ই-পেপার সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

মিল্কি’র হাতে বোতলবন্দি রাজউক!

আরিফুর রহমান
প্রিন্ট ভার্সন
২২ মে ২০২৩, ১০:০১

ক্ষমতার কাছে রাজউকও অসহায়। অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় বিভাগীয় মামলা হয়েছে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করে, উল্টো অভিযুক্তকে পদোন্নতি দেয়া হয়েছে।

অভিযুক্ত ওই কর্মকর্তা হলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর কর্মকর্তা শামসুল আলম মিল্কি। তিনি বর্তমানে এস্টেট ও ভূমি-২ এর সহকারী পরিচালক (চ. দা) হিসেবে রাজউকের উত্তরা জোনাল অফিসে কর্মরত আছেন।

শামসুল আলম মিল্কির বিরুদ্ধে অভিযোগের কোনো অন্ত নেই। মিল্কির বিরুদ্ধে রাজউক চেয়ারম্যান বরাবর উত্তরার ১৫/ই নং সেক্টরের ২/বি নং রাস্তার ৩ নং প্লট সংক্রান্ত জালজালিয়াতি ও নথি গায়েবের অভিযোগ করেন মো. মোস্তফা কামাল নামে এক ভুক্তভোগী।

অভিযোগে জানা গেছে, রাজউকের দালাল চক্রের অন্যতম হোতা মো. রুহুল আমিন এবং আলোচিত গোল্ডেন মনিরের সহযোগী শামসুল আলম মিল্কি পরস্পর যোগসাজসে মো. মোস্তাক আলীর উল্লেখিত বায়না রেজিস্ট্রিকৃত প্লটটি আত্মসাতের অপচেষ্টা করেন।

মোস্তাক আলীর অভিযোগের ভিত্তিতে রাজউকের সাবেক চেয়ারম্যান ড. সুলতান আহমেদ মিল্কিকে বদলিসহ তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেন।

ওই কমিটির প্রধান ছিলেন রাজউকের বর্তমান চেয়ারম্যান মো. সাঈদ নূর আলম। তদন্তে জালিয়াতি প্রমাণিত হলে মিল্কির বিরুদ্ধে বিভাগীয় মামলা করার সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়নি।

উল্টো পূর্বের জায়গায় প্রাইজ পোস্টিং দিয়ে মিল্কির ফাইলটি নিজের হেফাজতে রেখেছেন রাজউক চেয়ারম্যান মো. সাঈদ নূর আলম।

এখানেই শেষ নয়- শামসুল আলম মিল্কির বিরুদ্ধে আরো গুরুতর অভিযোগ উঠেছে। ২০১৬ সালে রাজউকের উত্তরা জোনাল অফিসের অফিস সহকারী মো. সাইদুল হক তৎকালীন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বরাবর লিখিত অভিযোগ দেন।

সাইদুল হক তার অভিযোগে বলেন, শামসুল আলম মিল্কি একজন অসাধু ও দুর্নীতিবাজ। সব সরকারের আমলে সুবিধাভোগী মিল্কি বিশাল সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

রাজউকের উত্তরা, পূর্বাচল ও নিকুঞ্জের খালি প্লট বাছাই করে সিন্ডিকেটের মাধ্যমে প্লটের বরাদ্দপত্র, কিস্তি জমার ব্যাংক রশিদ হুবহু জাল তৈরি করে নিজের আপন ভাই-বোন-ভাতিজা-স্ত্রী-সন্তানদের বরাদ্দ গ্রহীতা সাজিয়ে সুকৌশলে লিজ দলিল করে নিজেরাই মালিক বনে যাচ্ছেন। এভাবে মিল্কি ও তার আত্মীয়স্বজন পূর্বাচল প্রকল্পে ৮/১০টি এবং উত্তরা ৩য় প্রকল্পে ৫/৬টি প্লট হাতিয়ে নিয়েছে।

