ই-পেপার বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

সাকিব ইস্যুতে শেবাগকে ধুয়ে দিয়েছেন ইমরুল কায়েস

অনলাইন ডেস্ক:
১২ জুন ২০২৪, ১১:২৬

টাইগার ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসানকে লজ্জায় টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার জন্য বলেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ। এ ছাড়াও সাকিব বাংলাদেশি ক্রিকেটার, তাই বড় শট খেলার আগে চিন্তার করা উচিত এমন মন্তব্যও করেন তিনি। সাকিবকে এভাবে অসম্মান করায় শেবাগকে ধুয়ে দিয়েছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস।

২২ গজে সময়টা ভালো যাচ্ছে না সাকিবের। বিশ্বকাপে টানা দুই ম্যাচেই ব্যর্থ হয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ বলে ৩ রান করে নরকিয়ার বলে পুল শট খেলতে গিয়ে আউট হন সাকিব। এরপরই সাকিবের ওপর ক্ষোভ ঝাড়েন ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ।

শেবাগ বলেন, আপনি এতই সিনিয়র খেলোয়াড়, অধিনায়ক ছিলেন দলের, এটা শেষ আসর। কিছু তো লজ্জা থাকা উচিত। বলা উচিত, আমি টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছি। আমার বোলিং ভালো হচ্ছে না, ব্যাটিং ভালো হচ্ছে না। দলের জন্য আমি কিছু করতেই পারছি না। তাহলে আমি খেলে কী করব?

মঙ্গলবার (১১ জুন) এক সাক্ষাৎকারে শেবাগের এমন মন্তব্যের জবাবে কায়েস বলেন, দেখুন শেবাগ তার পুরো ক্যারিয়ারজুড়ে এমন মন্তব্য করে আসছে। সে এর আগেও বলেছিল আমাদের দেশে ক্রিকেট খেলার পরিবেশ নেই। আমরা নাকি টেস্ট ক্রিকেটে ২০ উইকেট নেওয়ার যোগ্যতা রাখি না। কিন্তু আমরা তা করে দেখিয়েছি।

‘এই ধরনের ক্রিকেটাররা কীভাবে এই কথা বলে জানিনা। খেয়াল করবেন তাদের দেশের আরও বড় বড় তারকা ক্রিকেটার শচীন, রাহুল এরা কখনও এভাবে কথা বলে না। কারণ, তারা সম্মান দিতে জানে। যেহেতু শেবাগ নিজে এই সম্মানটা পায়নি, তাই কাউকে দিতেও চাও না।

‘আর সাকিবের কি অর্জন তা আমরা সবাই জানি। আইসিসির নাম্বার ওয়ান ক্রিকেটার, এক সঙ্গে তিন ফরম্যাটে দীর্ঘ দিন রাজত্ব করেছে। তাই তাকে নিয়ে কিছু বলা আগে সম্মান দেওয়া উচিত। আর শেবাগের এসব কথাকে এতো গুরুত্ব দেওয়ার কিছু নেই।’

সাকিবকে লজ্জায় অবসর নেওয়ার কথা বলায় শেবাগের ওপর চটে যান ইমরুল। তিনি বলেন, সাকিব কি করতে পারে আমরা জানি। শেবাগের উচিত নিজের দেশের ক্রিকেট নিয়ে চিন্তা করা। আমাদের দেশের ক্রিকেট নিয়ে ভাবার এবং কথা বলার অনেকে আছেন।

শেবাগে উদ্দেশে এই বাঁ-হাতি ব্যাটার বলেন, আপনাকে আমি সম্মান করি। কিন্তু আপনি তার (সাকিব) মতো ক্রিকেটারকে সম্মান না করতে পারেন, পাবলিকলি তাকে অসম্মান করতে পারেন না। আপনার সেই অধিকার নেই। আপনাকে সেই ক্ষমতা কেউ দেইনি।

