দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসনে শুরু হয়েছে রদবদল। সারা দেশের ওসি ও ইউএনওদের কর্মস্থলে ৬ মাস অতিবাহিত হয়েছে প্রাথমিক পর্যায়ে এমন সকল কর্মকর্তাদের রদবদলের নির্দেশের পর গতকাল শনিবার থেকে জেলা প্রশাসনেও পরিবর্তন শুরু হয়েছে।
সুনামগঞ্জ ও ময়মনসিংহে নতুন ডিসি নিয়োগ দেয়া হয়েছে। পরিবর্তনের জন্য চূড়ান্ত করা হয়েছে তালিকা। চলতি সপ্তাহে অন্তত: ৩০টি জেলায় ডিসি পরিবর্তন করা হচ্ছে। তালিকায় আছে এসপিও (পুলিশ সুপার)। এদিকে প্রশাসনের রদবদল ও পরিবর্তনের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টির মাঝে গতকাল নির্বাচন কমিশনের (ইসি) কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছেন, মাঠ পর্যায়ের তথ্যের ভিত্তিতেই বদলির সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এই বদলির কারণে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। অপরদিকে ইসির প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রশাসনের রদবদল নিয়ে টেলিভিশন চ্যানেলের টকশো এবং পত্র-পত্রিকায় বিশিষ্টজনদের বক্তব্য জনগণকে বিভ্রান্ত করতে পারে।
গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে ডিএমপিসহ সারা দেশের ওসিদের (ভারপ্রাপ্ত কর্মকর্তা), যারা নিজ কর্মস্থলে ৬ মাস অতিবাহিত করেছেন, তাদের বদলির নির্দেশ দেয় নির্বাচন কমিশন। এর কয়েক ঘণ্টা পর সারা দেশে কর্মরত ইউএনওদেরও (উপজেলা নির্বাহী কর্মকর্তা) বদলির নির্দেশ দেয়া হয়।
আর গতকাল থেকে শুরু হয়েছে জেলা প্রশাসনে পরিবর্তন। গতকাল শনিবার ময়মনসিংহের ডিসি মো. মোস্তাফিজুর রহমানকে স্বাস্থ্যসেবা বিভাগে উপসচিব হিসেবে বদলি করা হয়। সুনামগঞ্জের ডিসি দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীকে ময়মনসিংহের ডিসি হিসেবে বদলি করা হয়। আর জাতীয় সংসদ সচিবালয়ে সংযুক্ত উপসচিব মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীকে সুনামগঞ্জে নতুন ডিসি হিসেবে নিয়োগ দেয়া হয়।
গত শুক্রবার ডিএমপিসহ সারা দেশের ওসি ও ইউএনওদের বদলির নির্দেশ দেয়ার পর মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। প্রশাসনের রদবদল নিয়ে এই দিন রাতে টেলিভিশনের টকশো ও পত্র-পত্রিকায় বিশিষ্টজনদের বক্তব্যের প্রতিক্রিয়া জানায় ইসি। গতকাল শনিবার ইসির জনসংযোগ শাখা থেকে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়। এতে ইসির প্রকৃত অবস্থান তুলে ধরা হয়। বিজ্ঞপ্তিতে কমিশন বলেছে, ‘টেলিভিশন চ্যানেলের টকশোতে এবং পত্র-পত্রিকায় বিশিষ্টজনদের বক্তব্য জনগণকে বিভ্রান্ত করতে পারে।
সাংবিধানিক সংস্থা হিসেবে নির্বাচন কমিশনের ওপর জনগণের আস্থা বিনষ্টের মাধ্যমে তা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে, যা মোটেই কাম্য নয়।’
অপরদিকে সারা দেশের ওসি ও ইউএনওদের রদবদলের নির্দেশের বিষয়ে ইসির অবস্থান স্পষ্ট করেছে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। গতকাল তিনি গণমাধ্যমকে বলেন, মাঠ পর্যায়ের তথ্যের ভিত্তিতেই সারা দেশের ওসি ও ইউএনওদের রদবদল-বদলির সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ওসি-ইউএনওদের বদলি মাঠ পর্যায়ের তথ্যের ভিত্তিতে : ইসি
দেশের সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসির বদলির প্রসঙ্গে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছেন, মাঠ পর্যায়ের তথ্যের ভিত্তিতেই তাদের বদলির সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই বদলির কারণে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। গতকাল শনিবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
