ই-পেপার শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২

পিছিয়ে থাকা বার্সেলোনাকে জেতালেন পেদ্রি-তোরেসরা

আমার বার্তা অনলাইন
২৪ আগস্ট ২০২৫, ০৯:০৯

একচেটিয়া আধিপত্য দেখালে বার্সেলোনার বিপক্ষে প্রথমার্ধেই দুই গোল করে লাইমলাইটটা কেড়ে নিয়েছিল লেভান্তে। দ্বিগুণ ব্যবধানে পিছিয়ে স্প্যানিশ চ্যাম্পিয়নরা কিছুটা ব্যাকফুটে ছিল। যদিও বাকি সবদিক দিয়ে তারাই ছিল এগিয়ে। দ্বিতীয়ার্ধে কাতালানদের ম্যাচে ফেরান পেদ্রি ও ফেররান তোরেসরা। আর জয়নির্ধারণী গোলটি আসে লেভান্তের এক ফুটবলের উনাই এলজেজাভালের আত্মঘাতী অবদানে।

শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে নেমে ৩-২ গোলে জিতল হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। এই ম্যাচের স্বাগতিক লেভান্তে লা লিগায় ফিরেছে তিন বছর পর। প্রথম ম্যাচে আলাভেসের কাছে ২-১ ব্যবধানে হারের পর বার্সার বিপক্ষে শুরুতে দ্বিগুণ লিড নিয়ে চমকই দিয়েছিল ভ্যালেন্সিয়ার ক্লাবটি। যদিও ম্যাচজুড়ে বার্সেলোনা ৮৩ শতাংশ পজেশন নিয়ে ২৬টি শট নেয়। এর মধ্যে লক্ষ্যে ছিল ১০টি। বিপরীতে ৮ শটের মধ্যে ৫টি লক্ষ্যে ছিল লেভান্তের।

স্বাগতিকদের চেপে শুরু থেকেই আক্রমণের ধার বাড়ায় বার্সা। নিজেদের রক্ষণের এই ব্যস্ততার মাঝেই ১৫ মিনিটে পাল্টা আক্রমণ চালিয়ে ম্যাচে লিড নেয় লেভান্তে। উঁচু করে বাড়ানো বল জেরেমি হয়ে ইভান রোমেরোর কাছে গেলে, তিনি একজনকে কাটিয়ে বল জালে জড়ান। বিপরীতে আক্রমণ অব্যাহত দেখালেও ফিনিশিং দেওয়া খাচ্ছিল না কাতালানদের। ২৭ ও ৩৭ মিনিটে সমতায় ফেরার দুটি সুযোগ নষ্ট করেন তোরেস। লামিনে ইয়ামালের একটি শটও গোলরক্ষকের হাতে গিয়ে আটকায়।

বার্সেলোনা দ্বিতীয় গোল খেতে পারত ৪২তম মিনিটে। অল্পের জন্য লেভান্তের ফ্রি-কিক যায় হেডপোস্টের বাইরে দিয়ে। একইভাবে রাফিনিয়ার এক হেডও সামান্য বাইরে দিয়ে গিয়ে বার্সাকে হতাশা উপহার দেয়। প্রথমার্ধের যোগ করা সময়ে বক্সে বাল্দের হাতে বল লাগায় পেনাল্টি পায় লেভান্তে। ভিএআর দেখে দেওয়া সেই সিদ্ধান্ত নিয়ে অবশ্য প্রশ্ন রয়েছে। এরপর স্পটকিকে মোরালেস নোগালেস লিড দ্বিগুণ করেন স্বাগতিকদের। হতাশা নিয়ে বিরতিতে যাওয়া বার্সা দ্বিতীয়ার্ধে নামতেই ব্যবধান কমায়। ইয়ামালের পাস পেয়ে ৪৯ মিনিটে বুলেট গতির শটে পেদ্রি স্কোরশিটে নাম তোলেন।

