ই-পেপার শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
সংসদীয় স্থায়ী কমিটিতে অভিযোগ

হয়রানির মুখে জনশক্তি রপ্তানি খাত

৩০ জনের বিরুদ্ধে গায়েবি মামলা
বিশেষ প্রতিনিধি
০৭ জুন ২০২৩, ১৩:১৬
ফাইল ফটো

ঘুষ, চাঁদাবাজি, মিথ্যা মামলা ও হয়রানির মুখে অনেকেই জনশক্তি রপ্তানি খাত থেকে নিজেদের গুটিয়ে নেয়ার কথা ভাবছেন। তাদের অভিযোগ, আইন প্রয়োগকারী সংস্থার একশ্রেণীর অসাধু কর্মকর্তা ইদানিং তাদের মারাত্মকভাবে হয়রানি করছেন।

ঘুষ বা চাঁদার দাবিতে এমন কি রিক্রুটিং এজেন্সি মালিকদের বিরুদ্ধে মিথ্যা মামলাও দেয়া হচ্ছে। এ অবস্থায় দেশ রেমিট্যান্স নিয়ে গভীর সংকটে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে উত্থাপিত লিখিত অভিযোগে এ তথ্য জানানো হয়েছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে আনীত অভিযোগে বলা হয়েছে, দেশের বৈদেশিক মুদ্রার বেশিরভাগই আসে জনশক্তি খাত থেকে।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট নিরসনে যখন সরকার হিমশিম খাচ্ছে, তখন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় কর্মকর্তার চাঁদাবাজি, ঘুষ আর হয়রানিমূলক তৎপরতায় জনশক্তি খাত পুরোপুরি মুখ থুবড়ে পড়তে পারে।

যার ফলে সৃষ্ট রেমিট্যান্স সংকটে দেশের অর্থনীতি আরও খারাপ হতে পারে। এটাকে দেশের জনশক্তি খাতের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র বলে দাবি করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, গত মার্চে সৌদি আরবে কয়েকজন রিক্রুটিং এজেন্সি মালিক আটকের পর থেকে বিষয়টিকে চাঁদাবাজির হাতিয়ার হিসেবে কাজে লাগাচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় অসাধু কর্মকর্তারা।

সৌদি আরবে অবস্থানরত কয়েকজনের জনশক্তি রপ্তানিকারকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে তদন্ত চললেও বাংলাদেশে এ খাতের বড় বড় ব্যবসায়ীদের বিরুদ্ধে মনগড়া ও উদ্ভট অভিযোগ তুলে হয়রানি করা হচ্ছে।

নিজস্ব উদ্যোগে তদন্তের নামে তারা বিভিন্ন জনশক্তি ব্যবসায়ীদের ডেকে নিয়ে হুমকি-ধামকি দিয়ে রীতিমত ঘুষ-চাঁদাবাজির মহোৎসব শুরু করেছেন। ঘুষ বা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মানিলন্ডারিং ও মানবপাচারসহ বিভিন্ন আইনে মামলা দেয়ার ভয়ভীতি দেখানো হচ্ছে।

ইতোমধ্যে ডিবি নিজে বাদী হয়ে রাজধানীর বনানী থানায় দেশের খ্যাতনামা ২৫ রিক্রুটিং এজেন্সি মালিকসহ ৩০ জনের বিরুদ্ধে একটি গায়েবি মামলা করেছে। এ মামলায় সুনির্দিষ্ট অভিযোগকারী যেমন নেই, তেমনি সরকারি অনুমোদনও নেই।

অভিযোগে বলা হয়েছে, এসবির একজন অতিরিক্ত পুলিশ সুপার বড় বড় রিক্রুটিং ব্যবসায়ীকে ফোন করে তার সাথে দেখা করতে বলেন। কেউ দেখা করতে গেলে তার বিরুদ্ধে উদ্ভট অভিযোগ তুলে ভয়ভীতি দেখিয়ে জিজ্ঞাসাবাদের নামে নানাভাবে হয়রানি করছেন। মোটা অংকের টাকা দিলে এই হয়রানি থেকে রেহাই মিলছে।

ডিএমপির ডিবির একজন অতিরিক্ত উপ কমিশনারের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ উঠেছে। এর অংশ হিসেবে ২৫ জনশক্তি ব্যবসায়ীসহ ৩০ জনের বিরুদ্ধে গায়েবি মামলা দেয়া হয়।

ডিবির একশ্রেণীর অসাধু কর্মকর্তার সিন্ডিকেট এই চাঁদাবাজি ও হয়রানিতে লিপ্ত। তারা এ কাজে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও রিক্রুটিং এজেন্সি মেসার্স তুর্কি এসোসিয়েটসের মালিক মো. সাহাবুদ্দিনকে মাঠে নামিয়েছে।

তিনিই ডিবির হয়ে হয়রানির মুখে থাকা ব্যবসায়ীদের সাথে নেগোসিয়েশেনের দায়িত্ব পালন করছেন। মোটা অংকের ঘুষ বা চাঁদা দিলে সমস্যার সমাধান করে দিচ্ছেন।

