
খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক এমদাদুল হক মিলন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ। সংগঠনটি বলেছে, এই নৃশংস হত্যাকাণ্ড স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত।
গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে খুলনা নগরীর আড়ংঘাটা থানাধীন শলুয়া বাজার এলাকায় সন্ত্রাসীরা অতর্কিত গুলি চালায়। এতে খুলনার বর্তমান সময় ডট কম-এর সাংবাদিক ও শলুয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
এই হত্যাকাণ্ডের পেছনের কারণ ও জড়িতদের বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি, যা অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছে সংগঠনটি। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত খুনিদের চিহ্নিত করে গ্রেপ্তারের জোর দাবি জানিয়েছে।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর নেতৃবৃন্দ এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খুনিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে সংগঠনের মনিটরিং সেলের প্রধান মোহাম্মদ আলী আবিরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নিহত সাংবাদিকের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে তার নিজ বাড়িতে যাবেন। এ সময় খুলনা অঞ্চলের শতাধিক সাংবাদিক সেখানে উপস্থিত থাকবেন।
সংগঠনের চেয়ারম্যান ও দৈনিক প্রতিদিনের কাগজ-এর সম্পাদক মোঃ খায়রুল আলম রফিকের নেতৃত্বে এ হত্যাকাণ্ডের প্রতিবাদে কঠোর কর্মসূচি ঘোষণা করা হয়েছে। নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার করা না হলে সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
বিবৃতিতে নিহত সাংবাদিক এমদাদুল হক মিলনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রের প্রতি কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের জোর আহ্বান জানানো হয়।
আমার বার্তা/জেএইচ

