ই-পেপার সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১

সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজ মামুন

অনলাইন ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৯
আপডেট  : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৩:১৩

সৌদি আরবের পবিত্র মক্কায় ৪৩তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন ও তাফসির প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় দুই বাংলাদেশি হাফেজ নিজ নিজ গ্রুপে তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করেছেন।

বুধবার (০৬ সেপ্টেম্বর) রাতে মসজিদে হারামের নতুন সম্প্রসারিত অংশে বর্ণাঢ্য এক অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পক্ষ থেকে পুরস্কারের অর্থ ও সম্মাননা সনদ তুলে দেন মক্কা মোকাররমার গভর্নর শায়খ বান্দার বিন সুলতান বিন আব্দুল আজিজ ও সৌদি আরবের ধর্ম মন্ত্রী শায়খ ড. আব্দুল লতীফ।

প্রতিযোগিতায় তাজবিদসহ সুন্দর কণ্ঠে পূর্ণ কোরআন হিফজ গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন হাফেজ ফয়সাল আহমদ। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ১ লাখ ৮০ হাজার সৌদি রিয়াল (প্রায় ৫২ লাখ টাকা), সম্মাননা সনদ ও ক্রেস্ট।

প্রতিযোগিতায় তাজবিদসহ ১৫ পারা হিফজ গ্রুপে অংশ নেওয়া অপর প্রতিযোগী হাফেজ মো. মুশফিকুর রহমান চতুর্থ স্থান লাভ করেছেন। তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন ১ লাখ ২০ হাজার সৌদি রিয়াল (৩৪ লাখ ৬০ হাজার টাকা), সম্মাননা সনদ ও ক্রেস্ট।

প্রতিযোগিতায় ১১৭টি দেশের ১৬৬ জন হাফেজ অংশ নেন।

পুরস্কার বিতরণী আরও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— কাবার খতিব শায়খ সালেহ আল হুমাইদ, শায়খ আব্দুর রহমান আস সুদাইস, শায়খ মাহের আল মুআইকিলী, শায়খ ইয়াসির আদ দাওসারী, মসজিদ বিষয়ক সচিব শায়খ সুলাইমান বিন ফাহাদ, বিচারক কমিটির চেয়ারম্যান ও কিং সালমান বিন আব্দুল আজিজ প্রাসাদ এর খতিব শায়খ আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আশ শিছরী, মুহাম্মদ বিন আহমদ আল বারহাজী, প্রতিযোগিতার বিচারক বাংলাদেশের মাওলানা ওয়ালীয়ুর রহমান খান, শায়খ মুহাম্মদ বিন আতীক ও আবূ বকর বিন মুআল্লিমসহ উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তাবৃন্দ।

হাফেজ ফয়সাল আহমাদ রাজধানীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র। মাদরাসাটির প্রতিষ্ঠাতা ও পরিচালক হলেন শায়খ হাফেজ নেছার আহমাদ আন নাছিরী। হাফেজ ফয়সাল চলতি বছরের মার্চ মাসে লিবিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান লাভ করেন তিনি। আর হাফেজ মুশফিকুর রহমান কক্সবাজারের শিক্ষাপ্রতিষ্ঠান মাহাদ আন নিবরাসের ছাত্র।

গত ২৫ আগস্ট সৌদি আরবের ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মক্কায় ৪৩তম আন্তর্জাতিক এ প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতার পাঁচ ক্যাটাগরিতে বিজয়ীরা পাবেন সর্বমোট ৪০ লাখ সৌদি রিয়াল পুরস্কার।

সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিযোগিতা পাঁচটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। তা হলো- ১. শাতেবি পদ্ধতিতে সাত কিরাতসহ সুন্দর কণ্ঠে পূর্ণ কোরআন হিফজ, ২. তাজবিদসহ সুন্দর কণ্ঠে পূর্ণ কোরআন হিফজ এবং একক শব্দগুলোর তাফসির, ৩. তাজবিদসহ সুন্দর কণ্ঠে পূর্ণ কোরআন হিফজ, ৪. তাজবিদসহ ১৫ পারা হিফজ, ৫. তাজবিদসহ পাঁচ পারা হিফজ (শেষোক্ত বিভাগটি ওআইসিভুক্ত নয় এমন দেশের জন্য প্রযোজ্য)।

