ই-পেপার বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩২

সাব-রেজিস্ট্রার অফিসের নকল নবিশ রাসেল কোটিপতি

নিজস্ব প্রতিবেদক:
০৪ ডিসেম্বর ২০২৩, ২০:৩০
আপডেট  : ০৪ ডিসেম্বর ২০২৩, ২১:০৬
নকল নবিশ রাসেল

সাব-রেজিস্ট্রার অফিসে ঘুষ ছাড়া কাজ হয় না তারই প্রমাণ যেন খিলগাঁও সাব-রেজিস্ট্রার অফিস। জমির নিবন্ধন, নামজারি, জাল দলিলে জমি দখলসহ নানা ঘটনায় অতিষ্ঠ হয়ে পড়েছেন ভুক্তভোগীরা। জমির দলিল আটকে রেখে ভুক্তভোগীদের চাপের মুখে ঘুষ দাবি যেন সাব-রেজিস্ট্রার, উম্মেদার, পিওন ও নকলনবিশদের নিয়মিত আচরণে পরিণত হয়েছে। ঘুষ আদায়ের কৌশল হিসেবে সাবরেজিস্ট্রারের রুটিনমাফিক কাজ নকলনবিশরাও করছেন। এই সুযোগে নকল নবিশরা কোটি কোটি টাকার দুর্নীতি করার সুযোগ পাচ্ছেন যার একটি অংশ ভাগে পান সাব-রেজিস্ট্রার।

রেজিস্ট্রেশন কমপ্লেক্স ভবনে গিয়ে খোঁজ নিয়ে জানা গেছে, খিলগাঁও সাব-রেজিস্ট্রার অফিসের নকল নবিশ মো. রাসেলসহ কয়েকজন নকলনবিশ ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাদের সাথে যোগসাজশে দলিল রেজিস্ট্রি ভুক্তভোগীদের জিম্মি করে ভয়-ভীতি দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। নকল নবিশ রাসেল দলিল রেজিস্ট্রি ভুক্তভোগীদের সঙ্গে স্থানীয় নেতাদের মীমাংসার কথা বলেও অর্থ আদায় করে বলে অভিযোগ রয়েছে।

রাসেলের দুর্নীতির মধ্যে একটি হয় রেজিস্ট্রিতে ট্যাক্স ফাঁকি দিয়ে বিভিন্ন রকমের কৌশলে টাকা আদায়। রেজিস্ট্রি অনিয়মগুলো হয় মূলত- খাস জমি কে বানান মালিকানা, নাল জমিকে বানান বসত ভিটে, বসত ভিটেকে বানান নাল, সিটি কর্পোরেশনকে বানান পৌরসভা ও ইউনিয়ন, এভাবেই সরকারের ট্যাক্স ফাঁকি দিয়ে দুর্নীতি করে অবৈধভাবে আয় করেন কোটি কোটি টাকা।

সিন্ডিকেটের সাথে হাত মিলিয়ে সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে জমির শ্রেণি পরিবর্তন দেখিয়ে, সাব-কবলা দলিলের পরিবর্তে হেবা বিল এওয়াজ, অসিয়তনামা, ঘোষণাপত্র, আমমোক্তার নামা দলিল রেজিস্ট্রি করে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা।

সাব-রেজিস্ট্রার অফিসের নকল নবিশ মো. রাসেল এর মাসিক আয় সর্ব সকুল্য ৩০ হাজার টাকা। যদিও নকলনবিশ চাকরি সরকারি হওয়ার আগে দৈনিকভিত্তিক ছিল। এই সীমিত আয়কারী রাসেল ঢাকায় আলিশান বাড়ি, ফ্ল্যাট, গাড়ি, ব্যাংক-ব্যালেন্সসহ নামে-বেনামে কোটি কোটি টাকার সম্পদের পাহাড় গড়েছেন।জানা যায়, রাসেলের পিতা তেজগাঁও পলিকন টেক ফ্যাক্টরির পিয়ন মো. আলাউদ্দিনের নামে ২০১৯ সালে আফতাব নগর হাউজিং প্রকল্পে প্লট নং ১৮, রোড নং -৪, সেক্টর নং -২, ব্লক -এফ, তিন কাঠা জমি ক্রয় করা হয়। রাসেল তার পিতা মো. আলাউদ্দিনের নামে এই জমি ক্রয়ে করেন। এখানেও থেমে নেই রাসেলের দুর্নীতি, আফতাব নগরের মত জায়গায় ৩ কাঠা জমির মূল্য চার কোটি টাকার বেশি অথচ সেই জমির মূল্য দেখানো হয়েছে মাত্র ১৫,৬০,০০০/- টাকা। এভাবেই সরকারের ট্যাক্স ফাঁকি দিয়ে দুর্নীতি করে অবৈধভাবে আয় করেছেন কোটি কোটি টাকা। বর্তমানে আফতাব নগরের উক্ত জায়গাতে গড়েছেন ৭ তলা আলিসান বাড়ি।

রাসেলের স্ত্রী মিসেস লাকির নামে গুলশান লিঙ্ক রোড নাভানা টাওয়ারে রয়েছে ফ্ল্যাট। জানা যায়, বর্তমানে এই ফ্ল্যাটে বসবাস করেন রাসেল দম্পতি, নিজের চলাফেরার জন্য রয়েছে একটি প্রাইভেটকার এবং পরিবার চলাফেরা জন্য রয়েছে কালো রঙের একটি মাইক্রো। রাসেলের ক্ষমতার দাপটে খিলগাঁও অফিসের সাব-রেজিস্টার জিম্মি হয়ে তাহার কথামতো কাজ করতে হয়।

