ই-পেপার বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১

সাকিব ইস্যুতে শেবাগকে ধুয়ে দিয়েছেন ইমরুল কায়েস

অনলাইন ডেস্ক:
১২ জুন ২০২৪, ১১:২৬

টাইগার ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসানকে লজ্জায় টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার জন্য বলেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ। এ ছাড়াও সাকিব বাংলাদেশি ক্রিকেটার, তাই বড় শট খেলার আগে চিন্তার করা উচিত এমন মন্তব্যও করেন তিনি। সাকিবকে এভাবে অসম্মান করায় শেবাগকে ধুয়ে দিয়েছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস।

২২ গজে সময়টা ভালো যাচ্ছে না সাকিবের। বিশ্বকাপে টানা দুই ম্যাচেই ব্যর্থ হয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ বলে ৩ রান করে নরকিয়ার বলে পুল শট খেলতে গিয়ে আউট হন সাকিব। এরপরই সাকিবের ওপর ক্ষোভ ঝাড়েন ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ।

শেবাগ বলেন, আপনি এতই সিনিয়র খেলোয়াড়, অধিনায়ক ছিলেন দলের, এটা শেষ আসর। কিছু তো লজ্জা থাকা উচিত। বলা উচিত, আমি টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছি। আমার বোলিং ভালো হচ্ছে না, ব্যাটিং ভালো হচ্ছে না। দলের জন্য আমি কিছু করতেই পারছি না। তাহলে আমি খেলে কী করব?

মঙ্গলবার (১১ জুন) এক সাক্ষাৎকারে শেবাগের এমন মন্তব্যের জবাবে কায়েস বলেন, দেখুন শেবাগ তার পুরো ক্যারিয়ারজুড়ে এমন মন্তব্য করে আসছে। সে এর আগেও বলেছিল আমাদের দেশে ক্রিকেট খেলার পরিবেশ নেই। আমরা নাকি টেস্ট ক্রিকেটে ২০ উইকেট নেওয়ার যোগ্যতা রাখি না। কিন্তু আমরা তা করে দেখিয়েছি।

‘এই ধরনের ক্রিকেটাররা কীভাবে এই কথা বলে জানিনা। খেয়াল করবেন তাদের দেশের আরও বড় বড় তারকা ক্রিকেটার শচীন, রাহুল এরা কখনও এভাবে কথা বলে না। কারণ, তারা সম্মান দিতে জানে। যেহেতু শেবাগ নিজে এই সম্মানটা পায়নি, তাই কাউকে দিতেও চাও না।

‘আর সাকিবের কি অর্জন তা আমরা সবাই জানি। আইসিসির নাম্বার ওয়ান ক্রিকেটার, এক সঙ্গে তিন ফরম্যাটে দীর্ঘ দিন রাজত্ব করেছে। তাই তাকে নিয়ে কিছু বলা আগে সম্মান দেওয়া উচিত। আর শেবাগের এসব কথাকে এতো গুরুত্ব দেওয়ার কিছু নেই।’

সাকিবকে লজ্জায় অবসর নেওয়ার কথা বলায় শেবাগের ওপর চটে যান ইমরুল। তিনি বলেন, সাকিব কি করতে পারে আমরা জানি। শেবাগের উচিত নিজের দেশের ক্রিকেট নিয়ে চিন্তা করা। আমাদের দেশের ক্রিকেট নিয়ে ভাবার এবং কথা বলার অনেকে আছেন।

শেবাগে উদ্দেশে এই বাঁ-হাতি ব্যাটার বলেন, আপনাকে আমি সম্মান করি। কিন্তু আপনি তার (সাকিব) মতো ক্রিকেটারকে সম্মান না করতে পারেন, পাবলিকলি তাকে অসম্মান করতে পারেন না। আপনার সেই অধিকার নেই। আপনাকে সেই ক্ষমতা কেউ দেইনি।

