ঢাকাস্থ বুড়িচং-ব্রাহ্মণপাড়াবাসীদের নিয়ে বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ আগষ্ট) সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার চেয়ারম্যান বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ড. মোবারক হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন। মদিনাতুল উলুম কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আবুল কালাম আযাদ বাশার , শায়েখ জামাল উদ্দিন প্রমুখ ।
এসময় প্রধান অতিথির বক্তব্য মাওলানা এ টি এম মাসুম বলেন “গত ১৭ বছর আওয়ামী জাহেলিয়াতের মধ্যে ছিলাম। আওয়ামী দুঃশাসন আয়েমি জাহেলিয়াতকেও হার মানিয়েছে। আল্লাহ তাআ’লা মজলুমদের ডাক শুনেছেন, যার কারনে ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে আমাদের জালিমদের হাত থেকে মুক্তি দেয় ”
তিনি আরো বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি ছিলো আমাদের। এর জন্য প্রয়োজনীয় সংস্থারের দাবিও ছিলো। কিছু বিষয়ে সরকার ভূমিকা পালন করেছে। আমরা আশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার জনগণের দাবিকে সম্মান করে সংস্কারের পর একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে। কিন্তু প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্রে সংস্কার বিষয়ক কিছুই উল্লেখ করেননি। গত ১৬ বছরে গুম খুন, আয়নাঘরের বিষয়ে কিছুই উল্লেখ করেননি।
রমজানের আগে নির্বাচন আমীরে জামায়াতের দাবী ছিলো। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করায় স্বাগত জানাই। কিন্তু নির্বাচনের জন্য যে লেভেল প্লেয়িং ফিল্ড দরকার তা পরিলক্ষিত হচ্ছে না। সরকারকে আশ্বস্ত করতে হবে জনগণের প্রত্যাশা করেই ফেব্রুয়ারীতে নির্বাচন আয়োজন করবে।
সভাপতির বক্তব্যে জামায়ত মনোনীত এমপি প্রার্থী ড. মোবারক হোসাইন বলেন, “বুড়িচং ব্রাহ্মণপাড়াকে উন্নয়নের রুল মডেল হিসেবে গড়ে তুলতে চাই। তিনি বলেন, নির্বাচিত হলে তরুণদের কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, অবকাঠামোগত উন্নয়নে সচেষ্ট ভূমিকা পালন করবো”।
এসময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আব্দুল হান্নান, তামিরুল মিল্লাত মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হিফজুর রহমান, অধ্যক্ষ আব্দুল হান্নান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুমিল্লা উত্তর জেলা সভাপতি গিয়াসউদ্দিন, বুড়িচং উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, মেজর (অব) মোস্তফা কামাল, অধ্যাপক হুমায়ুন কবির, বুড়িচং উপজেলা আমীর আব্দুল হাকিম, বুড়িচংয়ের সাবেক আমীর মফিজুল ইসলাম, মাওলানা আবুল হোসেন, অধ্যক্ষ আবু তাহের, ব্রাহ্মণপাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, মুমিনুল ইসলাম, ডাঃ নজরুল ইসলাম প্রমুখ।