ই-পেপার সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

১৮ মাসেও বাস্তবায়ন হয়নি গণপরিবহন ভাড়া

রতন বালো
প্রিন্ট ভার্সন
২৭ মে ২০২৩, ১৫:৪৮
আপডেট  : ২৭ মে ২০২৩, ১৫:৫৫
সংগৃহীত

  • সরকারি প্রজ্ঞাপন মানছে না বাস মালিকরা
  • প্রতিদিন হচ্ছে যাত্রী, কন্ট্রাক্টর ও হেলাপরদের তর্কবিতর্ক
  • বিআরটিএর এক শ্রেণীর অসাধু কর্মকর্তাদের দুর্নীতির কারণে বাস মালিকরা বেপরোয়া

গণপরিবহনে ভাড়া নির্ধারণে সরকারি প্রজ্ঞাপন মানছে না বাস মালিকরা। ২০২১ সালের ৭ নভেম্বর রাজধানীসহ চট্টগ্রাম মহানগরিতে গণপরিবহনের ভাড়া নির্ধারণের প্রজ্ঞাপন জারি করে সরকার। এর পরের দিন ৮ নভেম্বর থেকে কার্যকর করার কথা থাকলেও গণপরিবহন মালিকরা তা মানছে না। কোন কোন বাসে শিক্ষার্থীদেরও অর্ধেক ভাড়া নিতে চায় না। বলে শুক্রবার স্কুল-কলেজ বন্ধ। তাই কোন হাফ পাস নেই। অন্য সময় অর্ধেক ভাড়া নেয় না। ২০ টাকার ভাড়া নেয়া হয় ৩০ টাকা করে। বলে এটা হাফ ভাড়া। গেলে যান না হলে নেমে যান। এ নিয়ে প্রতিদিন বাস যাত্রী, কন্ট্রাক্টর ও হেলাপরদের সঙ্গে তর্কবিতর্ক হচ্ছে। এমনকি হাতাহাতি মত ঘটনাও ঘটছে। আবার কোন যাত্রী বেশী ভাড়া নেয়ার প্রতিবাদ করলে তাকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ার মত ঘটনাও ঘটাচ্ছে গণপরিবহনের চালক, কন্ট্রাক্টর ও হেলপারগণ।

ডিজেলের দাম বৃদ্ধির ফলে ২০২১ সালের ৭ নভেম্বর থেকে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বিভিন্ন রুটের বাসে ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ১৫ পয়সা করা হয়। মিনিবাসের ক্ষেত্রে ১ টাকা ৬০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ০৫ পয়সা। বাসের সর্বনিম্ন ভাড়া ৭ টাকার জায়গায় ১০ টাকা এবং মিনিবাসে ৫ টাকার জায়গায় ৮ টাকা নির্ধারণ করার প্রজ্ঞাপন জারি করা হয়। যা ২০২১ সালের ৮ নভেম্বর থেকে কার্যকর করা হয়। কিন্তু আঠারো মাসেও সরকার নির্ধারিত ভাড়া আদায় করছে না বাস মালিক ও শ্রমিকরা।

এদিকে বিআরটিএর এক শ্রেণীর অসাধু কর্মকর্তাদের দুর্নীতির কারণে বাসের সর্বনিম্ন ১০ টাকার ভাড়া নেয়া হয় ১৫ টাকা থেকে ২০ টাকা। আবার ৮ টাকার ভাড়া ২০ টাকা থেকে ২৫ টাকা। কোন গণপরিবহনেও সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী ভাড়া নেয়া হয় না। রাজধানীতে রাইদা, তুরাগ, ভিক্টর পরিবহন, ৮ নম্বর, মক্কা-মদিনাসহ বিভিন্ন গণপরিবহণে ডিজেলের দাম বৃদ্ধির অজুহাতে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে ১৪ মাস ধরে। সরকার নির্ধারিত ভাড়ার চার্ট কোন যাত্রী দেখতে চাইলে, তা দেখাতে পারেন না এ সকল গণপরিবহন।