সাকিবের ব্যাটিংয়ের ধরণ নিয়েও সমালোচনায় মাতেন ভারতের সাবেক এই ওপেনার। শেবাগ বলেন, আপনি অ্যাডাম গিলক্রিস্ট বা ম্যাথু হেইডন না। আপনি এখন বাংলাদেশি খেলোয়াড়। নিজের মাত্রা অনুযায়ী খেলো। এটা তো আপনার রেগুলার শটই না।

শেবাগে এমন মন্তব্যে জবাব ইমরুল বলেন, আপনি যখন তাকে গিলক্রিস্ট বা ম্যাথু হেইডনে সঙ্গে তুলে করছেন। তাহলে আপনি দেখান তো গত ১০ বছরে অস্ট্রেলিয়া এবং ভারতে কয়টা নাম্বার ওয়ান অলরাউন্ডার উঠে এসেছে। আমাদের দেশের এতো বড় ক্রিকেটার এবং যখন আমি তাদের দেশের বড় বড় কিংবদন্তি ক্রিকেটারদের সঙ্গে তুলনা দিব, এটা কেউ মানবে না। কারণ, এটাতে তাদের অসম্মান করা হবে।

‘আমি জানি না উনি (শেবাগ) কোন লজিক থেকে এগুলো বলেন। এভাবে অন্য কেউ কথা বলেন না। হয়তো ওনার কালচারটাই এমন। কারণ, শচীন, রাহুল, গাঙ্গুলিরা কখনও এভাবে কথা বলেন না। কিন্তু শেবাগ বলে কারণ ওটাই শিখে এসেছে। আমরা তা কথায় কান না দিই।

আমার বার্তা/জেএইচ

দক্ষিণ আফ্রিকার কাছে বাংলাদেশের ৭ উইকেটের হার

মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশের দেওয়া ১০৬ রানের টার্গেটে ব্যাট

ভারতকে হারিয়ে পোস্ট দিয়েও মুছে ফেললেন সাবিনা

নারী সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে পা রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। এমন জয়ের

ভারতকে হারিয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ

নেপালের কাঠমান্ডুতে সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৩-১ গোলে

বিশ্বাসে ভর করে মিরপুর টেস্টে জিততে চায় বাংলাদেশ

মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষে খুব একটা খারাপ অবস্থায় নেই বাংলাদেশ। অবশ্য ব্যাটিং ব্যর্থতায় আজ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকৃবির ভেটেরিনারি অনুষদের ২১তম ইন্টার্নশিপের উদ্বোধন

৫ আগস্টের পর সংবিধানকে স্বীকৃতি দেয়াই বড় ভুল: হাসনাত

সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন গ্রেপ্তার

ড. ইউনূসকে নিয়ে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন ভুয়া: প্রেস সচিব

কক্সবাজারে সড়ক সংস্কার কাজের ঠিকাদার উধাও, ভোগান্তিতে হাজার হাজার মানুষ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১০২৯

নরসিংদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালতের বাজার মনিটরিং

সিলেট জুড়ে বাজার গুলোতে সবজির দাম লাগামহীন

আহতদের বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের

কানাডায় ভিসা সহজীকরণ-প্রতিরক্ষা সহযোগিতা চাইলেন সেনাপ্রধান

চলতি মৌসুমে টেকনাফে সুপারির ফলন কম, কৃষকের মুখে দুশ্চিন্তা

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ সুন্দর ও যৌক্তিক: সারজিস

নীলফামারীতে সাবেক মন্ত্রী নূর সহ ২০২ জনের বিরুদ্ধে হত্যা মামলা

রাজনগরে পিকআপ ভ্যানের চাপায় এক ব্যক্তির মৃ-ত্যু

মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে ককটেল বিস্ফোরণ, ২ যুবক আহত

জুড়ীতে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজস্থলীতে জরায়ু ক্যান্সার টিকার আওতায় ১৫১৩ কিশোরীকে টিকা প্রদান

রাষ্ট্রপতিকে অপসারণে রাজনৈতিক সিদ্ধান্ত আমলে নেবে সরকার

সম্প্রতি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক উপজেলা যুগ্ম-আহ্বায়ক গ্রেপ্তার