ই-পেপার সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১৩ চৈত্র ১৪৩০

সমাবর্তন কেন, কীভাবে এলো?

সৌরভ শুভ, জাবি প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৩২
আপডেট  : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৩৪

‘সমাবর্তন’ একজন গ্র‍্যাজুয়েট শিক্ষার্থীর শিক্ষাজীবনের স্মরণীয় ঘটনা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। এবারের সমাবর্তনে ১৫ হাজার ২১৯ জন শিক্ষার্থী ও গবেষক অংশগ্রহণ করবেন। সমাবর্তনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাসের কমতি নেই। এতে পরনে থাকে কালো গাউন, হুড আর চার কোনা টুপি। এছাড়াও সমাবর্তকে ঘিরে বেশকিছু প্রচলিত নিয়ম আছে। কীভাবে এলো এ নিয়মগুলো?

চাই বিশেষ পোশাক

Indian Pakur

দ্বাদশ শতকের দিকে ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ ধরনের পোশাকের প্রচলন শুরু হয়। এই ধরনের অনুষ্ঠান বেশির ভাগ ক্ষেত্রে শীতকালে বা শীতল পরিবেশে অনুষ্ঠিত হতো। তাই ছাত্রছাত্রীদের উষ্ণ রাখতে এবং অন্যদের থেকে আলাদা করতে শুরুতে বিশেষ গাউন, হুড ও টুপি পরার প্রচলন শুরু হয়। লম্বা সময় ধরে এ ধরনের পোশাক সমাবর্তন অনুষ্ঠানে ব্যবহৃত হয়ে এসেছে। শুরুর দিকে নির্দিষ্ট রঙের গাউন, হুড বা টুপি ব্যবহারের প্রথা ছিল না।

গাউনের রং কেন কালো

১৮৯৪ সালে আমেরিকান ইন্টারকলেজিয়েট কমিশন নিউইয়র্কের কলম্বিয়াতে সমাবর্তনের পোশাক, হুডের স্টাইল ও রং নির্ধারণের উদ্দেশে একটি সভা আহ্বান করে। সেই সভায় সমাবর্তনের জন্য সব পোশাকই কালো হবে এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্নাতকের গাউন পয়েন্টযুক্ত হাতা দিয়ে তৈরি করা হবে আর স্নাতকোত্তরের গাউন হবে সিল্কের তৈরি লম্বা হাতাওয়ালা। হুডগুলোও তৈরি হবে গাউনের মতো একই উপকরণ দিয়ে। শুধু এর দৈর্ঘ্য ডিগ্রির সঙ্গে পরিবর্তিত হবে। তবে গাউনের জন্য নির্দিষ্ট রং কালো হলেও ভিন্ন ভিন্ন অনুষদের জন্য ভিন্ন ভিন্ন রঙের হুড ব্যবহারের অনুমতি ছিল, যা এখনো প্রচলিত।

চার কোনা টুপি যে কারণে

শুরুর দিকে সমাবর্তনে গোলাকার টুপির প্রচলন লক্ষ করা যায়। যদিও সমাবর্তন টুপির জন্য সর্বাধিক প্রচলিত শৈলী হলো মর্টারবোর্ড ক্যাপ, যা সমাবর্তন গাউনের সঙ্গে এক অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। ক্যাথলিক চার্চ, পণ্ডিত ও অধ্যাপকদের ব্যবহৃত বিরেটা নামে পরিচিত টুপি থেকে এই টুপিগুলো ১৫ শতকে বিকশিত হয়েছিল বলে মনে করা হয়। যদিও গির্জায় বিরেটার উৎপত্তি ১৩ শতকের দিকে।

মর্টারবোর্ড নামটি এসেছে মূলত আকৃতি থেকে। এটি আদতে নির্মাণশ্রমিকদের (স্টোনমাসন) মর্টার বহন করার জন্য ব্যবহৃত বর্গাকার বোর্ডের মতো। তাই কেউ কেউ বিশ্বাস করেন, টুপিটি চার কোনা কারণ এটি মর্টারবোর্ডের প্রতিনিধিত্ব করে। উৎপত্তি নিশ্চিত নয়, তবে সমাবর্তনের টুপি হিসেবে শিক্ষার্থীরা এই স্টাইল পছন্দ করেছেন বলেই হয়তো এটি টিকে গেছে।

টুপি কেন আকাশে?

