ই-পেপার শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

মুসলিম হওয়ার কারণে অনেকে আমাকে টার্গেট করেন: শামি

আমার বার্তা অনলাইন
২৮ আগস্ট ২০২৫, ১৪:৫১

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরেছিল ভারত। ওই ম্যাচে ভারতীয় দলের পেসার মোহাম্মদ শামি ওভারপ্রতি সবচেয়ে বেশি রান (১১) খরচা করেছিলেন। যার জেরে ভারতীয় দলের সমর্থকরা শামির দিকে সমালোচনার তির ছুঁড়েছিলেন। কেউ কেউ তাকে ‘পাকিস্তানি’ বলেও গালাগাল করেছিলেন।

শুধু ওই বারই নয়, বিভিন্ন সময়েই ভারতীয় উগ্র সমর্থকরা শামিকে নিয়ে নেতিবাচক ও বিদ্বেষপূর্ণ মন্তব্য করেন। মুসলিম হওয়ার কারণেই অনেকে তাকে সমালোচনার লক্ষ্যবস্তু বানান বলে মনে করেন শামি নিজেই।

সম্প্রতি নিউজ-২৪ এর সঙ্গে এই নিয়ে খোলামেলা কথা বলতে গিয়ে ৩৪ বছর বয়সী এই পেসার জানান, পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর বেশি অনাকাঙ্ক্ষিত আচরণের শিকার হন তিনি। তবে এসব নিয়ে মোটেও চিন্তিত নন ডানহাতি অভিজ্ঞ পেসার।

তার ভাষায়, ‘অনেকে আমাকে মুসলিম হওয়ার কারণে টার্গেট করে, বিশেষ করে পাকিস্তানের ম্যাচের পর। আমি এসব নিয়ে ভাবি না। আমি তো মেশিন নই; ভালো দিন যেমন আসবে, খারাপ দিনও আসবে। যখন আমি দেশের হয়ে খেলি, তখন আমার ফোকাস থাকে উইকেট নেওয়া আর ম্যাচ জেতার দিকে; সোশ্যাল মিডিয়ার দিকে নয়। ট্রলিং আমাকে প্রভাবিত করতে পারে না, কারণ আমি সেটি এড়িয়ে যাই।’

আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপে গ্রুপ পর্বেই মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। তবে পহেলগামের সন্ত্রাসী হামলা ও গেল মে মাসে দুই পক্ষের সামরিক উত্তেজনার পর ভারতীয় সাবেক ক্রিকেটারদের অনেকেই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ না খেলার কথা বলেছেন।

এই প্রসঙ্গে মতামত জানতে চাইলে একেবারেই স্পষ্ট ভাষায় জবাব দেন শামি। তিনি বলেন, ‘আমি বিতর্কের বাইরে থাকি। সরকার আর বোর্ড যা সিদ্ধান্ত নেবে, আমরা তাই মেনে চলি।’

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ অন্য দলের বিপক্ষে খেলার চেয়ে আলাদা, নাকি সব ম্যাচকেই সমানভাবে দেখা হয়, এমন প্রশ্নে শামি স্বীকার করেন, পাকিস্তানের বিপক্ষে খেলা সত্যিই আলাদা।

তিনি বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে খেলার আলাদা অনুভূতি আছে, কারণ সমর্থকদের উন্মাদনা অন্য রকম। তবে খেলোয়াড়দের জন্য এটা পারফর্ম করার ব্যাপার।’

পাকিস্তানের বিপক্ষে খেলার সময় স্লেজিং বা উত্ত্যক্ত করার কোনো ঘটনা ঘটেছিল কিনা জানতে চাইলে শামি জানান, তিনি কখনো এমন কিছু মুখোমুখি হননি।

শামি বলেন, না, ‘একেবারেই না। শুধু একবার টেস্ট ম্যাচে বিরক্ত হয়েছিলাম, যখন কেউ সময় নষ্ট করছিল। তখন বলেছিলাম— তোমার খেলা খেলো। এটাই ছিল আমার আগ্রাসন।’

