ই-পেপার বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

মেরুদণ্ডহীন ইসি সামরিক উর্দি-দলীয় পোশাকে আবৃত: এনসিপি

আমার বার্তা অনলাইন:
০৩ আগস্ট ২০২৫, ১৫:৪৮
আপডেট  : ০৩ আগস্ট ২০২৫, ১৫:৫২

নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘নির্বাচন কমিশন একটি মেরুদণ্ডহীন প্রতিষ্ঠান এবং দলীয় উর্দি পরে একটি দলের হয়ে কাজ করছে। তারা সেটা তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রমাণ করেছে। আমরা তাদেরকে এখনও সংশোধনের সুযোগ দিচ্ছি।’

রোববার (৩ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘গত ১৫ বছরে মানুষ ভোট দিতে পারেনি। আর এখন কেউ ভোট দিতে চাইলেও সেটাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধাগ্রস্ত করতে চাইছে নির্বাচন কমিশন। অর্থাৎ, এতদিন ভোট দেওয়ার অধিকার বাধাগ্রস্ত করা হয়েছে। আর এখন ভোট নেওয়ার অধিকার বাধাগ্রস্ত করা হচ্ছে। আমরা যতই এই ইলেকশন কমিশনকে দেখতে পাচ্ছি ততই বুঝতে পারছি যে এটা মেরুদণ্ডহীন প্রতিষ্ঠান।’

এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‌‘যতটুকু এখন পর্যবেক্ষণ করছি, আরো ডে বাই ডে সেটাতে আমরা দেখতে পাচ্ছি- এটার (নির্বাচন) অধিকাংশ অঙ্গ জুড়ে হলো সামরিক উর্দি পরা পোশাকে এবং বাকি যতটুক তারা আছে সেটা আবার দলীয় পোশাকে আবৃত্ত।’

এই কমিশনের অধীনেই যদি ভোট হয় শেষ পর্যন্ত আপনারা ভোটে যাবেন কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা বলেছি যে, ভোট গত ১৫ বছরে জনগণ ভোট দিতে পারেনি। এখন জনগণ যদি আমাকে ভোট দিতে আসে, আর আমাকে যদি বাধাগ্রস্ত করা হয় ভোট নেওয়ার জন্য, সেখানে আমি বুঝবো আমাকে ভোট নিতে দেবে না। যদি আমাকে ভোট না দিতে দেয় তারা তাহলে আমি কেন অংশগ্রহণ করব?’ তিনি বলেন, ‘কিন্তু এই প্রক্রিয়াটা এখনও এন্ডিং প্রসেসে আসেনি। আমরা প্রতিনিয়ত তাদের সঙ্গে দেখা করছি, কথা বলছি। তাদের যে ভুলগুলো দেখিয়ে দিচ্ছি। তাদের আমরা কারেকশনের সুযোগ দিচ্ছি। ইলেকশন কমিশন যদি সামরিক উর্দি পরে দলীয় উর্দি পরে তার মেরুদণ্ড বিকিয়ে দিতে চায় এবং ভোট না দিতে চায় তাহলে আমরা ফাইনালি হয়তোবা এই সিদ্ধান্তে যেতে বাধ্য হবো।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা তাদের এখনও সুযোগ দিচ্ছি, তাদের সে শুভোদয় হোক এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসুক। ভোট নেওয়ার প্রসেস তারা শুরু করে, যেন বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার জন্য তারা সচেষ্ট।’

এর আগে দুপুর সাড়ে ১২টায় সিইসির সঙ্গে এনসিপি প্রতিনিধি দলেট বৈঠক শুরু হয়। এক ঘণ্টার বৈঠকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

বৈঠকে দলের নিবন্ধন আবেদনের ছোটোখাটো ত্রুটি সংশোধনে কাগজপত্র জমা দেন এনসিপি নেতারা। এসব কাগজপত্র জমা দেওয়ার আজই শেষ দিন।

এর আগে এনসিপিসহ ১৪৪টি নতুন রাজনৈতিক দলের নিবন্ধন আবেদন যাচাই-বাছাই করে প্রয়োজনীয় তথ্য চেয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন (ইসি)। মধ্য জুলাইয়ে ইসির পক্ষে এ চিঠি দেওয়া হয়। এরই অংশ হিসেবে নতুন দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল ইসিতে আসেন।

