ই-পেপার শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

সাব-রেজিস্ট্রার অফিসের নকল নবিশ রাসেল কোটিপতি

নিজস্ব প্রতিবেদক:
০৪ ডিসেম্বর ২০২৩, ২০:৩০
আপডেট  : ০৪ ডিসেম্বর ২০২৩, ২১:০৬
নকল নবিশ রাসেল

সাব-রেজিস্ট্রার অফিসে ঘুষ ছাড়া কাজ হয় না তারই প্রমাণ যেন খিলগাঁও সাব-রেজিস্ট্রার অফিস। জমির নিবন্ধন, নামজারি, জাল দলিলে জমি দখলসহ নানা ঘটনায় অতিষ্ঠ হয়ে পড়েছেন ভুক্তভোগীরা। জমির দলিল আটকে রেখে ভুক্তভোগীদের চাপের মুখে ঘুষ দাবি যেন সাব-রেজিস্ট্রার, উম্মেদার, পিওন ও নকলনবিশদের নিয়মিত আচরণে পরিণত হয়েছে। ঘুষ আদায়ের কৌশল হিসেবে সাবরেজিস্ট্রারের রুটিনমাফিক কাজ নকলনবিশরাও করছেন। এই সুযোগে নকল নবিশরা কোটি কোটি টাকার দুর্নীতি করার সুযোগ পাচ্ছেন যার একটি অংশ ভাগে পান সাব-রেজিস্ট্রার।

রেজিস্ট্রেশন কমপ্লেক্স ভবনে গিয়ে খোঁজ নিয়ে জানা গেছে, খিলগাঁও সাব-রেজিস্ট্রার অফিসের নকল নবিশ মো. রাসেলসহ কয়েকজন নকলনবিশ ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাদের সাথে যোগসাজশে দলিল রেজিস্ট্রি ভুক্তভোগীদের জিম্মি করে ভয়-ভীতি দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। নকল নবিশ রাসেল দলিল রেজিস্ট্রি ভুক্তভোগীদের সঙ্গে স্থানীয় নেতাদের মীমাংসার কথা বলেও অর্থ আদায় করে বলে অভিযোগ রয়েছে।

রাসেলের দুর্নীতির মধ্যে একটি হয় রেজিস্ট্রিতে ট্যাক্স ফাঁকি দিয়ে বিভিন্ন রকমের কৌশলে টাকা আদায়। রেজিস্ট্রি অনিয়মগুলো হয় মূলত- খাস জমি কে বানান মালিকানা, নাল জমিকে বানান বসত ভিটে, বসত ভিটেকে বানান নাল, সিটি কর্পোরেশনকে বানান পৌরসভা ও ইউনিয়ন, এভাবেই সরকারের ট্যাক্স ফাঁকি দিয়ে দুর্নীতি করে অবৈধভাবে আয় করেন কোটি কোটি টাকা।

সিন্ডিকেটের সাথে হাত মিলিয়ে সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে জমির শ্রেণি পরিবর্তন দেখিয়ে, সাব-কবলা দলিলের পরিবর্তে হেবা বিল এওয়াজ, অসিয়তনামা, ঘোষণাপত্র, আমমোক্তার নামা দলিল রেজিস্ট্রি করে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা।

সাব-রেজিস্ট্রার অফিসের নকল নবিশ মো. রাসেল এর মাসিক আয় সর্ব সকুল্য ৩০ হাজার টাকা। যদিও নকলনবিশ চাকরি সরকারি হওয়ার আগে দৈনিকভিত্তিক ছিল। এই সীমিত আয়কারী রাসেল ঢাকায় আলিশান বাড়ি, ফ্ল্যাট, গাড়ি, ব্যাংক-ব্যালেন্সসহ নামে-বেনামে কোটি কোটি টাকার সম্পদের পাহাড় গড়েছেন।জানা যায়, রাসেলের পিতা তেজগাঁও পলিকন টেক ফ্যাক্টরির পিয়ন মো. আলাউদ্দিনের নামে ২০১৯ সালে আফতাব নগর হাউজিং প্রকল্পে প্লট নং ১৮, রোড নং -৪, সেক্টর নং -২, ব্লক -এফ, তিন কাঠা জমি ক্রয় করা হয়। রাসেল তার পিতা মো. আলাউদ্দিনের নামে এই জমি ক্রয়ে করেন। এখানেও থেমে নেই রাসেলের দুর্নীতি, আফতাব নগরের মত জায়গায় ৩ কাঠা জমির মূল্য চার কোটি টাকার বেশি অথচ সেই জমির মূল্য দেখানো হয়েছে মাত্র ১৫,৬০,০০০/- টাকা। এভাবেই সরকারের ট্যাক্স ফাঁকি দিয়ে দুর্নীতি করে অবৈধভাবে আয় করেছেন কোটি কোটি টাকা। বর্তমানে আফতাব নগরের উক্ত জায়গাতে গড়েছেন ৭ তলা আলিসান বাড়ি।

রাসেলের স্ত্রী মিসেস লাকির নামে গুলশান লিঙ্ক রোড নাভানা টাওয়ারে রয়েছে ফ্ল্যাট। জানা যায়, বর্তমানে এই ফ্ল্যাটে বসবাস করেন রাসেল দম্পতি, নিজের চলাফেরার জন্য রয়েছে একটি প্রাইভেটকার এবং পরিবার চলাফেরা জন্য রয়েছে কালো রঙের একটি মাইক্রো। রাসেলের ক্ষমতার দাপটে খিলগাঁও অফিসের সাব-রেজিস্টার জিম্মি হয়ে তাহার কথামতো কাজ করতে হয়।