একইভাবে সিআইডির কতিপয় কর্মকর্তাও প্রণোদিত হয়ে তদন্তের নামে জনশক্তি ব্যবসায়ীদের হয়রানি করছে। যার দায়িত্বে রয়েছেন একজন এএসপি। তিনি দেশের বড় বড় জনশক্তি রপ্তানিকারকদের অর্থাৎ রিক্রুটিং এজেন্সি মালিকদের ফোন করে ডেকে নিয়ে সৌদি আরবের ঘটনার সাথে জড়িত করা অথবা মানিল্ডারিংসহ বিভিন্ন হয়রানিমূলক মামলা দেয়ার হুমকি দিচ্ছেন।

মোটা অংকের টাকা না দিলে ওই ব্যবসায়ীদের পরিবারের সদস্যদের এনআইডি, ব্যাংক এস্টেটমেন্ট ও সম্পদের হিসাব নিকাশ নিচ্ছেন। আদালতের আদেশ ছাড়া যা নেয়া সম্পূর্ণ বেআইনি। সম্প্রতি এক ব্যবসায়ী হয়রানির মুখে এক কোটি টাকা ঘুষ দিয়ে পার পেয়েছে। এভাবে অন্তত ৩০ ব্যবসায়ীর কাছে ৫০ লাখ থেকে এক কোটি টাকা করে ঘুষ দাবি করেছে চক্রটি।

অভিযোগে ক্ষোভ প্রকাশ করে বলা হয়েছে, দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তাদেরকে প্রতি পদে পদে হয়রানি পোহাতে হয়। সরকার যদি এখনই ব্যবস্থা না নেয়, তবে সম্মান নিয়ে এ ব্যবসা করা সম্ভব হবে না। বাধ্য হয়ে ব্যবসা গুটিয়ে নেয়া ছাড়া উপায় থাকবে না বলেও উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করে সংসদীয় কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, জনশক্তি রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়, এমন কোনো কার্যক্রম সরকার বরদাস্ত করবে না। জনশক্তি রপ্তানিকারকদের অভিযোগের বিষয়টি নিয়ে কমিটির বৈঠকে আলোচনা হবে। এরপর প্রয়োজনীয় নির্দেশনা হবে।

এবি/ওজি

রাজনীতির সমীকরণ, এলাকা ছাড়া মেয়র

মধুর সম্পর্ক ছিল দু’জনের! রাজনীতির মাঠে দীর্ঘ সময় হেঁটেছেন পাশাপাশি। দেশ ও দেশের বাইরে-ছিলেন আড্ডার

উদ্ধার হয়নি শৈবালের সেই নকশা, ক্ষোভ মন্ত্রণালয়ের

# ৪ হাজার কোটি টাকারও বেশি মূল্যের ১৮৫ একর জমির দখল হয়েছে প্রায় ৯০ একর #

চট্টগ্রামে জলবায়ু ও পরিবেশ রক্ষায় সম্মেলন অনুষ্ঠিত

জলবায়ু ও পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার আহবান জানিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক উপ-অর্থ সম্পাদক হেলাল আকবর

খননের নামে শুভঙ্করের ফাঁকি

যমুনা নদীর মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট নৌরুটে নাব্য ফিরিয়ে আনতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) উদ্যোগ নিয়েছে। গত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুলে মেহেদি লাগিয়ে কতক্ষণ রাখবেন?

মায়ের হাতের টাকি মাছের ভর্তা খেয়ে দুই বোনের মৃত্যু!

‘ভয়ানক ভুল’ করে ক্ষমা চাইলেন জাস্টিন ট্রুডো

বাংলাদেশে ডেঙ্গু টিকা ‘টিভি-০০৫’র সফল পরীক্ষা

শিক্ষা ও গবেষণায় দেশে তৃতীয় জাবি

পবিপ্রবিতে ‘ঘাসফুল বিদ্যালয়’-এর এক যুগ পূর্তি উদযাপন

গুচ্ছভর্তিতে সর্বোচ্চ আসন ফাঁকা ইবিতে

আওয়ামী ক্ষমতায় না থাকলে বাংলাদেশ অন্ধকারে ফিরে যাবে : প্রধানমন্ত্রী

শুভ মধুপূর্ণিমা আজ

ইসরায়েলে বন্দুক হামলায় নিহত ৬

অনুমতির ১০ দিন পরও ডিম আসেনি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ

সহকারী জজ হলেন জবির ১১ শিক্ষার্থী

সীমা লঙ্ঘন করেছেন, যুক্তরাষ্ট্রে ফিরে যান : নাজমুল

তামিম ইস্যুতে এবার মুখ খুললেন আশরাফুল

৫ সংস্থা ও ২ ব্যক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট আনসার হতে হবে : এনামুল হক শামীম

লক্ষ্মীপুরে ড. ইউনুসের বিরুদ্ধে জাতীয় শ্রমিক লীগের মানববন্ধন

সিলেট জেলা ২০৯৭ এর কালিগঞ্জ উপ-পরিষদে সকল পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের কার্যক্রমের প্রশংসা করেছেন জাতিসংঘের সহকারী সেক্রেটারী