এখন পর্যন্ত ভারতীয় দলের হয়ে ১০৮টি ওয়ানডে, ৬৪টি টেস্ট ও ২৫টি টি–টোয়েন্টি খেলেছেন শামি। তবে অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে তিনি। এশিয়া কাপের স্কোয়াডেও জায়গা পাননি।

বর্তমানে জাতীয় দলে ফেরার জন্য কঠোর পরিশ্রম করছেন শামি। তবে নির্বাচকরা যেভাবে এখন তরুণদের সুযোগ দিচ্ছেন, তাতে শামির ভবিষ্যৎ কী হতে চলেছে, তা সময়ই বলে দেবে।

আমার বার্তা/জেএইচ

ব্যাগি গ্রিনের সাড়ে ৩ কোটি টাকার ক্যাপ

কিংবদন্তি অ্যাথলেটদের পরিহিত যেকোনো ক্রীড়া সরঞ্জাম স্মারক হিসেবে সংগ্রহের ইতিহাস বেশ পুরোনো। কখনও আবার সেসব

বাছাইপর্ব শেষেই আরও ২ ম্যাচ খেলবে আর্জেন্টিনা

ফিফার সেপ্টেম্বর উইন্ডোতেই শেষ হবে লাতিন দেশগুলোর ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব। দুই রাউন্ডের ম্যাচে আগামী ৪

এশিয়া কাপ : খরচ বাঁচাতে ক্রিকেটারদের ভাগে ভাগে দুবাই পাঠাবে ভারত

ভারতের নতুন আইনের মারপ্যাঁচের কারণে দেশটির ক্রিকেট দলের প্রধান স্পন্সরশীপ থেকে সরে দাঁড়াচ্ছে ‘ড্রিম ১১’।

প্রীতির হ্যাটট্রিকে আবার নেপালকে হারাল বাংলাদেশ

সাফ অ-১৭ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয় অব্যাহত রয়েছে। আজ বিকেলে ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ ৪-১
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী রোডম্যাপ নিয়ে দু-একটি দল ধোঁয়াশা সৃষ্টি করছে

নিজেদের আকাশসীমায় ইসরায়েলি বিমান উড়ায় নিষেধাজ্ঞা তুরস্কের

কোনো খারাপ মানুষকে ভোট দেবেন না: মাহমুদুর রহমান মান্না

জাপা ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ, সেনাবাহিনী মোতায়েন

নওগাঁয় গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

দেশ এই মুহূর্তে গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার দিকে হাঁটছে

ক্ষমতাচ্যুত হলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী

ইসরায়েলের হামলায় ইয়েমেনের বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রী নিহত

মোদীর পদত্যাগের দাবি জোরালো হচ্ছে ভারতে

দীর্ঘসময় রুটি থাকবে নরম ও তুলতুলে

‘বিতর্কিত ভোট হলে জুতার মালা ও জেলের কথাও ভাবতে হবে’

রোডম্যাপ ঘোষণা সুষ্ঠ নির্বাচন ভন্ডুলের নীল নকশা: তাহের

ব্যাগি গ্রিনের সাড়ে ৩ কোটি টাকার ক্যাপ

আগামীতে তরুণরাই রাজনীতিতে গুরুত্বপূর্ণ ও গুণগত পরিবর্তন আনবে: উপদেষ্টা

জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার একমাত্র পথ নির্বাচন: জাহিদ

আদালতের জামিন দেওয়ার ক্ষমতা নেই: লতিফ সিদ্দিকী

ষড়যন্ত্র করে লাভ নেই, ফেব্রুয়ারিতেই নির্বাচন: ফারুক

বিভাজনের রাজনীতি করলে জনগণ আপনাদেরও লালকার্ড দেখাবে: ব্যারিস্টার মোমেন

‘মঞ্চ ৭১’ এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে ১ সপ্তাহের আল্টিমেটাম

মসজিদের দেয়ালে টাইলস স্থাপনের সময় মাচা থেকে পড়ে মিস্ত্রীর মৃত্যু