এ বিষয়ে জানান জন্য বিআরটিএ’র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার এর সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু তিনি কোন কথা বলেননি। তবে তার পিএ মো. আব্দুর রাজ্জাক জানান, পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশ শেখর বিশ^াসের সঙ্গে কথা বলতে বলেন। কিন্তু তিনিও কথা বলতে চাননি।

বিআরটিএ’র পরিচালক (প্রশাসন) মো. আজিজুল ইসলাম এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও কথা বলেননি। তার পিএ মো. রেজাউল বলেন, পরিচালক (রোড সেফটি) শেখ মোহাম্মদ মাহবুব ই-রব্বানীর সঙ্গে কথা বলতে বলেন। কিন্তু তাকেও পাওয়া যায়নি। এই হচ্ছে বিআরটিএ’র কর্মকর্তাদের চিত্র। এ কারণেই গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নেয়ার বিষয়টি রোধ করা যাচ্ছে না।

বিআরটিএ’র কর্মকর্তাদের দায়িত্বহীনতার কারণে বাস মালিকরা ইচ্ছেমত ভাড়ায় বাস পরিচালনা করছেন। রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী থেকে গাবতলী পর্যন্ত সড়ক পথের দূরত্ব ১৭ কিলোমিটারের একটু বেশি। প্রতি কিলোমিটার ২ টাকা ১৫ পয়সা হিসাবে এই পথের বাস ভাড়া হয় ৩৬ টাকা। কিন্তু মৌমিতা নামের একটি পরিবহন যাত্রীদের কাছ থেকে ভাড়া নেয় ৫০ টাকা।

এদিকে এই বাসটি কাঁচপুর থেকে সাভার রুটে চলাচল করে। সরকার নির্ধারিত সর্বনিম্ন ভাড়া ১০ টাকা হলেও এই পরিবহনে নেয়া হয় ২০ টাকা। কেউ ১ কিলোমিটারের কম পথ অতিক্রম করলেই তার কাছ থেকেও ২০ টাকা ভাড়া আদায় করা হয় বলে যাত্রীরা অভিযোগ করেন।

আয়নাল, জয়নাল, আজম ও রাজিব নামের গুলিস্তানের চার যাত্রী বলেন, এই বাসে উঠলেই ২০ টাকা ভাড়া নেয়া হয়। গাড়ীতে সরকার নির্ধারিত ভাড়ার কোন চার্ট নাই। তারা সরকারি চার্ট মানতে চাচ্ছে না। ইচ্ছেমতো ভাড়া আদায় করে। যাত্রীরা প্রতিবাদও করে না। কারণ প্রতিবাদ করলেই নামিয়ে দেয়া হয়। নইলে যাত্রীদের গায়ে হাত তুলে চালক, কন্ট্রাক্টর, হেলপারগণ।

মো. মিজান, মো. শাউন, মো. শওকত নামের কয়েকজন ছাত্র বলেন, এই বাসের স্টাফরা খুব খারাপ। শিক্ষার্থীদেরও অর্ধেক ভাড়া নিতে চায় না। বলে শুক্রবার স্কুল-কলেজ বন্ধ। তাই কোন হাফ পাস নেই। অন্য সময় অর্ধেক ভাড়া নেয় না। ২০ টাকার ভাড়া নেয় ১৫ টাকা করে। বলে এটা হাফ ভাড়া। গেলে যান না হলে নেমে যান।

সরেজমিন রাজধানীর বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, গণপরিবহনে সরকার নির্ধারিত ভাড়া আদায়ের নিয়ম মানে না কেউ। বিআরটিএ’র কোন নিয়ন্ত্রণ নেই। রাজধানীতে চলাচলরত লেগুনা, বাস, মিনিবাস ও সিএনজি চালিত অটোরিকশাসহ সব গণপরিবহনে ভাড়া আদায় করা হয় ইচ্ছেমতো।