এই রাসেল এক সময় তেজগাঁও বস্তিতে বসবাস করতেন। জানা যায়, ছোটবেলা থেকেই বাবা-মায়ের সাথে এই বস্তিতেই থাকতেন। এক সময়কার বস্তিবাসীর সাথে বসবাসকারী রাসেল এখন প্রায় অর্ধশত কোটি টাকার মালিক যা অবিশ্বাস্য হলেও বাস্তব।

রাসেলের পিতা তেজগাঁও শিল্প এলাকায় ঢাকা পোলিকন টেক ফ্যাক্টরিতে অফিস সহায়ক পদে চাকরি করে কি করে একটি বাড়ি নির্মাণ করেন প্রশ্ন থেকে যায়, বাস্তবে দুর্নীতির অভিযোগ থেকে বাঁচার জন্য নিজের পিতার নামে রাসেল এই আলিশান বাড়িতে নির্মাণ করেন।

অভিযোগ রয়েছে, এর আগেও তেজগাঁও অফিসে থাকাকালীন রাসেলের বিরুদ্ধে একটি অভিযোগ গ্রহণ করে ব্যবস্থা নেওয়ার কথা ছিল। এরপরও ২০২২ সালের রাসেলসহ অন্যান্যদের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব দুর্নীতির বিরুদ্ধে কর্তৃপক্ষ পূর্ব থেকে খাম খেয়ালি পোনা করে আসছে, শিষ্টজনরা এসব দুর্নীতির প্রশ্রয় হিসেবে কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করছেন।

এ বিষয়ে দুদকের সাবেক এক মহাপরিচালক অভিমত দেন, সরকারি কর্মকর্তা-কর্মচারিদের দুর্নীতির বিষয়টি নিয়ে কাজ করে দুদক। সংশ্লিষ্ট বিষয়ে দুদকে অভিযোগ দিলে দুদক ব্যবস্থা নিতে সক্ষম।

এ বিষয়ে রাসেলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সম্পদের অভিযোগ অস্বীকার করে বলেন, যাদের নামে দলিল আছে এই সম্পত্তির মালিক তারা, আমি নই।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও শেখ হাসিনার বিকল্প নেই

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে উন্নয়নের রূপকার, চতুর্থবারের মতো অত্যন্ত জনপ্রিয় ও সফল

আবেদ খানকে সাংবাদিকদের বেতন পরিশোধের আহবান  নেতৃবৃন্দের

দৈনিক জাগরণের সম্পাদক-প্রকাশক (মালিক) আবেদ খানকে সাংবাদিকদের বকেয়া বেতন পরিশোধ করতে ৭ দিনের আল্টিমেটাম দিয়েছেন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আমাকে জড়িয়ে 'আমার বার্তা ' পত্রিকায় গত ২১শে ডিসেম্বর বৃহস্পতিবারে যে সংবাদ  পরিবেশন করেছে তা

সিআইডির এক এসআইয়ের নেতৃত্বে অপহরণকারী চক্র

‘আমি সিআইডির ওসি রবিউল বলছি, আপনার নাম কি মোস্তাফিজ? আগামীকাল দুপুরের মধ্যে মালিবাগে পুলিশের অপরাধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন বন্ধে জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি

৭ জানুয়ারি লুটেরা আর ভোট ডাকাতদের নির্বাচন: এবি পার্টি

নির্বাচনি জোয়ারে বিএনপির নেতাকর্মীও শামিল হয়েছে: তথ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গবেষককে গুলি করে হত্যা

নারায়ণগঞ্জ আদালতে হাজতখানা লাইব্রেরীর উদ্বোধন

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হামলা করে নৌকাকে বিতর্কিত করার পরিকল্পনা করছে: গাজী

নতুন বছরের প্রথম দিনে স্কুলে স্কুলে বই উৎসব

নতুন বছরে ব্যাংক ঋণের সুদহার ১২ শতাংশ

মঈন খানের সঙ্গে এনডিআই-আইআরআই পর্যবেক্ষক দলের বৈঠক

রাষ্ট্রীয় মদতে অগ্নিসন্ত্রাস-নাশকতার অভিযোগ বিএনপির

মেরিন সেক্টরে বাংলাদেশের বিশাল সম্ভাবনা রয়েছে: নৌপ্রতিমন্ত্রী

দেশের ৫ ভাগের একভাগ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন

৬০-৭০ শতাংশ ভোট না দেখাতে পারলে স্যাংশন আসবে

২০২৩ সালে ধর্ষণের শিকার ৫৭৩ নারী

বিএনপি নির্বাচনে আসার জন্য দরকষাকষি করেছে

৭০ তম জন্মদিনে গায়ক রফিকুল আলমের প্রত্যাশা

ইনস্টাগ্রাম পোস্ট শেয়ারে নতুনত্ব

ভোট সুষ্ঠু করতে যত বাহিনী দরকার নামানো হবে

ইউএফএস ও আইসিবির এমডিসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশে নাটকীয়ভাবে বেড়েছে বজ্রপাত-মৃত্যু