সাইদুল হক তার অভিযোগপত্রে আরও জানান, শামসুল আলম মিল্কি উত্তরা ১১নং সেক্টরে সাড়ে সাত কাঠা প্লটের উপর ১০তলা আলীশান বাড়ি করেছেন। উত্তরা আবাসিক এলাকার ৭নং সেক্টরের ১৮নং রাস্তার ৬৭নং প্লটটি ভুয়া বরাদ্দপত্র তৈরি করে ভায়রার নামে আত্মসাত করেন।

এছাড়া প্লট পরিবর্তনের দালালি করে মিল্কি কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।

সাইদুল হকের অভিযোগের প্রেক্ষিতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (প্রশাসন-৬ শাখা) শ্যামল নবীকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন প্রদানের নির্দেশ দেন একই মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-২)।

একই অভিযোগে দুদকের সহকারী পরিচালক মো. নুরুল ইসলাম সরকার ২০১৬ সালের ২৮ আগস্ট তথ্য ও রেকর্ডপত্রসহ বক্তব্য গ্রহণের জন্য মিল্কিকে দুদকে ডাকেন। এরপর বিষয়টি আর কখেনো আলোর মুখ দেখেনি।

জানা গেছে, শামসুল আলম মিল্কিসহ চারজনের বিরুদ্ধে বনানীতে রোড নং-২৮, ব্লক-কে, হাউজ নং ১৭/এ, এর ৫ কাঠার একটি প্লট জালিয়াতির মাধ্যমে বরাদ্দ গ্রহণের অভিযোগ উঠেছে।

বিষয়টি অনুসন্ধানের স্বার্থে রেকর্ডপত্র তলব করে তৎকালীন রাজউক চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন করেন দুদকের সহকারী পরিচালক মো. আলী আকবর। এছাড়া মিল্কির বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের তদন্তের জন্য ২০১৬ সালের ১২ মে তাকে দুদকে তলব করা হয়। ওইদিন দুদকে হাজির হননি মিল্কি।

পরবর্তীতে একইবছর ১ নভেম্বর তথ্য ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র সরবরাহের জন্য তৎকালীন রাজউক চেয়ারম্যান বরাবর আরো একটি আবেদন করেন মো. আলী আকবর। তবে মিল্কির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত কমিটি কিংবা তদন্ত প্রতিবেদন কোনে াকিছুই-ই অদ্যাবধি মিল্কিকে দমাতে পারেনি।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) একাধিক কর্মকর্তা-কর্মচারী এ প্রতিবেদককে জানান, মিল্কির বাবা মৃত হাজী পৈলন মিল্কি রাজউকে জরিপ সাথী পদে চাকরি করতেন।

শুরুতে দৈনিক মজুরি হিসেবে কনিষ্ঠ হিসাব সহকারী পদে বাবার হাত ধরেই রাজউকে যোগদান করেন মিল্কি। চাকরি নিয়মিত হওয়ার মাত্র দেড় বছরের মাথায় তিনি ঊর্ধ্বতন হিসাব সহকারী হয়েছেন। অত্যন্ত কৌশলী, ধুরন্ধর ও চালাক প্রকৃতির লোক মিল্কি। ঠাণ্ডা মাথায় নীরবে অপকর্ম করেন।

নেতৃত্বের জায়গায় নিজের সুবিধামতো সঙ্গী বাছাই করেন এবং নিজের স্বার্থ হাসিল হলেই সঙ্গীর সঙ্গ ত্যাগ করেন। যে কারণে কারো সাথেই তার সম্পর্ক স্থায়ী কিংবা খুব বেশিদূর গড়ায় না।

রাজউক শ্রমিক-কর্মচারীদের নেতা আব্দুল জলিল, আব্দুল মালেকসহ অনেকেই একসময় মিল্কির জুটি ছিলেন। বর্তমানে রাজউকের আরেক দুর্নীতিবাজ কর্মচারী ‘শফিউল্লাহ বাবু ওরফে সল্টু’ বাবুর সাথে সখ্যতা গড়েছেন মিল্কি।

