জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য মো. মেহেদী হাসানের ওপর নিষিদ্ধ সংগঠন সেচ্ছাসেবক লীগের সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৭ মে) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির আয়োজনে এ কর্মসূচি পালন করেন তারা। বিক্ষোভ মিছিলটি ভাষ্কর্য চত্বর শুরু করে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ প্রদক্ষিণ করে ভাষ্কর্য চত্বরে মানববন্ধনের মাধ্যমে শেষ হয়।
এসময় তারা 'মেহেদীর উপর হামলা কেন?প্রশাসন জবাব চাই; একশন একশন,ডাইরেক্ট একশন, সন্ত্রাসীদের বিরুদ্ধে,ডাইরেক্ট একশন; গুন্ডালীগের বিরুদ্ধে ডাইরেক্ট একশন; গুন্ডালীগের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও সহ বিভিন্ন স্লোগান দেন,
মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাসুদ রানা বলেন, আমরা ভেবেছিলাম শেখ হাসিনার শাসনব্যবস্থা না থাকলে দেশে সবকিছু স্বাভাবিক হয়ে, সকলে শান্তিতে ঘুমাতে পারবে, দেশে শান্তি বিরাজ করবে। কিন্তু ৫ আগষ্টের পরে আমরা দেখি সেই আগের ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা বিদ্যমান।
এসময় ডিবেটিং সোসাইটির সভাপতি মাঈন আল মুবাশ্বির বলেন, "মেহেদী হাসান আপনাদের সরকারেরই একটা অংশ। আপনারা যদি আপনাদেরই রক্ষা করতে না পারেন, তাহলে ফ্যাসিবাদী সন্ত্রাসীরা আবার জেগে উঠবে। এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।"
এসময় মানববন্ধনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দিন, তিনি বলেন, রাতে মেহেদির শার্ট ছেড়া ও আহত অবস্থা দেখে আমি হতবুদ্ধ হয়েছি। মেহেদী একজন শান্ত ছেলে ও জুলাই আন্দোলনের একজন সক্রিয় শিক্ষার্থী। তার ওপরে যে হামলা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির পক্ষ থেকে।
জানা য়ায়, ২৪ মে চাঁদপুর জেলার দক্ষিণ মতলব থানার মেহেদির নিজ এলাকায় মেহেদী হাসানের উপর হামলা চালিয়েছে নিষিদ্ধ সংগঠন স্বেচ্ছাসেবক লীগের নেতারা।এরপর তাঁকে চাঁদপুর স্থানীয় একটি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় শাহজাহান নামে এক ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতিকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন পুলিশ।
আমার বার্তা/জেএইচ