সাকিবের ব্যাটিংয়ের ধরণ নিয়েও সমালোচনায় মাতেন ভারতের সাবেক এই ওপেনার। শেবাগ বলেন, আপনি অ্যাডাম গিলক্রিস্ট বা ম্যাথু হেইডন না। আপনি এখন বাংলাদেশি খেলোয়াড়। নিজের মাত্রা অনুযায়ী খেলো। এটা তো আপনার রেগুলার শটই না।

শেবাগে এমন মন্তব্যে জবাব ইমরুল বলেন, আপনি যখন তাকে গিলক্রিস্ট বা ম্যাথু হেইডনে সঙ্গে তুলে করছেন। তাহলে আপনি দেখান তো গত ১০ বছরে অস্ট্রেলিয়া এবং ভারতে কয়টা নাম্বার ওয়ান অলরাউন্ডার উঠে এসেছে। আমাদের দেশের এতো বড় ক্রিকেটার এবং যখন আমি তাদের দেশের বড় বড় কিংবদন্তি ক্রিকেটারদের সঙ্গে তুলনা দিব, এটা কেউ মানবে না। কারণ, এটাতে তাদের অসম্মান করা হবে।

‘আমি জানি না উনি (শেবাগ) কোন লজিক থেকে এগুলো বলেন। এভাবে অন্য কেউ কথা বলেন না। হয়তো ওনার কালচারটাই এমন। কারণ, শচীন, রাহুল, গাঙ্গুলিরা কখনও এভাবে কথা বলেন না। কিন্তু শেবাগ বলে কারণ ওটাই শিখে এসেছে। আমরা তা কথায় কান না দিই।

আমার বার্তা/জেএইচ

দল তরুণ সময় দিলে ফল মিলবে: ভবিষ্যতের আশায় মিরাজ

শ্রীলঙ্কার কাছে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারের পর হতাশ হলেও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক

আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপের জার্সি ফাঁস

প্রায় এক বছর পর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ২০২৬ বিশ্বকাপের আসর বসবে। তবে অনেক আগেভাগেই

আফ্রিকা-জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপকে সামনে রেখে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশের যুবারা। জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকার

বাবর-শাহিনদের ছাড়াই বাংলাদেশ সিরিজের দল ঘোষণা পাকিস্তানের

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সপ্তাহখানেক বাদেই ঢাকায় আসবে পাকিস্তান। এ লক্ষ্যে আজ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণহত্যার জন্য শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে: প্রেস সচিব

দল তরুণ সময় দিলে ফল মিলবে: ভবিষ্যতের আশায় মিরাজ

আমলাতান্ত্রিক জটিলতায় আটকা ৬ জুলাই শহীদের দাফন সম্পন্ন

আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপের জার্সি ফাঁস

ক্ষমতায় থাকার ইচ্ছা আমার নেই: সাখাওয়াত হোসেন

ড. ইউনূসের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধানের সাক্ষাৎ

বগুড়ার দুপচাঁচিয়ায় শ্বশুর ও পুত্রবধূকে গলায় ফাঁস দিয়ে হত্যা

আফ্রিকা-জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা

গুলিতে মারা যাওয়ার ৭ দিন পর বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ

দিনাজপুরে পরিত্যক্ত ডেটোনেটর বিস্ফোরণে শিশুর হাতের আঙুল বিচ্ছিন্ন

ঢাকাসহ ৪ বিভাগে আবারো অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা

ব্রিকস সদস্যদের ওপর ১০ শতাংশ শুল্কারোপ ট্রাম্পের

সততা-দক্ষতার সঙ্গে কাজ করলে কোনো ভয় নেই

কক্সবাজার সৈকতে ভেসে এলো আরেক চবি ছাত্রের মরদেহ

হাসিনার পতনের পরও যাত্রাবাড়ীতে ৫২ জনকে হত্যা করে পুলিশ

ফেনীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৪ স্থানে ভাঙন, ৩০ গ্রাম প্লাবিত

হাসিনার নির্দেশেই নির্বিচারে গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী

০৯ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

জনগণের সরকারই আগামী নির্বাচনে প্রতিষ্ঠিত হবে: আমিনুল হক

বাজিতপুরে পূর্ব শত্রুতার জেরে ভ্যানচালককে পিটিয়ে হত্যা