‘ওসি ও ইউএনওদের বদলি সরকার চেয়েছে নাকি আপনারা চেয়েছেন’, এমন প্রশ্নের জবাবে ইসির অতিরিক্ত সচিব বলেন, ‘এটা নির্বাচন কমিশন চেয়েছে। আমাদের কমিশনাররা গত এক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন জেলায় এবং অঞ্চল পর্যায়ে সফর করেছেন, তাদের যে ফাইন্ডিংস, তার ভিত্তিতে নির্বাচন কমিশন বসে গত ৩০ নভেম্বর এ সিদ্ধান্ত নিয়েছে।
কমিশন অনুভব করেছে, এ বদলি দরকার। সব তথ্য তো ওপেনলি বলা হয় না। নির্বাচন কমিশনাররা মাঠ পর্যায় থেকে যেসব তথ্য পেয়েছেন, বিভিন্ন প্রার্থী কিংবা বিভিন্ন কোয়াটার থেকে যে তথ্য এসেছে, তার ভিত্তিতেই এ সিদ্ধান্ত।’
‘কোনো এক নির্বাচন কমিশনার বলেছিলেন, বড় আকারে রদবদল করা হলে পুলিশ-প্রশাসনে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে, এর দায়ভার ইসি কেন নেবে? আর একটা কথা বলেছিলেন, ১০০ কোটি টাকা ব্যয় হবে’ এ প্রশ্নের জবাবে অশোক কুমার দেবনাথ বলেন, ‘কেন ১০০ কোটি টাকা ব্যয় হবে, তাহলে ওই কমিশনারের কাছে জানতে চাইতে হবে। কমিশনে কী সিদ্ধান্ত হয়েছে, আমি সেটা বলতে পারব না।’
‘ডিসি-এসপিদের বদলির কোনো সিদ্ধান্ত হয়েছে কি না’, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন পর্যন্ত এমন কোনো সিদ্ধান্ত আমার জানা নেই। পরবর্তীতে যদি কোনো সিদ্ধান্ত হয়, তখন বলতে পারবো। নির্বাচন কমিশন বসে কোনো সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে এটা হতে পারে। এটা অস্বাভাবিক কিছু নয়।’
সেনা মোতায়েন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ‘যদি কমিশন মনে করে, সেটার প্রয়োজনীয়তা আছে তাহলে সে অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে। তবে এ মুহূর্তে এমন কোনো সিদ্ধান্ত আমার জানা নেই।’
৬ মাস বয়সী ওসিদের বদলির নির্দেশ :
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে পুলিশের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পর্যায়ক্রমে বদলি সংক্রান্ত নির্দেশনা দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয় সাংবিধানিক সংস্থা ইসি। গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব বরাবর পাঠানো ইসির চিঠিতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পর্যায়ক্রমে বদলি করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে।
এ লক্ষ্যে প্রথম পর্যায়ে যেসব থানার ওসির বর্তমান কর্মস্থলে ৬ মাসের বেশি চাকরিকাল সম্পন্ন হয়েছে, তাদের অন্য জায়গায় বদলির প্রস্তাব ৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে পাঠানো প্রয়োজন। এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য চিঠিতে অনুরোধ করা হয়।
আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ছিল গত ৩০ নভেম্বর, বাছাই ১-৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।
ইউএনওদেরও বদলির নির্দেশ :
ডিএমপিসহ সারা দেশের ওসিদের (ভারপ্রাপ্ত কর্মকর্তা) বদলির নির্দেশ দেয়ার কয়েক ঘণ্টা পর সারা দেশে কর্মরত ইউএনওদেরও (উপজেলা নির্বাহী কর্মকর্তা) বদলির নির্দেশ দেয়া হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) পর্যায়ক্রমে বদলি করার সিদ্ধান্তের কথা জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দেয় নির্বাচন কমিশন (ইসি)।
গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বরাবর পাঠানো ইসির চিঠিতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সব ইউএনওকে পর্যায়ক্রমে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।
এ লক্ষ্যে প্রথম পর্যায়ে যেসব ইউএনওর বর্তমান কর্মস্থলে দায়িত্ব পালনের মেয়াদ এক বছরের বেশি হয়ে গেছে, তাদের অন্য জেলায় বদলির প্রস্তাব ৫ ডিসেম্বরের মধ্যে ইসিতে পাঠানো প্রয়োজন। এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য চিঠিতে অনুরোধ করা হয়।
আমার বার্তা/ওসমান