
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে ফয়সাল নামে এক শ্যুটার জড়িত বলে অনুমান করা হচ্ছে। সম্প্রতি তার দুটি ভিডিও বার্তা ছড়িয়েছে। সেই ভিডিও দুটিতে ফয়সাল নিজেকে নির্দোষ দাবি করেছেন। ভিডিও বার্তা দুটি পুলিশ পেয়েছে এবং সেগুলো যাচাইবাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে ক্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অসামি ফয়সালের ভিডিও বার্তা নিয়ে প্রশ্ন করা হলে ডিএমপি কমিশনার বলেন, হাদির বিষয়ে যে প্রশ্ন করা হয়েছে নো-কমেন্ট। ভিডিওটা আমরা পাইছি পরীক্ষা-নিরীক্ষা করতেছি। পরীক্ষা-নিরীক্ষা শেষে বক্তব্য দেব।
আগামী ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে পুলিশ ডিপার্টমেন্টে ব্যাপক রদবদল করা হয়েছে লটারির মাধ্যমে।
নির্বাচন উপলক্ষে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, যাচাই করার পরে এসবি যখন বলে যে ইয়েস এক্স, ওয়াই, জেড এর জীবনের নিরাপত্তার ঝুঁকি আছে তখন এসবি অথবা আমি গানম্যান দিচ্ছি। তবে বেশ কয়েকজনকে গানম্যান দেওয়া হয়েছে এবং বিশেষ করে নির্বাচন কমিশনারদের নিরাপত্তা বাড়ানো হয়েছে। আগামীতেও যদি কেউ ক্যান্ডিডেট বা ওরকম কোনো ব্যক্তি যদি জীবনের নিরাপত্তা বা ঝুঁকির কথা আমাদেরকে বলে আমরা যাচাই করে দেখে গানম্যান দিতে প্রস্তুত আছি।
যে ভোগান্তি সৃষ্টি করা হয়েছে তা অতীতের তুলনায় রেকর্ড বিষয়টি তুলে ধরে তিনি বলেন, শত শত ক্রাউড কন্ট্রোল, নানা গোষ্ঠী, বিভিন্ন মহলের দাবি-দাওয়া নিয়ে রাস্তায় বের হওয়া, রাস্তায় ব্লক সৃষ্টি করা, ঘণ্টার পর ঘণ্টা ঢাকাবাসীর রাস্তার মধ্যে বসে থাকা খুবই দুঃখজনক। যে মানুষটি অসুস্থ হাসপাতালে কিংবা ইমারজেন্সিতে যেতে চায়, যে মা-বোনের ডেলিভারি কেস তাকে অ্যাম্বুলেন্সের মধ্যে কষ্ট পেতে হয়। কিন্তু আমি বহুবার মিডিয়া সেন্টারে রিকোয়েস্ট করার পরেও অনুরোধ কেউ শোনেনি। শহরবাসীর ব্যাপক দুর্ভোগ কমাতে আমাদের এই ধরনের কালচার প্র্যাকটিস থেকে বের হয়ে আসা খুবই জরুরি।
কমিশনার বলেন, জানুয়ারি মাসের ২১ বা ২২ তারিখের থেকে সম্ভবত ক্যাম্পেইন শুরু হবে। তখনই সবচেয়ে বড় জটিলতা হওয়ার কথা। একপক্ষ আরেক পক্ষকে দোষারোপ করবে, এটা সেটা অভিযোগ আসবে। আপনারাও খেয়াল রাখবেন; আমরা নিরপেক্ষতার সঙ্গে কাজ করতে চাই। নির্বাচনই এখন আমাদের মুখ্য বিষয়। জাস্ট বর্তমান প্রেক্ষাপটে ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি বিশেষ করে অপরাধ মোটামুটি নিয়ন্ত্রণে আছে। ছিনতাই খুব কম। সবদিক দিয়ে খুব কম অপরাধ। তো আগামীতে যাতে এটা আমরা ধরে রাখতে পারি সেজন্য সবাই দোয়া করবেন।
আমার বার্তা/এমই

