ই-পেপার বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

আওয়ামী লীগ আমলের বৈদেশিক ঋণ নিয়ে বিপাকে অন্তর্বর্তী সরকার

আমার বার্তা অনলাইন
০৭ আগস্ট ২০২৫, ১১:৩০

পতিত আওয়ামী লীগ সরকার কোনোরকম যাচাই-বাছাই না করেই ৩ হাজার ৬৯৭ কোটি টাকা ঋণ নিয়েছিল। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং ফরাসি উন্নয়ন সংস্থার (এএফডি) কাছ থেকে এ ঋণ নেওয়া হয়। এখন সেই ঋণ গলার কাঁটায় পরিণত হয়েছে অন্তর্বর্তী সরকাররের।

সংশ্লিষ্টরা বলছেন, শেখ হাসিনার সরকারের লোকদেখানো উন্নয়ন প্রকল্প হিসাবে দাঁড়িয়ে আছে বিআরটি। এটি একটি দানবীয় ও অপরিকল্পিত প্রকল্প। আওয়ামী সরকারের এই বৈদেশিক ঋণ নিয়ে বিপাকে পড়েছে অন্তর্বর্তীকালীন সরকার। কাজ এমন জায়গায় এসে ঠেকেছে যে, বর্তমান প্রেক্ষাপটে এটি বন্ধও করা যাচ্ছে না, আবার সম্পূর্ণ বাস্তবায়ন করতে গেলেও অনেক টাকার প্রয়োজন। এমন অবস্থায় চতুর্থ সংশোধনী প্রস্তাবও অনুমোদন করতে পারেনি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিাটি (একনেক)। কেন-কীভাবে প্রকল্পটির উদ্যোগ নেওয়া হলো, কারা সম্ভাব্যতা যাচাই করল, ঋণের চুক্তি কী ছিল-এসবের বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা।

বিশেষজ্ঞরা বলছেন, বৈদেশিক ঋণ নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে, যে প্রকল্প বাস্তবায়ন করা হবে, সেটি থেকে যেন আউটকাম আসে। ঋণ নেওয়ার উদ্দেশ্য সফল হয়। এ প্রকল্পটি ২০১২ সালের ডিসেম্বর থেকে ২০১৬ সালের ডিসেম্বরের মধ্যে ৪ বছরে বাস্তবায়নের লক্ষ্য ছিল। কিন্তু পরে ৫ দফায় মেয়াদ বাড়িয়ে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত করা হয়। এতেও শেষ হয়নি বাস্তবায়ন কাজ। এবার ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদ ৫ বছর বাড়িয়ে প্রকল্প সংশোধনের প্রস্তাব দেওয়া হয় পরিকল্পনা কমিশনে। ফলে এটি বাস্তবায়নের মেয়াদ দাঁড়াচ্ছে ১৭ বছর।

এ অবস্থায় প্রকল্পটি বাস্তবায়নে কতটা সুফল মিলবে, তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। প্রকল্পের আওতায় গাজীপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত নির্দিষ্ট লেনে বাসভিত্তিক দ্রুত গণপরিবহণব্যবস্থা গড়ে তোলা লক্ষ্য। এর আওতায় ২০ দশমিক ৫০ কিলোমিটার বাস র‌্যাপিড ট্রানজিট স্থাপন ও পরিচালনার মাধ্যমে গাজীপুর-ঢাকার মধ্যে দ্রুত, নিরাপদ ও পরিবেশবান্ধব পরিবহণব্যবস্থা প্রবর্তন করার কথা।

এ প্রসঙ্গে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, বিআরটি প্রকল্প নিয়ে ‘আমরা এখন কী করিব’ অবস্থায় আছি। কেননা এটি নিয়ে কীভাবে এগোনো যায়, সেটি এখনো নিশ্চিত নই। প্রকল্পটিতে ইতোমধ্যে অনেক অর্থ ব্যয় হয়ে গেছে। অবকাঠামো কাজ অনেক দূর বাস্তবায়ন হয়েছে। কিন্তু পরিবহণ বাসগুলো এখনো আনার কোনো ব্যবস্থা হয়নি। প্রকল্পটির কারণে মানুষ ফুটপাতও ব্যবহার করতে পারবে না। হেঁটে রাস্তার একপাশ থেকে অন্যপাশে যেতে পারবে না। গাড়ি বা অন্যান্য পরিবহণও প্রয়োজনে পাশ পরিবর্তন করতে পারবে না। প্রশ্ন হলো-এসব অসংগতি শুরুতেই কেন চিন্তা করা হয়নি।