গত বছর (২০২২) এই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে হাফেজ সালেহ আহমদ তাকরীম অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করেন। বিজয়ী হিসেবে তিনি এক লাখ রিয়াল (প্রায় সাড়ে ২৭ লাখ টাকা) পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট লাভ করেন। এর আগে এই প্রতিযোগিতায় ২০১৩ সালে ৭০টি দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেন হাফেজ নাজমুস সাকিব। ২০১৭ সালে ৭৩টি দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেন হাফেজ আবদুল্লাহ আল মামুন।

এবি/ওজি

কোরআনে পবিত্র ভূমি বলা হয়েছে যে অঞ্চলকে

বনী ইসরাঈলের একাধিক নবীকে আল্লাহ তায়ালা প্রেরণ করেছিলেন সিরিয়া ও ফিলিস্তিন ভূমিতে। এই অঞ্চলকে এক

যেসব নারীদের বিয়ে করতে নিষেধ করেছে ইসলাম

নারী-পুরুষের পরস্পরের প্রতি আকর্ষণ স্বাভাবিক। বৈধ ভালোবাসায় এদের সিক্ত হওয়ার একমাত্র হালাল মাধ্যম হচ্ছে বিয়ে।

হজযাত্রীদের টাকা উত্তোলনে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার নির্দেশ

আগামী বছর ২০২৫ সালে হজে যেতে ইচ্ছুক মানুষদের টাকা তোলার সময় প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে

নামাজের পর মসজিদ বন্ধ রাখা কি ঠিক?

রাসূল সা. মসজিদকে পৃথিবীর সর্বোত্তম স্থান বলেছেন। হাদিসে বর্ণিত হয়েছে, হজরত আবু উমামা বাহেলী (রা.)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে অভিযান চালিয়ে ১২৬০ কেজি পলিথিন জব্দ

নাগরিকদের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ চান ফরহাদ মজহার

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আইনের সম্মুখীন করতে চাই: প্রেস সচিব

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি চালুসহ ৪ সিদ্ধান্ত নিচ্ছে সরকার

গ্রিসে বাংলাদেশিদের বাসস্থান-স্বাস্থ্যসেবা উন্নয়ন বৈঠক

নির্বাচন নিয়ে শিক্ষা উপদেষ্টার বক্তব্য ব্যক্তিগত: অপূর্ব জাহাঙ্গীর

জনগণের আস্থা রক্ষায় সচেতন থাকতে হবে: তারেক রহমান

প্লেনের টিকিট সিন্ডিকেট ভেঙে আহ্বান জানালো আটাব

কোটা আন্দোলনে ২শতাধিক সাংবাদিক হতাহতের বিচার হচ্ছে না

হাসিনাকে গণহত্যার আসামি হয়ে কাঠগড়ায় দাঁড়াতে হবে: ফরিদা আখতার

বিমানবন্দরে লাগেজ পার্টির সদস্য থেকে কোটিপতি গোল্ডেন শফি

পদত্যাগ করে বিরোধীদের সঙ্গে আলোচনার পর দেশ ছেড়েছেন আসাদ: রাশিয়া

কারিগরি শিক্ষকদের নভেম্বর মাসের এমপিওর চেক ছাড়

বিগত সরকার পাঠ্যপুস্তক নিয়ে ষড়যন্ত্র করেছে: ড. মঈন খান

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, হাসপাতালে ৫৯৬

নিত্যপণ্যের বাজারে শৃঙ্খলা ফেরাতে রাঘববোয়ালদের ধরার পরামর্শ

ভারতকে কাঁদিয়ে আবারও এশিয়ার সেরা বাংলাদেশের যুবারা

বাংলাদেশ বিরুদ্ধে অপপ্রচার বন্ধে মেটার প্রতি আহ্বান ইউনূসের

পরিস্থিতি অনুযায়ী সীমান্তে বিজিবিকে প্রস্তুতির নির্দেশ

একদিনে ভারত থেকে এলো ১১৭১ টন পেঁয়াজ, কমেছে দাম