যাত্রাবাড়ী-গাবতলী রুটে চলাচলকারী ২১ নাম্বার বাস (সাবেক ৮ নাম্বার) বর্তমানে যাত্রাবাড়ী থেকে ফার্মগেট ভাড়া নেয় ২০ টাকা। তবে যাত্রাবাড়ী-মিরপুর রুটে চলাচলকারী শিকড় পরিবহন নেয় ৩০ টাকা। একইভাবে যাত্রাবাড়ী থেকে মতিঝিল, পুরানা পল্টন, গুলিস্তানের ভাড়া সাধারণত ৮ টাকা। কিন্তু ট্রান্স সিলভা পরিবহন নেয় ১০ টাকা, শিকড় পরিবহন নেয় ১০ টাকা, গ্রামীন বাংলা পরিবহন নেয় ২০ টাকা।

রাজধানীর মিরপুরের টেকনিক্যাল মোড় থেকে সায়েন্স ল্যাব পর্যন্ত বাসে সরকার নির্ধারিত ভাড়া যাত্রীপ্রতি ১৩ টাকা। মিরপুর ও সাভার থেকে আসা বাসগুলো টেকনিক্যাল মোড় থেকে যাত্রী তোলে। দিশারি, বাহন, ট্রান্স সিলভা, সাভার ও মৌমিতা পরিবহনে এই দূরত্বের ভাড়া নেয়া হয় ২০ টাকা। সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত বাড়তি আদায় করা হয় ওই সব বাসে।

এবি/ওজি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও শেখ হাসিনার বিকল্প নেই

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে উন্নয়নের রূপকার, চতুর্থবারের মতো অত্যন্ত জনপ্রিয় ও সফল

বন্ধ হচ্ছে না চলন্ত ট্রেনে পাথর ছোড়া

চলন্ত ট্রেনে পাথর ছোড়ার ঘটনা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। ১৯৮০ সালের রেলওয়ে আইনের ১২৭ ধারায় চলন্ত

শাস্তির মুখোমুখি হচ্ছেন এমরান

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিষয়ে বিবৃতি-সংক্রান্ত বক্তব্য

ঈদ যাত্রায় চলবে ৮ জোড়া বিশেষ ট্রেন

  ২৩ জুন হতে ৩ জুলাই পর্যন্ত মিতালী ও মৈত্রী এক্সপ্রেস বন্ধ   যাত্রী ভোগান্তি কমাতে নানাবিধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা করলো বিসিবি

কুবিতে শিক্ষকদের ওপর হামলা, উপাচার্যের পদত্যাগ দাবি

তাপদাহের কারণে সোমবার ঢাকাসহ ৫ জেলার স্কুল বন্ধ

ইউসিবির সঙ্গে একীভূত হতে চায় না ন্যাশনাল ব্যাংক

থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

রাজধানীতে ২৪ ঘণ্টায় তাপমাত্রা বাড়েছে প্রায় ২ ডিগ্রি

জ্যোতির ফিফটির পরও হারল বাংলাদেশ

কঠোর হস্তে কিশোর গ্যাং দমন করার সুপারিশ

সব কথা বলা ঝুঁকিপূর্ণ: ইসি আলমগীর

মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে তদন্ত চায় মানবাধিকার কমিশন

মাদারীপুরে হিটস্ট্রোকে কৃষকসহ নিহত ২

আমার তৈরি ইন্ডিয়া জোট দেখে থরথর করে কাঁপেন মোদি

এপ্রিলের ২৬ দিনে রেমিট্যান্স এসেছে ১৬৮ কোটি ডলার

ডেঙ্গুতে এ বছর মারা যেতে পারে ৪০ হাজার মানুষ

এফবিসিসিআই’র স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান ফায়সাল হোসেন

নির্বাচন কমিশনের প্রতি ভোটারদের আস্থা ফিরেছে: ইসি রাশেদা

পদ্মা সেতুতে ১৫০০ কোটি টাকা টোল আদায়ের মাইলফলক

চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ উঠল ৪১.৮ ডিগ্রিতে

কোরবানিতে গবাদি পশুর কোন ঘাটতি নেই: মন্ত্রী

গ্রিন ফ্যাক্টরি পুরস্কার পেলো ১২ খাতের ২৯ প্রতিষ্ঠান