ই-পেপার শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

হাফ ডজন কর্মকর্তার অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক

বিআইডব্লিউটিসি’তে চলছে লুটপাট তন্ত্র 
রতন বালো
প্রিন্ট ভার্সন
২৬ ডিসেম্বর ২০২৩, ১০:৩৭
আপডেট  : ২৬ ডিসেম্বর ২০২৩, ১৭:০১

  • নানাবিধ অনৈতিক রোজগারের বিরুদ্ধে কথা বলছেন না কোন কর্মকর্তা

ঘুষ বাণিজ্য, অর্থ আত্মসাৎ, তেলচুরিসহ নানাবিধ অনৈতিক রোজগারের বিরুদ্ধে এবার মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন। তাদের জালে এবার ধরা পড়েছে অধিদপ্তরের আধাডজন বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের অভিযোগ পেয়েছে দুদক।

তেমনি একজন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)’র নারায়ণগঞ্জ বন্দর ডকইয়ার্ড-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শরিফুল ইসলাম। যদিও তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ বিষয়ে কোন কথা বলতে রাজি হননি।

অভিযোগ বিষয়ে তার বক্তব্য জানতে চাইলে তিনি বাঙালির হাইকোর্ট দেখানোর মতো জানান, ‘হেড অফিসের পারমিশন লাগবে। পারমিশন ছাড়া কথা বলা যাবে না।’ কোন হেড অফিস এবং কার পারমিশন নিতে হবে এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ বন্দর ডকইয়ার্ড এর এই অতিরিক্ত প্রধান প্রকৌশলী বলেন, হেড অফিসের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম মিশার পারমিশন নিয়েই কেবল তার সঙ্গে কথা বলা যাবে ?

যদিও প্রকৌশলী মো. শরিফুল ইসলামের কাছে বিআইডব্লিউটিসি’র কোন তথ্য চাওয়া হয়নি। শুধুমাত্র তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ বিষয়ে তার মতামত জানতে ফোন করা হয়। এদিকে বিআইডব্লিউটিসি’র তালিকাভুক্ত কর্মকর্তাদের মধ্যে জনসংযোগ কর্মকর্তা ৩৯ নম্বরে। অর্থাৎ ৩৮ জন কর্মকর্তার পরে নজরুল ইসলাম মিশার নাম তালিকাভুক্ত। মো. শরিফুল ইসলামের কথায় স্পষ্ট নজরুল ইসলাম মিশাই বিআইডব্লিউটিসি’র বড় কর্মকর্তা। চেয়ারম্যান এস. এম. ফেরদৌস আলম প্রকৌশলী শরিফুলের দৃষ্টিতে বড় কর্মকর্তা নন। সে কারণেই চেয়ারম্যানের পারমিশন না নিয়ে মিশার কাছ থেকে পারমিশন নেয়ার তাগিদ দেন।

প্রকৌশলী শরীফ গত বছর ২০ অক্টোবর ঘুষ বাণিজ্য, অর্থ আত্মসাৎকারী, তেলচোরাসহ নানা বিষয়ে অনৈতিকভাবে রোজগার ও বিদেশে অর্থ পাচার করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে প্লট, বাড়ি, মার্কেটসহ নামে- বেনামে সম্পদ ক্রয় করেছেন। এসময় তার বিরুদ্ধে দুদকে কোটি কোটি লুটপাটের অভিযোগ ওঠে। স্বচ্ছতার দাবিতে দুর্নীতি দমন কমিশন ( দুদুক) এর চেয়ারম্যান বরাবরে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীরা। তার বিরুদ্ধে ওঠা এই অনিয়ম ও দুর্নীতির বিষয়ে জানতে গত ১৯ ডিসেম্বর দুপুরে মো. শরিফুল ইসলামকে ফোন করা হয়। তখন তিনি এই মন্তব্য করেন।

