গ্রিসে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের কন্সুলার সেবা ও বস্ত্র বিতরণ করেছে এথেন্সস্থ বাংলাদেশ দূতাবাস। গত ১৮ ও ১৯ মে দুই দিনব্যাপী এ সেবা প্রদান করা হয়।
দূতাবাসের প্রথম সচিব রাবেয়া বেগমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এথেন্স থেকে ৩৫০ কিলোমিটার দূরে নেয়া মানোলাদা এলাকায় গিয়ে ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা প্রদান করেন। এ সময় অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো প্রবাসী বাংলাদেশিদের মাঝে বস্ত্র ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।
দুই দিনব্যাপী এই ভ্রাম্যমাণ কনস্যুলার সেবায় পাসপোর্ট নবায়ন, রি-ইস্যু, পূর্বের ইস্যুকৃত পাসপোর্ট বিতরণ, জন্মনিবন্ধন, বিশেষ আইনগত সহায়তা, ওয়েজ আর্নার্স সদস্যপদ নিবন্ধনসহ বিভিন্ন সেবা প্রদান করা হয়। প্রবাসীরা দূতাবাসের এই উদ্যোগকে স্বাগত জানান এবং তাদের কষ্টার্জিত সময় ও অর্থ সাশ্রয় হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
দূতাবাসের কর্মকর্তারা জানান, ভবিষ্যতেও এ ধরনের ভ্রাম্যমাণ সেবা অব্যাহত থাকবে, যাতে প্রবাসী বাংলাদেশিরা সহজে ও দ্রুত সেবা পেতে পারেন।
এর আগে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য দূতাবাসের পক্ষ থেকে দুপুরের খাবারের আয়োজন করা হয়।অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা তাৎক্ষণিক স্থানীয় কর্তৃপক্ষ এবং বিভিন্ন এনজিও এর সঙ্গে যোগাযোগ করে ত্রাণের ব্যবস্থা করেন।
এছাড়াও ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও বিষয়টি অবগত করা হয়েছে।
আমার বার্তা/এল/এমই