তিনি আরও বলেন, প্রকল্পটি যদ্দূর বাস্তবায়ন হয়েছে, এরপর বাকি কাজ শেষ করতে হলে আরও প্রায় চার হাজার কোটি টাকা প্রয়োজন। এটি একটি দানবীয় এবং অপরিকল্পিত প্রকল্প। কারা প্রকল্পটির উদ্যোগ নিল, কারা সম্ভাব্যতা যাচাই করল এবং ঋণের চুক্তি কী ছিল-এসবের বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পরামর্শক নিয়োগের সময় নিচে ছোট করে লেখা থাকে প্রকল্পের সাফল্য-ব্যর্থতায় তাদের কোনো দায়দায়িত্ব নেই। এটা কেউ খেয়ালও করে না। তবে এদেশে যারা তাদের নিয়োগ দিয়েছে, তাদের দায়দায়িত্ব আছে। তবে বৈদেশিক ঋণ থাকায় প্রকল্পটি দ্রুত শেষ করার তাগিদ রয়েছে।

পরিকল্পনা কমিশন জানায়, প্রকল্পটি বাস্তবায়ন করছে সরকারের চারটি সংস্থা। এগুলো হলো-সড়ক ও জনপথ অধিদপ্তর, সেতু কর্তৃপক্ষ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং ঢাকা বাস র‌্যাপিড ট্রানজিট পিএলসি। এটি বাস্তবায়নে মূল অনুমোদিত ব্যয় ছিল ২ হাজার ৩৯ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ৩৮৯ কোটি ১৫ লাখ এবং বৈদেশিক ঋণ ১ হাজার ৬৫০ কোটি ৬৯ লাখ টাকা। পরে তিনবার প্রকল্পটি সংশোধনীর পর ব্যয় বেড়ে দাঁড়ায় ৪ হাজার ২৬৮ কোটি ৩২ লাখ টাকা।

এর মধ্যে সরকারি তহবিলের ১ হাজার ২৪৫ কোটি ৮৮ লাখ এবং বৈদেশিক ঋণের ৩ হাজার ২২ কোটি ৪৩ লাখ টাকা। প্রস্তাবিত চতুর্থ সংশোধনী প্রস্তাবে নতুন করে ২ হাজার ৩২৯ কোটি ৩৩ লাখ ব্যয় বাড়িয়ে মোট ব্যয় প্রস্তাব করা হয়েছে ৬ হাজার ৫৯৭ কোটি ৬৬ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ২ হাজার ৯০০ কোটি এবং ৩ হাজার ৬৯৭ কোটি ৩৪ কোটি টাকা ব্যয় করা হবে।

ইআরডির সাবেক সিনিয়র সচিব কাজী শফিকুল আযম বুধবার বলেন, প্রকল্পটি সময়মতো বাস্তবায়ন হলে ভালো হতো। এখন এই ঋণ থাকায় একদিকে ঋণ পরিশোধ করতে বাধ্যবাধকতা আছে আবার সময়মতো বাস্তবায়ন না হওয়ায় প্রকল্প থেকেও সুফল মিলছে না। ফলে এই ঋণ এখন গলার কাঁটাই বলা যায়। যে উদ্দেশ্যে ঋণ নেওয়া হয়, সেটিই যদি প্রশ্নবিদ্ধ থাকে, তাহলে তো অনেক বড় সমস্যা। তবে উন্নয়ন সহযোগীদের সঙ্গে নেগোসিয়েশন করতে হবে। এমন প্রকল্প হাতে নেওয়ার জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৭ ডিসেম্বর এডিবির সঙ্গে ইআরডির ১৬ কোটি ডলারের ঋণ চুক্তি সই হয়। এছাড়া ২০১৩ সালের ২৭ জানুয়ারি সাড়ে ৪ কোটি ডলারের ঋণ চুক্তি করা হয়। ২০২২ সালের ১৪ নভেম্বর এডিবির সঙ্গে অতিরিক্ত ১০ কোটি ডলার ঋণ এবং ২০২৩ সালের ২২ জুন এএফডির সঙ্গে একটি ফ্রেমওয়ার্ক স্বাক্ষর করা হয়। এর আওতায় ১০ কোটি ইউরো ঋণ পাওয়া যায়। এডিবির ঋণের সুদ ২ শতাংশ, ম্যাচুরিটি প্রিমিয়াম শূন্য দশমিক ১০ শতাংশ এবং অব্যয়িত অর্থের ওপর শূন্য দশমিক ১৫ শতাংশ হারে কমিটমেন্ট চার্জ দেওয়ার শর্ত রয়েছে। এএফডির ঋণেও প্রায় একই শর্ত। এছাড়াও পাঁচ বছরের রেয়াতকালসহ ২৫ বছরে এ ঋণ পরিশোধ করার কথা। ইতোমধ্যে রেয়াতকালও শেষ হয়ে গেছে।