দুদকে উত্থাপিত অভিযোগে বলা হয়েছে, মো. শরিফুল ইসলাম বিগত দিনে অধিদপ্তরে সরকারি জাহাজের তেলচোর হিসেবে কুখ্যাত। এছাড়া অনৈতিকভাবে অর্থ কামিয়ে রাজধানীর মধ্যবাড্ডায় আড়াই কোটি মূল্যের ফ্ল্যাট যার হোল্ডিং নম্বর গ-১২৫/এ এর দোতলা। তার ছেলেকে তাজাকিস্তানে রেখে মেডিক্যাল পড়তে প্রথমে ৫০ লাখ টাকা পরে প্রতি মাসে ১২ লাখ টাকা করে খরচ বহন করছেন। যার সাথে তার আয়ের ফারাক আকাশ পাতাল।

এছাড়া শরিফুল ইসলাম ২০-২২ বছর মাওয়াসহ বিভিন্ন স্থানে কর্মরত থেকে সরকারি জাহাজের তেল-মবিল গায়েব, হাইড্রোলিক তেল, জাহাজের বিভিন্ন যন্ত্রাংশ প্রয়োজন না থাকা সত্ত্বেও কেনার নামে ভুয়া বিল বানিয়ে সমুদয় অর্থ আত্মসাৎ করেছেন। তার এসব অপকর্মের দোসর হচ্ছেন জনৈক সুবল চন্দ্র সরকার।

অভিযোগ রয়েছে, সুবল চন্দ্র সরকার তার ভাগিনা বিকাশ চন্দ্র সরকার পাটুরিয়া থেকে অনৈতিক অপকর্ম করে ধরা পড়ে। এরপর বরখাস্তের ভয়ে তড়িঘড়ি করে উৎকোচ দিয়ে সোনাচরা ৩নং ডকইয়ার্ডের বিদ্যুৎ বিভাগে বদলি হয়ে যান। এছাড়াও তার আত্নীয়স্বজন সহ বহু পরিচিত লোককে বিআইডব্লিউটিসিতে চাকরিতে যোগদানের সুযোগ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে সুবলের বিরুদ্ধে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ বন্দর (সোনাচরা) এসআরএস ইউনিটের নির্বাহী প্রকৌশলী সুবল চন্দ্র সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, পদোন্নতির সময়ে একটি চক্র আমাদের মানসম্মান ক্ষুণ্ন করার জন্য মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের হেয় করার অপচেষ্টা চালাচ্ছে। সেখানে আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে আমার নামে ও পরিবারের বিভিন্ন জনের নামে অবৈধ সম্পদ রয়েছে। নিজের উত্থাপিত অভিযোগের নিজেই জবাব দিলেন। এ বিষয়ে তিনি বলেন, আমার বা আমার পরিবারের কারও নামে বাড়ি আছে এটা প্রমাণের বিষয়। এছাড়া আমার কোন পাসপোর্ট নাই। আমি কি করে অর্থ পাচার করবো। এরপর তিনি পরামর্শ দেন অভিযোগগুলো যাচাই বাছাই করে রিপোর্ট লিখতে!

বিআইডব্লিউটিসি’র চিফ পার্সোনাল অফিসার (ম্যানেজার) মানসুরা আহমেদের বিরুদ্ধেও রয়েছে ঘুষ ও বদলি বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ গড়ে তোলার অভিযোগ। এই কর্মকর্তা বিগত একজন বিএনপি সমর্থক কর্মকর্তা হিসেবে পরিচিত। তাই তিনি বিএনপি সমর্থিত কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ সুবিধা দিয়ে থাকেন। তার রোষানলে পড়ে আওয়ামী লীগ সমর্থিত কর্মকর্তা-কর্মচারীদের নানাভাবে হেনস্তা হতে হচ্ছে। এমনকি তারা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

অভিযোগ উঠেছে, মানসুরা আহমেদ স্বল্প সময়ে চাকরিকালীন সময়ে নারায়ণগঞ্জের পশ্চিম দেউভোগে ৫ তলা ভবন নির্মাণ, রাজধানীতে কয়েকটি ফ্ল্যাট ও প্লট কিনেছেন স্বনামে ও বেনামে। চাকরির বিধি মোতাবেক অবিবাহিত অবস্থায় চাকরিতে নিয়োগ হওয়ার কথা থাকলেও মানসুরা আহমেদ বিবাহিত ও সন্তানের জনক। তিনি বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট শিমুল বিশ্বাস মাধ্যমে চাকরি পান বলে জানা গেছে। এ বাদেও বিআইডাব্লিউটিসির গাড়ি দিয়ে ঢাকা সিটির বাইরে অন্য জেলায় লিফটিং দেয়ার অনুমোদন না থাকলেও ক্ষমতার জোরে তিনি ঢাকার বাহিরে লিফটিং নিয়ে প্রতিমাসে ৬৬ হাজার টাকা সংস্থার রাজস্ব ক্ষতি করে চলেছেন অভিযোগ রয়েছে।

