাৎ: এস আলমের বিরুদ্ধে দুই মামলা অনুমোদন

বিষয়ভিত্তিক আলোচনায় জাতীয় সনদ তৈরিতে অগ্রসর হতে পারব

আসিফের বিবৃতিকে মিথ্যাচার বললেন ইশরাকের অনুসারীরা, নতুন কর্মসূচি ঘোষণা

রাঙ্গামাটিতে পাহাড়ি ফলে জমে উঠেছে ভাসমান হাট

বল পার্টনার পেল বাফুফে, সাশ্রয় হচ্ছে দেড় কোটি টাকা

পাবনায় দুদিনে একই বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ

শেখ পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর পৌনে ২ লাখ কোটি টাকার সম্পদ জব্দ

১৭ পুলিশ সুপারকে বদলি, তালিকা প্রকাশ

অর্থ উপদেষ্টার আশ্বাসে স্থান ত্যাগ করল কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ

সরকার পতনের পর আমলাতন্ত্র শক্তিশালী হয়েছে: দেবপ্রিয় ভট্টাচার্য

কারও দ্বৈত এনআইডি নেই, ডাটাবেজ পুরোপুরি নিরাপদ: ডিজি

মঙ্গলবার পাকিস্তান যাচ্ছেন মিরাজ, পেয়েছেন চারদিনের এনওসি

ফ্যাসিস্ট সরকারের পুরোনো মডেলেই হচ্ছে নতুন বাজেট: আমীর খসরু

শ্রম খাত এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর

সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান তিতুমীরের শিক্ষার্থীদের

নর্দান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড চেয়ারম্যানসহ ৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

এনবিআরের কলম বিরতি স্থগিত, আলোচনায় অংশ নিচ্ছে ঐক্য পরিষদ