এই রাসেল এক সময় তেজগাঁও বস্তিতে বসবাস করতেন। জানা যায়, ছোটবেলা থেকেই বাবা-মায়ের সাথে এই বস্তিতেই থাকতেন। এক সময়কার বস্তিবাসীর সাথে বসবাসকারী রাসেল এখন প্রায় অর্ধশত কোটি টাকার মালিক যা অবিশ্বাস্য হলেও বাস্তব।

রাসেলের পিতা তেজগাঁও শিল্প এলাকায় ঢাকা পোলিকন টেক ফ্যাক্টরিতে অফিস সহায়ক পদে চাকরি করে কি করে একটি বাড়ি নির্মাণ করেন প্রশ্ন থেকে যায়, বাস্তবে দুর্নীতির অভিযোগ থেকে বাঁচার জন্য নিজের পিতার নামে রাসেল এই আলিশান বাড়িতে নির্মাণ করেন।

অভিযোগ রয়েছে, এর আগেও তেজগাঁও অফিসে থাকাকালীন রাসেলের বিরুদ্ধে একটি অভিযোগ গ্রহণ করে ব্যবস্থা নেওয়ার কথা ছিল। এরপরও ২০২২ সালের রাসেলসহ অন্যান্যদের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব দুর্নীতির বিরুদ্ধে কর্তৃপক্ষ পূর্ব থেকে খাম খেয়ালি পোনা করে আসছে, শিষ্টজনরা এসব দুর্নীতির প্রশ্রয় হিসেবে কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করছেন।

এ বিষয়ে দুদকের সাবেক এক মহাপরিচালক অভিমত দেন, সরকারি কর্মকর্তা-কর্মচারিদের দুর্নীতির বিষয়টি নিয়ে কাজ করে দুদক। সংশ্লিষ্ট বিষয়ে দুদকে অভিযোগ দিলে দুদক ব্যবস্থা নিতে সক্ষম।

এ বিষয়ে রাসেলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সম্পদের অভিযোগ অস্বীকার করে বলেন, যাদের নামে দলিল আছে এই সম্পত্তির মালিক তারা, আমি নই।

বিদেশে অর্থপাচারে ফেঁসে যাচ্ছেন আলোচিত ব্যবসায়ী কুতুবউদ্দিন

ছিলেন সামান্য একজন ব্যাংক কর্মকর্তা। এরপর হয়েছেন হাজার কোটি টাকার মালিক। গত ১৫ বছরে রকেট

এসএসএফ ডিজিকে কেন ‘টার্গেট’ করা হলো?

রাজধানীর বসুন্ধরার কে ব্লকের একটি বাসা থেকে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক

কেরানীগঞ্জে সমবায়’র জবরদখল নেপথ্যে স্থানীয় প্রশাসনসহ নয়াহোতা

দখলদার সন্ত্রাসী হোতারা নয়া তকমায় সক্রিয় স্থানীয় প্রশাসনে এখনো বরাবরের নমুনা স্থানীয় প্রশাসন ও কতিপয় দুষ্কৃতকারীর আস্কারায়

সিভিল অ্যাভিয়েশনের প্লাম্বার কাজল এখন কোটিপতি

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর সদর দপ্তর (বেবিচক) এর প্লাম্বার কাজল দুর্নীতি ও অনিয়ম
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার

২৪ জানুয়ারি জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় দিন: তারেক রহমান

১৬ বছর পর আপিল আবেদনের অনুমতি পেল চ্যানেল ওয়ান

স্রোতের বিপক্ষে শুধু মাঠে আছে জাতীয় পার্টি: জিএম কাদের

ঊনসত্তরের গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায়

সালমান এফ রহমানের ২৫০ কোটি টাকার সম্পদ জব্দ

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ পেলেন যারা

উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে

গণঅভ্যুত্থানে গঠিত সরকারের ম্যান্ডেট নির্বাচিত দলের চেয়েও বেশি

শ্রমিকদের অযৌক্তিক দাবিতে বেক্সিমকোর বন্ধ কারখানা চালু হচ্ছে না

ফেব্রুয়ারি মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল ঘোষণা

বিশ্বের প্রথম উড়ন্ত বৈদ্যুতিক বাইক উন্মোচন করা হলো যুক্তরাষ্ট্রে

বিএনপি নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ চাইছে: নাহিদ ইসলাম

দেশের জন্য ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

জনগণের আস্থা অর্জনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন: আইজিপি

নির্বাচনী এজেন্টদের প্রশিক্ষণ দিতে চায় ইউএনডিপি

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে দুদকের মামলা

বেক্সিমকোর অস্তিত্বহীন ১৬ প্রতিষ্ঠানের নামে ১২ হাজার কোটি টাকা ঋণ

ডিজিটাল ওয়ালেটে দেখেন ৬৪ লাখ, কিন্তু তুলতে পারেননি এক টাকাও

রংপুরের জয়যাত্রা থামিয়ে প্লে-অফের লড়াইয়ে টিকে রইল রাজশাহী