১৯১২ সালে আমেরিকান নেভাল একাডেমি প্রথম সমাবর্তন টুপি আকাশে নিক্ষেপ করা শুরু করে। এর কারণ হলো, পূর্ণাঙ্গ অফিসার হওয়ার আগে নৌবাহিনীর গ্র্যাজুয়েটদের প্রথম দুই বছর মিডশিপম্যান হিসেবে কাজ করতে হতো। যখন মিডশিপম্যানরা স্নাতক হন, তখন অফিসারদের কাছে একটি নতুন টুপি দেওয়া হতো। সে সময় তাঁরা তাঁদের পুরোনো টুপিগুলো আকাশে উড়িয়ে দিতেন। সেই থেকেই এটি ধীরে ধীরে দেশজুড়ে বিশ্ববিদ্যালয়গুলোতে ছড়িয়ে পড়ে, যা আজকে উচ্ছ্বাসের প্রতীক হয়ে বিশ্বজুড়ে সব শিক্ষার্থীর কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে।

রেশম থোবার প্রচলন

শিক্ষার স্তরের প্রতিনিধিত্ব করার জন্য ১৪ শতকের দিকে সমাবর্তনের টুপির সঙ্গে ট্যাসেল বা রেশমি থোবার প্রচলন শুরু হয়। একজন শিক্ষার্থী স্নাতক শেষ করার পর ট্যাসেলটি ডান থেকে বাঁয়ে সরাতে পারেন। গ্র্যাজুয়েশনের আগে এই ট্যাসেল একজন শিক্ষার্থীর জন্য সময়ের প্রতীক। যখন এটিকে এক পাশ থেকে অন্য পাশে সরানো হয়, তখন ডিগ্রি সম্পন্ন হয়েছে বলে মনে করা হয়। সাধারণ এই ব্যাপার ধীরে ধীরে ঐতিহ্য হয়ে উঠেছে।

এবি/ জিয়া

জাপানের শিক্ষার্থীরা যেভাবে বিদ্যালয় পরিষ্কার রাখে

বাংলাদেশের বগুড়ায় একটি বালিকা বিদ্যালয়ে বিচারকের মেয়ের শ্রেণিকক্ষ পরিষ্কার না করা নিয়ে সমালোচনা চলছে। ঘটনার

মোগল আমলে নির্মিত ‘নারী মসিজদ’

রাজশাহীতে তিন গম্বুজ বিশিষ্ট মোঘল আমলের নারী মসজিদ। প্রায় ৩০০ বছরের পুরনো এ মসজিদের স্থাপত্যতে

টাই বেঁধে বাংলাদেশি তরুণের বিশ্বরেকর্ড

পুরুষের ফরমাল পোশাকের সঙ্গে টাই একটি অপরিহার্য অংশ। তবে টাই বাঁধা বেশ প্রতিভার ব্যাপার কিন্তু।

মাটি খুঁড়লেই পার্কে মিলছে হীরা

যুক্তরাষ্ট্রের একটি পার্কে মাটি খুঁড়ে পাওয়া যায় হীরা। প্রতিদিনই পার্কটি থেকে একটি-দুটি হীরার টুকরা খুঁজে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীয়তপুরে বজ্রাঘাতে নিহত ৩

যারা দেশ চায়নি তারাই এখন ক্ষমতায় যেতে মরিয়া: স্বাস্থ্যমন্ত্রী

প্রিয়জনের সঙ্গে আলিঙ্গনে উচ্চ রক্তচাপ কমে

ভোটের অধিকার ফিরিয়ে আনার সংগ্রাম চলবে: মির্জা ফখরুল

গণহত্যা দিবসে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ব্ল্যাক আউট কর্মসূচি পালিত

সৌদিতে ১৭ হাজার প্রবাসী আটক

গফরগাঁওয়ে গৃহবধূকে কুপিয়ে হত্যা

৪ উইকেট দূরে সাকিব

গণহত্যা নিয়ে বিএনপি পাকিস্তানিদের ভাষায় কথা বলছে: ওবায়দুল কাদের

স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির সংবর্ধনায় প্রধানমন্ত্রীর যোগদান

তুরাগে মাদকসেবীর ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে নিহত অন্তত ২৩

মির্জা ফখরুল অপশক্তির মুখপাত্র: ওবায়দুল কাদের

রমজানে পণ্যের দাম বাড়ার যৌক্তিক কারণ নেই : তথ্যমন্ত্রী

শিক্ষকদের কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি

তিস্তার পানিতে ফসলের ক্ষতি, শঙ্কিত কৃষকরা

বিএনপিকে সংলাপের চিঠি সরকারের নতুন কৌশল: মির্জা ফখরুল

ভারতের বেশিরভাগ হিন্দু আমাকে ভালোবাসে: জাকির নায়েক

ভয় দেখানো যাবে না, মোদি-আদানি সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলবোই: রাহুল

ডিম বেশিদিন ফ্রিজে রাখা ক্ষতিকর