তারা জানান, ছাত্রজীবনে মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজ ছাত্রদলের সহ-সম্পাদক ছিলেন তিনি। ‘বিএনপি-জামায়াত’ জোট অনুসারি হয়েও জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক হয়েছেন। সরকারের একজন পদস্থ কর্মকর্তা হয়েও একইসাথে মিল্কি শ্রমিক লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। ১৫ জন সিনিয়র কর্মচারীকে টপকে এস্টেট ও ভূমি-২ এর সহকারী পরিচালকের (চ. দা.) পদ বাগিয়ে নিয়েছেন।

সম্প্রতি, জালিয়াতির মাধ্যমে ঢাকা শহরের ডিআইটি প্রজেক্ট, বাড্ডা, নিকুঞ্জ, উত্তরা এবং কেরানীগঞ্জে ২শ’র বেশি প্লট হাতিয়ে নেয়া আলোচিত গোল্ডেন মনিরের সঙ্গে শামসুল আলম মিল্কির বেশ সখ্যতা রয়েছে- এমন একাধিক সংবাদ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হলেও তাকে কেউ স্পর্শ করতে পারেনি।

এ বিষয়ে জানতে রাজউকের কর্মকর্তা শামসুল আলম মিল্কির সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। খুদেবার্তা পাঠালে ফিরতি কোনো জবাব দেননি।

এই বিষয়ে রাজউকের চেয়ারম্যান এ প্রতিবেদককে বলেন, অভিযোগ যখন হয়েছে এর তদন্ত হবে। শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।

এবি/ওজি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও শেখ হাসিনার বিকল্প নেই

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে উন্নয়নের রূপকার, চতুর্থবারের মতো অত্যন্ত জনপ্রিয় ও সফল

বন্ধ হচ্ছে না চলন্ত ট্রেনে পাথর ছোড়া

চলন্ত ট্রেনে পাথর ছোড়ার ঘটনা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। ১৯৮০ সালের রেলওয়ে আইনের ১২৭ ধারায় চলন্ত

শাস্তির মুখোমুখি হচ্ছেন এমরান

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিষয়ে বিবৃতি-সংক্রান্ত বক্তব্য

ঈদ যাত্রায় চলবে ৮ জোড়া বিশেষ ট্রেন

  ২৩ জুন হতে ৩ জুলাই পর্যন্ত মিতালী ও মৈত্রী এক্সপ্রেস বন্ধ   যাত্রী ভোগান্তি কমাতে নানাবিধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা করলো বিসিবি

কুবিতে শিক্ষকদের ওপর হামলা, উপাচার্যের পদত্যাগ দাবি

তাপদাহের কারণে সোমবার ঢাকাসহ ৫ জেলার স্কুল বন্ধ

ইউসিবির সঙ্গে একীভূত হতে চায় না ন্যাশনাল ব্যাংক

থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

রাজধানীতে ২৪ ঘণ্টায় তাপমাত্রা বাড়েছে প্রায় ২ ডিগ্রি

জ্যোতির ফিফটির পরও হারল বাংলাদেশ

কঠোর হস্তে কিশোর গ্যাং দমন করার সুপারিশ

সব কথা বলা ঝুঁকিপূর্ণ: ইসি আলমগীর

মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে তদন্ত চায় মানবাধিকার কমিশন

মাদারীপুরে হিটস্ট্রোকে কৃষকসহ নিহত ২

আমার তৈরি ইন্ডিয়া জোট দেখে থরথর করে কাঁপেন মোদি

এপ্রিলের ২৬ দিনে রেমিট্যান্স এসেছে ১৬৮ কোটি ডলার

ডেঙ্গুতে এ বছর মারা যেতে পারে ৪০ হাজার মানুষ

এফবিসিসিআই’র স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান ফায়সাল হোসেন

নির্বাচন কমিশনের প্রতি ভোটারদের আস্থা ফিরেছে: ইসি রাশেদা

পদ্মা সেতুতে ১৫০০ কোটি টাকা টোল আদায়ের মাইলফলক

চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ উঠল ৪১.৮ ডিগ্রিতে

কোরবানিতে গবাদি পশুর কোন ঘাটতি নেই: মন্ত্রী

গ্রিন ফ্যাক্টরি পুরস্কার পেলো ১২ খাতের ২৯ প্রতিষ্ঠান