মিনিট তিনেক বাদেই সমতায় ফেরে বার্সা। রাফিনিয়ার কর্নার থেকে পাওয়া বল দারুণ ভলিতে তোরেস দ্বিতীয় গোলটি করেন। ১৩ মিনিটের ব্যবধানে এরিক গার্সিয়া এবং তোরেসের হেড ঠেকিয়ে দেন লেভান্তে গোলরক্ষক। একইভাবে দানি ওলমোর নিচু শট আটকেও তিনি হতাশ করেন। শেষদিকে আরও গতিতে আক্রমণ শাণায় বার্সেলোনা। রবার্ট লেভান্ডফস্কি, জুল কুন্দেরা নেমে লিড পেতে মরিয়া ছিলেন। তবে তাদের সেই আক্ষেপটা ঘুচেছে যোগ করা সময়ে লেভান্তে ডিফেন্ডারের আত্মঘাতী গোলে।

মৌসুমের প্রথম দুই ম্যাচে জিতেই লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সা। আগামী রোববার দিবাগত রাতে তারা পরবর্তী ম্যাচে রায়ো ভায়েকানোর মুখোমুখি হবে।

ব্যাগি গ্রিনের সাড়ে ৩ কোটি টাকার ক্যাপ

কিংবদন্তি অ্যাথলেটদের পরিহিত যেকোনো ক্রীড়া সরঞ্জাম স্মারক হিসেবে সংগ্রহের ইতিহাস বেশ পুরোনো। কখনও আবার সেসব

বাছাইপর্ব শেষেই আরও ২ ম্যাচ খেলবে আর্জেন্টিনা

ফিফার সেপ্টেম্বর উইন্ডোতেই শেষ হবে লাতিন দেশগুলোর ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব। দুই রাউন্ডের ম্যাচে আগামী ৪

এশিয়া কাপ : খরচ বাঁচাতে ক্রিকেটারদের ভাগে ভাগে দুবাই পাঠাবে ভারত

ভারতের নতুন আইনের মারপ্যাঁচের কারণে দেশটির ক্রিকেট দলের প্রধান স্পন্সরশীপ থেকে সরে দাঁড়াচ্ছে ‘ড্রিম ১১’।

মুসলিম হওয়ার কারণে অনেকে আমাকে টার্গেট করেন: শামি

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরেছিল ভারত। ওই ম্যাচে ভারতীয় দলের পেসার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী রোডম্যাপ নিয়ে দু-একটি দল ধোঁয়াশা সৃষ্টি করছে

নিজেদের আকাশসীমায় ইসরায়েলি বিমান উড়ায় নিষেধাজ্ঞা তুরস্কের

কোনো খারাপ মানুষকে ভোট দেবেন না: মাহমুদুর রহমান মান্না

জাপা ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ, সেনাবাহিনী মোতায়েন

নওগাঁয় গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

দেশ এই মুহূর্তে গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার দিকে হাঁটছে

ক্ষমতাচ্যুত হলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী

ইসরায়েলের হামলায় ইয়েমেনের বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রী নিহত

মোদীর পদত্যাগের দাবি জোরালো হচ্ছে ভারতে

দীর্ঘসময় রুটি থাকবে নরম ও তুলতুলে

‘বিতর্কিত ভোট হলে জুতার মালা ও জেলের কথাও ভাবতে হবে’

রোডম্যাপ ঘোষণা সুষ্ঠ নির্বাচন ভন্ডুলের নীল নকশা: তাহের

ব্যাগি গ্রিনের সাড়ে ৩ কোটি টাকার ক্যাপ

আগামীতে তরুণরাই রাজনীতিতে গুরুত্বপূর্ণ ও গুণগত পরিবর্তন আনবে: উপদেষ্টা

জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার একমাত্র পথ নির্বাচন: জাহিদ

আদালতের জামিন দেওয়ার ক্ষমতা নেই: লতিফ সিদ্দিকী

ষড়যন্ত্র করে লাভ নেই, ফেব্রুয়ারিতেই নির্বাচন: ফারুক

বিভাজনের রাজনীতি করলে জনগণ আপনাদেরও লালকার্ড দেখাবে: ব্যারিস্টার মোমেন

‘মঞ্চ ৭১’ এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে ১ সপ্তাহের আল্টিমেটাম

মসজিদের দেয়ালে টাইলস স্থাপনের সময় মাচা থেকে পড়ে মিস্ত্রীর মৃত্যু