মালয়েশিয়ায় ছাপাখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত ওই বাংলাদেশির নাম মনির উজ্জামান (৪২)। তার বাড়ি যশোর জেলায়। এ নিয়ে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু হলো।
স্থানীয় সময় আজ শুক্রবার (১৬ জুন) সকাল সাড়ে ৯টায় সারডাং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মনির।
গতকাল বৃহস্পতিবার (১৫ জুন) মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের বান্ডারবারু বাঙ্গির তামান ইন্ডাস্ট্রি সোলেমানের জুমু এসডিএন বিএইচডি নামের একটি ছাপাখানায় অগ্নিকাণ্ড ঘটে। ঘটনাস্থলেই ঝিনাইদহের লিটন (৩৪) ও পাবনার মোরাদ আলী মোল্লা (৩৮) মারা যান এবং দগ্ধ চারজনকে আশঙ্কাজনক অবস্থায় সারডাং হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকালে মারা যান মনির। বাকি তিনজন একই জেলার রাজা (২৯), মো. সাইফুল ইসলাম (৪২), বাবলু রহমান (৪৪) হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বাংলাদেশ হাইকমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, বাংলাদেশ হাইকমিশন থেকে শুক্রবার বেলা ৩টায় কাউন্সেলর লেবার সৈয়দ শরিফুল ইসলাম ও প্রথম সচিব শ্রম সুমন কুমার দাস দগ্ধদের দেখতে যান এবং কর্তব্যরত ডাক্তারদের সঙ্গে কথা বলেন।
প্রথম সচিব সুমন কুমার দাস জানান, এ ঘটনায় আহতদের চিকিৎসা খরচ কোম্পানির মালিক পক্ষ বহন করছে। দগ্ধদের চিকিৎসার জন্য পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে হাইকমিশন থেকে যোগাযোগ অব্যাহত রাখা হয়েছে বলে জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।
উদ্ধার অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, অগ্নিকাণ্ডের সময় ছয় বাংলাদেশি ছাপাখানায় আটকা পড়েন। পরে তাদের মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা হলেও দুজন ঘটনাস্থলেই মারা যান।
জেবিপিএম অ্যাসিস্ট্যান্ট অপারেশন ডিরেক্টর এহসান মোহাম্মাদ জেইন আরও বলেন, ছাপাখানাটির আকার ৬০/৮০ বর্গফুট। ফায়ার সার্ভিসকর্মীদের চেষ্টায় ভোর ৪টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধোঁয়ার কারণেই ঘটনাস্থলে ওই দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে।
এবি/ জিয়া