প্রকল্পসংশ্লিষ্টরা জানান, গত মে পর্যন্ত প্রকল্পের আওতায় খরচ হয়েছে ২ হাজার ৮১০ কোটি ৬২ লাখ টাকা। আর আর্থিক অগ্রগতি ৬৫ দশমিক ৮৫ শতাংশ। বাস্তব অগ্রগতি হয়েছে ৭৭ দশমিক ৪৭ শতাংশ। প্রকল্পটির চতুর্থ সংশোধনী প্রস্তাব সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে উপস্থাপন করা হলে তা অনুমোদন দেওয়া হয়নি। আরও ভালোভাবে খতিয়ে দেখতে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগকে (আইএমইডি) নির্দেশ দেওয়া হয়েছে।

আমার বার্তা/জেএইচ

বেরোবির সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহ গ্রেপ্তার

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (৭

১২ মাসে সরকারের ১২ সাফল্য তুলে ধরলেন প্রেস সচিব

আগামীকাল ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্ণ হতে চলেছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার

দেশে খাদ্যশস্য মজুদের তথ্য রয়েছে জানালো মন্ত্রণালয়

বর্তমানে দেশে চাল ও গম মিলিয়ে মোট ২১ লাখ ৩১ হাজার মেট্রিক টন খাদ্যশস্য মজুত

গ্রেপ্তার দেখানো হলো সুমাইয়া জাফরিনকে, চাওয়া হবে রিমান্ড

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে ভাটারা থানায়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ১২ প্রত্যাশা পূরণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার: রাশেদ খান

ঢাকাস্থ বুড়িচং-ব্রাহ্মণপাড়াবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০ বছরের সাজা থেকে জি কে শামীমকে হাইকোর্টের খালাস

মরদেহ পোড়ানোর মামলায় আসামিপক্ষের শুনানি ১৩ আগস্ট

বেরোবির সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহ গ্রেপ্তার

ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী আমলের কর্মকর্তাদের দায়িত্বে রাখা যাবে না: ফারুক

সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর শ্রমিকলীগ নেতার হামলা

যুক্তরাষ্ট্রের বাজারে আজ থেকে নতুন হারে শুল্ক দিতে হবে বাংলাদেশকে

আটাবে প্রশাসক নিয়োগে সদস্যদের তীব্র প্রতিবাদ ও মানববন্ধন

১২ মাসে সরকারের ১২ সাফল্য তুলে ধরলেন প্রেস সচিব

জামায়াত শত বছর চেষ্টা করেও রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না: হাবিব

ভারতের দুশ্চিন্তা বাড়িয়ে ফের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি : ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

হাবিবুরসহ ৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

পাকিস্তানে বিদ্রোহীদের হামলায় মেজরসহ ৩ সেনা নিহত

দেশে খাদ্যশস্য মজুদের তথ্য রয়েছে জানালো মন্ত্রণালয়

‘জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে ভারত’

আট দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলে জ্বলছে ফ্রান্স

বোস্টনে চবি অ্যালামনাই ইউএসএর কনভেনশন অনুষ্ঠিত

গ্রেপ্তার দেখানো হলো সুমাইয়া জাফরিনকে, চাওয়া হবে রিমান্ড