রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে ককটেল ও বিপুল দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সক্রিয় ৪ সদস্য গ্রেপ্তার হয়েছে।
বুধবার (৬ আগস্ট) দিবাগত রাত ৪টার দিকে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- মো. হৃদয় (২৬), মো. নয়ন (২০), মো. মেহেদী হোসেন (২১) ও মো. আল-আমিন (২১)
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কিছুদিন আগে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় একটি গ্যাং অস্ত্র হাতে শোডাউন করে এবং চাঁদা না পেয়ে এক ব্যক্তিকে কুপিয়ে আহত করে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নজরদারি শুরু করে সেনা গোয়েন্দা ইউনিট।
গোপন তথ্য ও প্রযুক্তি সহায়তায় সন্ত্রাসী নয়নের অবস্থান নিশ্চিত করে সেনাবাহিনী। প্রথমে তাকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্য অনুযায়ী আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে দুটি ককটেল, সামুরাই, চাপাতি, ছুরি ও অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এলাকায় চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও দাপট দেখানোর জন্য এসব অস্ত্র ব্যবহার করার কথা স্বীকার করেছে।
সেনাবাহিনী জানায়, আইনশৃঙ্খলা রক্ষায় এরকম অভিযান নিয়মিত চলবে। গ্রেপ্তারকৃতদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।
আমার বার্তা/জেএইচ