ই-পেপার বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

জুলাই সনদ ও গণভোট নিয়ে সরকারের সিদ্ধান্ত আসতে পারে আজ

আমার বার্তা অনলাইন
১৩ নভেম্বর ২০২৫, ১০:২৭

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জুলাই সনদ ও গণভোট নিয়ে সিদ্ধান্ত নিতে পারে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ জানিয়েছেন, দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সমাধান আসতে পারে।

এর আগে ১১ নভেম্বর জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছিলেন, রাজনৈতিক দলগুলোর অবস্থান জানার অপেক্ষায় আছে সরকার। তবে দলগুলো সিদ্ধান্ত না দিলে ১৩ নভেম্বর সরকার নিজেই সিদ্ধান্ত নেবে।

দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দীর্ঘ আলোচনার পরও জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে কোনো সমঝোতা হয়নি। বিএনপি অভিযোগ করেছে, নোট অব ডিসেন্ট বাদ দেওয়াসহ বিভিন্ন সুপারিশে প্রতারণা করা হয়েছে। অন্যদিকে গণভোট ও পিআর-সংক্রান্ত অনিশ্চয়তায় আন্দোলনের পথে গেছে জামায়াতে ইসলামী ও তাদের মিত্ররা।

এনসিপি জানিয়েছে, জুলাই সনদে সইয়ের আগে এর আইনি ভিত্তি ও প্রধান উপদেষ্টার স্বাক্ষরের নিশ্চয়তা থাকতে হবে। তারা আরও বলেছে, রাষ্ট্রপতির পক্ষে এ সনদ জারি করার রাজনৈতিক, আইনি বা নৈতিক ভিত্তি নেই। একই সঙ্গে গণভোট বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে দলটি।

বাম গণতান্ত্রিক জোট সনদে সই করতে অস্বীকৃতি জানিয়ে বলেছে, এতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস উপেক্ষা করা হয়েছে এবং রাষ্ট্রীয় চার মূলনীতি বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে, যা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। জোটের সমন্বয়ক বজলুর রশিদ ফিরোজ বলেন, “জুলাই সনদে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট যথাযথভাবে উপস্থাপিত হয়নি; এটি মূলত মুক্তিযুদ্ধের অর্জনকে খাটো করার প্রচেষ্টা।”

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, দলগুলোর ‘নোট অব ডিসেন্ট’ রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে। সরকার আশা করছে, সব দলকে আস্থায় রেখে জুলাই সনদের বাস্তবায়ন সম্ভব হবে।

ফয়েজ আহম্মদ বলেন, “৪৮টি প্রস্তাবের মধ্যে প্রায় ১৫টি গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য রয়েছে। এই বিষয়গুলোই রাজনৈতিক জটিলতা তৈরি করেছে। তবু উপদেষ্টা পরিষদ আত্মবিশ্বাসী যে দলগুলোকে সঙ্গে নিয়েই একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাবে।”

আমার বার্তা/জেএইচ

শিশুদের প্রযুক্তি, খেলাধুলা ও উদ্যোক্তা প্রতিযোগিতায় আনতে হবে

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, শিশুদের রচনা, প্রযুক্তি, খেলাধুলা ও উদ্যোক্তা প্রতিযোগিতায় আনতে হবে।

বিটিভি যেন কোনো রাজনৈতিক শক্তির স্বার্থের হাতিয়ার না হয়ে ওঠে: মাহফুজ

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, প্রাতিষ্ঠানিক সংস্কারের ধারাবাহিকতায় বিটিভিকে স্বায়ত্তশাসিত করা হচ্ছে।

নির্বাচনে সহযোগিতা ছাড়া কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হতে পারে

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বৃহস্পতিবার বলেছেন, রাজনৈতিক দলগুলো নির্বাচন প্রক্রিয়ায়

ঢাকা ও অন্যান্য জেলায় আরও ৫টি যানবাহনে আগুন

পলাতক আওয়ামী লীগ ও শেখ হাসিনা সারাদেশে আবারও নতুন করে আগুন সন্ত্রাস শুরু করেছে। ঢাকা,
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু সংকট এখন স্বাস্থ্য সংকট: ডব্লিউএইচও'র সতর্কবার্তা

শিশুদের প্রযুক্তি, খেলাধুলা ও উদ্যোক্তা প্রতিযোগিতায় আনতে হবে

শেখ হাসিনার মামলা: রায় শোনার অপেক্ষায় দেশি-বিদেশি গণমাধ্যমকর্মীরা

বিটিভি যেন কোনো রাজনৈতিক শক্তির স্বার্থের হাতিয়ার না হয়ে ওঠে: মাহফুজ

নির্বাচনে সহযোগিতা ছাড়া কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হতে পারে

ঢাকা ও অন্যান্য জেলায় আরও ৫টি যানবাহনে আগুন

রাজধানীজুড়ে কড়া নিরাপত্তা, মোড়ে মোড়ে চেকপোস্ট ও টহল

মাদারীপুরে চিনিবোঝাই ট্রাকে আগুন, পুলিশের গাড়ি ভাঙচুর

আওয়ামী লীগ চিহ্নিত করতে রাশেদ খানের ৮ পরামর্শ

ফুটবল-ক্রিকেটসহ পাঁচ খেলায় আজ বাংলাদেশের ব্যস্ততম দিন

তরুণদের সচেতনায় ভোলায় কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কর্মসূচি

জুলাই সনদ ও গণভোট নিয়ে সরকারের সিদ্ধান্ত আসতে পারে আজ

শেখ হাসিনার রায়কে ঘিরে ট্রাইব্যুনালে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা

১৩ নভেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

হাসিনার গণমাধ্যমে প্রবেশাধিকার নিয়ে ভারতীয় রাষ্ট্রদূত তলব

এরাসমাস বৃত্তিতে আরও শিক্ষার্থী পাঠাতে উদ্যোগ নেওয়ার আহ্বান ইউজিসির

শক্তিশালী সিন্ডিকেটের নেতৃত্বে ডিজিএম হেলাল উদ্দিন

হুমকি-ধমকি না দিয়ে চলুন জনগণের মুখোমুখি হই: তারেক রহমান

এবার রাজধানীর ধোলাইপাড়ে বাসে আগুন