খাগড়াছড়ি পার্বত্য জেলার পাহাড় ও প্রকৃতি সেজেছে মনোরম সাজে। এ বর্ষায় যেন সবুজ অরণ্য তরুণ্য ফিরেছে আপন মহিমায়। বনলতা সবুজে ঘেরা পাহাড়ের পর্যটন স্পটগুলো হাতছানি দিয়ে ডেকে বলছে আমি প্রস্তুত আগামীর জন্য। বর্ষা মৌসুমে পাহাড়ের উপরে ও ঢালুতে বা পাহাড়ের ক্যাচিংয়ে ঘন কুয়াসার মত মেঘের ভেলা বাসছে। এ যেন শরতের আসল রূপ। সবুজ পাহাড় প্রকৃতি অরণ্যে মনোরম সৌন্দর্যে ফিরে এসেছে।
খাগড়াছড়ি পার্বত্য জেলা শহরের সীমানা পেরিয়ে চট্টগ্রামের ফটিকছড়ি ও ফেনীর সড়কের করেরহাট থেকে খাগড়াছড়ি হয়ে সাজেক পর্যন্ত পাহাড় এবং পাহাড়ি রাস্তা। পাহাড়ের উপরে-নিচে ভাজে ভাজে যেমন মহাসমুদ্রের ঢেউ অনুভব হয়, আবার তেমনই পাহাড়ের আকাবাকা সড়ক মনে ভয় ধরিয়ে দেয়। এক কথায় দুইয়ে মিলে মানুষের মনে অন্য এক আনন্দ যোগায়। পাশাপাশি বোনাস হিসাবে পাহাড়ের প্রকৃকির মনোরম পরিবেশসহ বাতাসে সবুজ নীল খোলা আকাশের নিচে অরণ্যের লতাপাতার দোল ও কখনো রোদ কখনো বৃষ্টি মনে প্রশান্তি এনে যোগায় এক অন্য রকম আনন্দ।
বর্তমান বর্ষা মৌসুমের কারণে খাগড়াছড়ি ও সাজেকে ভ্রমণপিপাসুদের উপস্থিতি কম হলেও জনপ্রিয় হয়ে উঠেছে মোটরসাইকেল টিমের আনাগোনা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ভ্রমণের জন্য বাইক অনেকের কাছে বেশ পছন্দের একটি বাহন। ঝুঁকিপূর্ণ জেনেও মোটরসাইকেলে চেপে প্রতিদিনিই সাজেক ভ্রমণ করছেন এক শ্রেণির পর্যটকরা। ছোট ছোট গ্রুপে বা টিমে বিভক্ত হয়ে মোটরসাইকেল নিয়ে সাজেক ভ্রমণ করে বিভিন্ন বাইকার গ্রুপ বা টিমগুলো। আবার অনেকেই নিজেদের মতো করেও বাইক চেপে সাজেক ভ্রমণ করছেন এ বৃষ্টি মৌসুমে।
খাগড়াছড়ি জেলাসহ সাজেক ভ্যালিতে শীতের সময়ের তুলনায় এমন বর্ষার সময়ে পর্যটক কম হলেও খোঁজ নিয়ে জানা গেছে, প্রাইভেট গাড়ী, সিএনজি, মাহিন্দ্রা ও পিকাপ ছাড়াও প্রতিদিন কমপক্ষে শতাধিক বাইকার মোটরসাইকেলে সাজেক ভ্রমণ করে থাকেন। মোটরসাইকেলে চেপে সবচেয়ে বেশি পর্যটক সাজেক ভ্রমণ করে বৃহস্পতি ও শুক্রবার বলেও জানা যায়।
প্রাইভেট গাড়ী, সিএনজি, মাহিন্দ্রা ও পিকাপেরসহ একধিক বাইকারটিম পর্যটকদের সাথে কথা বলতে গেলে তারা জানান, প্রকৃতির অনন্যভূমি সাজেক ভ্যালিকে নিয়ে ভ্রমণ বিষয়ে আগ্রহের কোন কমতি নেই। সুযোগ পেলেই শহর ছেড়ে পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে ছুটে আসেন পাহাড়ি অঞ্চলের এ অরণ্য সাজেক ভ্যালিতে।
খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান পর্যটকদের উদ্দেশে বলেন,পর্যটকরা ভ্রমণে আসবে আনন্দের সাথে ভ্রমণ করবে। তবে এ বর্ষার সময়ে বর্ষাকালীন সতর্ক মেনে চলুন আর কোন সমস্যায় সাথে সাথে আইনি সহায়তা নিন। আইন শৃংখলাবাহিনী সর্বদা আপনাদেরকে সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
এবি/ জেডআর