তার দুর্নীতির কারণে কর্মকর্তা-কর্মচারীরা পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন। যার ফলে চাকরির ক্ষেত্রে একজন কর্মচারী পারিবারিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়েছেন। শুধু তাই নয় ২০১৯ সালে ৮৮ জন নিম্ন সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিককে উৎকোচ এর বিনিময়ে পদোন্নতি দেয়া হয়। অথচ অনেকেই চাকরির রেকর্ড সন্তোষজনক ও জেষ্ঠ্যতার তালিকায় থাকা সত্ত্বেও উৎকোচ প্রদানে ব্যর্থ হওয়ায় পদোন্নতি থেকে বঞ্চিত হন। এমনি ধরনের অভিযোগ অধিদপ্তরে কান পাতলেই শোনা যায়।

দুর্নীতির আরেক রাহবর প্রকৌশলী অধীক্ষক ( ট.দা.) মো. জিয়াউল ইসলাম। তিনি দুটি উন্নতমানের কে টাইপ ফেরি বেগম রোকেয়া ও বেগম সুফিয়া কামাল নির্মাণ প্রকল্পের পরিচালক। প্রকল্পটি দুই বছরে শেষ করার কথা থাকলেও তা ৫ বছরে নির্মাণ কাজ শেষ করা হয়। নির্ধারিত সময়ের ৩ বছর পরে জাহাজ দুটি নির্মাণ কাজ শেষ হলেও নির্মাণ পার্টি থেকে কোন জরিমানা আদায় করা হয়নি। এমনকি নির্ধারিত সময়ের তিন বছর পরে নির্মাণ শেষ হওয়ায় সংস্থার ৭০ লাখ টাকা আয় বঞ্চিত হয় যা সরকারি পরিবহন নপুল আউট অডিট বিল ৭০ লাখ টাকার অডিট আপত্তি জিয়াউল ইসলামের বিরুদ্ধে উত্থাপন করে যা এখনো আদায় করা হয়নি। ফলে নির্মাণকারী প্রতিষ্ঠান ডেফুলডার হিসেবে গণ্য হয় তারপরেও ব্যক্তি সুবিধার্থে জিয়াউল ইসলাম।

এছাড়া বিআইডব্লিউটিসিতে ৩৫টি জলযান নির্মাণ প্রকল্পে ১৩শ’ কোটি টাকার অর্ধেক ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য ৬৫০ কোটি টাকার জাহাজ নির্মাণ কাজে কার্যাদেশ দিয়ে সুবিধা আদায় করার অভিযোগ পাওয়া গেছে।

দুদকের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বিআইডব্লিটিসি’র এবং নৌপরিবহন অধিদপ্তরে অবৈধ অর্থোপার্জনের প্রধান খাতগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দীর্ঘদিন ধরে চলা এসব অনুসন্ধানের মধ্যে কর্মকর্তা কর্মচারীদের কয়েকজনের সম্পদের তথ্য চেয়ে নোটিশও দিয়েছে কমিশন। দুদক বলছে, নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বিআইডব্লিটিসি ও নৌপরিবহন অধিদপ্তরের (দুই পৃথক প্রতিষ্ঠান) হাফডজনেরও বেশি কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে অনুসন্ধান চলছে। অনুসন্ধন শেষে অভিযোগ সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে দুদক জানায়।

জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম মিশার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মো. শরিফুল ইসলাম যে কথা বলেছেন তা সঠিক বলেন নাই। তিনি দোষী বিধায় হেড অফিসের পারমিশন জানতে চায়। আপনি চেয়ারম্যানের প্রতিক্রিয়া জানতে চান শরিফুল ইসলাম সম্পর্কে। ২৪ ডিসেম্বর দুপুরে চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করা হলে তার কোন সাড়া পাওয়া যায় না। তবে তার পিএস মো. বশির উদ্দিন জানান, স্যার সামনে একটা প্রকল্পে গেছেন। এখন নেই।