এনসিপির নিবন্ধন আবেদনের প্রাথমিক যাচাই শেষে ইসি ছয়টি বিষয়ে তথ্য ঘাটতি বা ত্রুটি চিহ্নিত করে ৩ অগাস্টের মধ্যে তা পূরণ করতে বলে। এসব তথ্য ঘাটতি বা ত্রুটির মধ্যে রয়েছে- সব জেলা দপ্তরের তালিকা, দুটি জেলা দপ্তরের ভাড়া চুক্তি, ২৫ উপজেলার সদস্য তালিকা, তহবিলের পরিমাণ ও উৎস, কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তের বিষয়ে স্বাক্ষর, দলীয় গঠনতন্ত্র সংবিধান পরিপন্থি নয়- এমন প্রত্যয়ন এবং প্রার্থী মনোনয়নে প্যানেল করার বিধান।

আমার বার্তা/এমই

অ্যাম্বুলেন্সের ধাক্কায় জামায়াত নেতা নিহত

নোয়াখালীতে দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় হাফেজ মাওলানা মো. বেলাল হোসাইন (৬৫) নামের জামায়াতে ইসলামীর এক

জুলাই ঘোষণাপত্রের সমালোচনা করে যা বললেন মামুনুল হক

মঙ্গলবারের ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে সমালোচনা করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন,

সেনাবাহিনীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই: মির্জা ফখরুল

২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে বিজয় অর্জনের জন্য সহযোগিতা করায় দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন

এই সফলতা ৩৬ দিনের নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমরা যে সফলতা উদযাপন করছি সেটি শুধু ৩৬
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রেপ্তার দেখানো হলো সুমাইয়া জাফরিনকে, চাওয়া হবে রিমান্ড

খুলনায় দেশীয় পাইপগান ও গুলিসহ যুবক আটক

চট্টগ্রামে ভারী বর্ষণে ভেঙে গেল ব্রিজ, যান চলাচল বন্ধ

অ্যাম্বুলেন্সের ধাক্কায় জামায়াত নেতা নিহত

বাংলাদেশি পর্যটকের অভাবে কলকাতার নিউমার্কেটে ব্যবসায় ধস

টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

মার্কিন সামরিক ঘাঁটিতে বন্দুক হামলায় ৫ সেনা গুলিবিদ্ধ

জুলাই অভ্যুত্থানে এক বছরেও কেউ আসেননি ৬ মরদেহ নিতে

আওয়ামী লীগ আমলের বৈদেশিক ঋণ নিয়ে বিপাকে অন্তর্বর্তী সরকার

১৮ হাজার কোটি টাকার বৈদেশিক বিদ্যুৎ বিল পরিশোধ করেছে অন্তর্বর্তী সরকার

পিকআপ-ট্রাকের সংঘর্ষে ভাঙ্গারি ব্যবসায়ী নিহত

কর্ণফুলীতে প্রবল স্রোতে চন্দ্রঘোনায় ফেরি চলাচল বন্ধ

টানা বৃষ্টিতে চট্টগ্রামে দেবে গেছে সড়ক, জলাবদ্ধতায় ভোগান্তি

মোহাম্মদপুরে সেনা অভিযানে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেপ্তার

শুল্কের কারণে বিপদ বাড়বে আমেরিকারই, বলছে ভারতের এসবিআই

চট্টগ্রাম বন্দরে জাহাজের গড় অবস্থানকাল নিয়ে ব্যবসায়ীদের উদ্বেগ

কাশ্মির নিয়ে লেখা ২৫ বই নিষিদ্ধ করল ভারত, বাদ গেল না অরুন্ধতী রায়ের বইও

থামছে না স্বজনদের আহাজারি, চালককে গ্রেপ্তারের দাবি

গাজায় ত্রাণের ট্রাক উল্টে প্রাণ গেল অন্তত ২৫ জনের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১৭তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় গণিত বিভাগের ঐতিহাসিক জয়