রাজধানী কদমতলী থানা জুরাইন কমিশনার মোড় এলাকার একটি বাসা থেকে মুন্নি আক্তার (২৫) নামের এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
নিহত মুন্নি আক্তার ফরিদপুরের মধুখালী উপজেলার আন্ধার কোঠা রায়পুর গ্রামের মোঃ আলম মোল্লার মেয়ে।
মঙ্গলবার(১৩ মে)মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এস আই) নুসরাত জাহান জানান, আমরা খবর পেয়ে জুরাইন কমিশনার মোড় খাজা বাকের রোড ৯৯০ নম্বর বাসায় মুন্নির ঝুলন্ত মরদহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান,আশেপাশে লোকদের জিজ্ঞেস করে জানতে পারি একমাস পূর্বে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে মামুন ও মুন্নি ওই বাসা ভাড়া নেয়।গত রাতে যে কোন সময় সিলিং ফ্যানের লোহার রডের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ঝুলে থাকে ওই নারী। পরে আমরা খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরের দিকে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এসআই আরও জানান, নিহতের স্বামী মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আমার বার্তা/এম রানা/জেএইচ