এ বিষয়ে বিআইডব্লিউটিসি’র চিফ পারচেজ ম্যানেজার বেগম মানসুরা আহমেদের মন্তব্য জানার জন্য দফায় দফায় যোগাযোগ করা হয়। কিন্তু তিনিও কোন সাড়া দেন না। বিআইডব্লিউটিসির অনলাইলে তালিকাভুক্ত কর্মকর্তাদের তালিকায় যে মোবাইল ও টিএনটি নম্বর দেয়া আছে। এই নাম্বারে যোগাযোগ করা হলে চিফ অডিটর রাশিদুর রহমান নামের এক কর্মকর্তা বলেন এটা রং নাম্বার।

তবে বিআইডব্লিউটিসির প্রকল্প পরিচালক জিয়াউল ইসলাম বলেছেন, অফিসে গিয়ে কথা বলতে। যে অভিযোগ আছে তা সঠিক নাও হতে পারে। মিথ্যা বানোয়াট অভিযোগ হতে পারে। অডিট হয়েছে। অডিট হলে রিপোর্ট হবে এটা তিনি এই প্রথম জানলেন বলে জানান।

এবি/ওসমান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও শেখ হাসিনার বিকল্প নেই

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে উন্নয়নের রূপকার, চতুর্থবারের মতো অত্যন্ত জনপ্রিয় ও সফল

আবেদ খানকে সাংবাদিকদের বেতন পরিশোধের আহবান  নেতৃবৃন্দের

দৈনিক জাগরণের সম্পাদক-প্রকাশক (মালিক) আবেদ খানকে সাংবাদিকদের বকেয়া বেতন পরিশোধ করতে ৭ দিনের আল্টিমেটাম দিয়েছেন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আমাকে জড়িয়ে 'আমার বার্তা ' পত্রিকায় গত ২১শে ডিসেম্বর বৃহস্পতিবারে যে সংবাদ  পরিবেশন করেছে তা

সিআইডির এক এসআইয়ের নেতৃত্বে অপহরণকারী চক্র

‘আমি সিআইডির ওসি রবিউল বলছি, আপনার নাম কি মোস্তাফিজ? আগামীকাল দুপুরের মধ্যে মালিবাগে পুলিশের অপরাধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন বন্ধে জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি

৭ জানুয়ারি লুটেরা আর ভোট ডাকাতদের নির্বাচন: এবি পার্টি

নির্বাচনি জোয়ারে বিএনপির নেতাকর্মীও শামিল হয়েছে: তথ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গবেষককে গুলি করে হত্যা

নারায়ণগঞ্জ আদালতে হাজতখানা লাইব্রেরীর উদ্বোধন

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হামলা করে নৌকাকে বিতর্কিত করার পরিকল্পনা করছে: গাজী

নতুন বছরের প্রথম দিনে স্কুলে স্কুলে বই উৎসব

নতুন বছরে ব্যাংক ঋণের সুদহার ১২ শতাংশ

মঈন খানের সঙ্গে এনডিআই-আইআরআই পর্যবেক্ষক দলের বৈঠক

রাষ্ট্রীয় মদতে অগ্নিসন্ত্রাস-নাশকতার অভিযোগ বিএনপির

মেরিন সেক্টরে বাংলাদেশের বিশাল সম্ভাবনা রয়েছে: নৌপ্রতিমন্ত্রী

দেশের ৫ ভাগের একভাগ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন

৬০-৭০ শতাংশ ভোট না দেখাতে পারলে স্যাংশন আসবে

২০২৩ সালে ধর্ষণের শিকার ৫৭৩ নারী

বিএনপি নির্বাচনে আসার জন্য দরকষাকষি করেছে

৭০ তম জন্মদিনে গায়ক রফিকুল আলমের প্রত্যাশা

ইনস্টাগ্রাম পোস্ট শেয়ারে নতুনত্ব

ভোট সুষ্ঠু করতে যত বাহিনী দরকার নামানো হবে

ইউএফএস ও আইসিবির এমডিসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশে নাটকীয়ভাবে বেড়েছে বজ্রপাত-মৃত্যু