ই-পেপার বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

বিটিভি যেন কোনো রাজনৈতিক শক্তির স্বার্থের হাতিয়ার না হয়ে ওঠে: মাহফুজ

আমার বার্তা অনলাইন
১৩ নভেম্বর ২০২৫, ১১:৩৭

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, প্রাতিষ্ঠানিক সংস্কারের ধারাবাহিকতায় বিটিভিকে স্বায়ত্তশাসিত করা হচ্ছে। বিটিভি যাতে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং মানুষের প্রতিনিধিত্ব করতে পারে, সেজন্য বিটিভিকে নতুন করে গড়ে তোলা হচ্ছে। বিটিভি যাতে কোনো দলের বা কোনো রাজনৈতিক শক্তির স্বার্থের হাতিয়ার না হয়ে ওঠে, সে দিকেও নজর রাখা হচ্ছে।

তিনি বলেন, বিটিভিতে নতুন করে আরও রিয়েলিটি শো এবং প্রতিযোগীদের নিয়ে নতুন কিছু অনুষ্ঠান আমরা চালু করে দিয়ে যাব। পরবর্তীতে এগুলো অব্যাহত থাকবে। এখন থেকে বিটিভি হবে সবার- সব দলের এবং সব মানুষের।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে বাংলাদেশ টেলিভিশনের ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশে নতুন কুঁড়ির যাত্রা শুরু হয়েছে। আজকের এই আয়োজন শুধু একটি সাংস্কৃতিক প্রতিযোগিতা নয়, বরং এটি তরুণ প্রজন্মের জন্য নতুন বাংলাদেশের একটি নতুন দিগন্ত। জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশের তরুণদের স্বপ্ন, সৃজনশীলতা এবং প্রতিভাকে সামনে আনার জন্য নতুন করে এক অসাধারণ প্ল্যাটফর্ম গড়ে তোলা হয়েছে। সারাদেশ থেকে নতুন কুঁড়িদের স্বচ্ছ ও ন্যায়সঙ্গত প্রক্রিয়ায় বাছাই করা হয়েছে। ধর্ম, বর্ণ, অঞ্চল বা অর্থনৈতিক অবস্থান নির্বিশেষে এই শিশু-কিশোর তরুণরাই নতুন বাংলাদেশের পতাকা বহন করবে। নিজেদের প্রতিভা ও পরিশ্রম দিয়ে আমাদের সংস্কৃতি, সমাজ ও সভ্যতাকে এগিয়ে নিয়ে যাবে। জুলাইয়ের শহীদ ও আহতদের কাঙ্ক্ষিত সেই বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক এবং সবার বাংলাদেশ গড়ে তুলবে।

মাহফুজ আলম বলেন, গত ১৫ বছর ধরে বাংলাদেশকে একটি ভাষা, এক সংস্কৃতি এবং এক ঐতিহ্যের গণ্ডিতে সীমাবদ্ধ করা হয়েছে। অথচ বাংলাদেশ বহু সংস্কৃতি, বহু ঐতিহ্য এবং বহু ভাষার দেশ। দীর্ঘদিন ধরে এই বৈচিত্র্যের পূর্ণ সৌন্দর্য আমরা উপভোগ করতে পারিনি, উপলব্ধি করতে পারিনি। অনেক প্রান্তিক জনগোষ্ঠী, যাদের প্রান্তিক করা হয়েছে, তাদেরকে সাংস্কৃতিক পরিসর থেকে বাদ দেওয়া হয়েছে। যার কারণে সাংস্কৃতিক অঙ্গনে এক ধরনের ফ্যাসিবাদ গেঁড়ে বসেছিল।

তিনি বলেন, আমরা চাই এখন থেকে আমাদের সাংস্কৃতিক কাঠামোতে সবাই জায়গা করে নিক। জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের সংস্কৃতি হবে শক্তি। অন্তর্ভুক্তি, বৈচিত্র্য ও মানবতার মিলনই হবে আমাদের সভ্যতা। এই বাংলার অববাহিকায় যে বৈচিত্র্যময় সাংস্কৃতিক সম্পদ আছে, যেই মিলনবিন্দুর কারণে বাংলাদেশ অনন্য, সেই অনন্যতার অনুসরণে প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা এখন একটি নতুন বাংলাদেশের যাত্রায় আছি।

২০২৫ সালের প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের বিভিন্ন প্রান্তিক অঞ্চল থেকে ধারাবাহিকভাবে যারা আজ এই মঞ্চে এসে পৌঁছেছেন, সবাইকে অভিনন্দন জানাই। নতুন কুঁড়িদের প্রতিভা, নিষ্ঠা ও উদ্ভাবনী শক্তি আমাদের সবাইকে অনুপ্রাণিত করে। গত দুই-তিন সপ্তাহ জুড়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষ নতুনভাবে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে আবিষ্কার করতে পেরেছে। আমরা আশা করি, তোমরা তোমাদের সৃজনশীল যাত্রা অব্যাহত রাখবে, নতুন উচ্চতায় পৌঁছাবে এবং দেশের গৌরব বৃদ্ধি করবে। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা আজ যেখানে এসে পৌঁছেছি, সেই যাত্রা যেন অব্যাহত থাকে- নতুন বাংলাদেশের যাত্রা যেন অব্যাহত থাকে, সেই কামনা করি।

আমার বার্তা/জেএইচ

দেশের নিরাপত্তা ও উন্নয়নের পরিপূরক শক্তি বাংলাদেশ আনসার ও ভিডিপি: মহাপরিচালক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আনসার ক্যাম্পে আজ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর

শিশুদের প্রযুক্তি, খেলাধুলা ও উদ্যোক্তা প্রতিযোগিতায় আনতে হবে

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, শিশুদের রচনা, প্রযুক্তি, খেলাধুলা ও উদ্যোক্তা প্রতিযোগিতায় আনতে হবে।

নির্বাচনে সহযোগিতা ছাড়া কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হতে পারে

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বৃহস্পতিবার বলেছেন, রাজনৈতিক দলগুলো নির্বাচন প্রক্রিয়ায়

ঢাকা ও অন্যান্য জেলায় আরও ৫টি যানবাহনে আগুন

পলাতক আওয়ামী লীগ ও শেখ হাসিনা সারাদেশে আবারও নতুন করে আগুন সন্ত্রাস শুরু করেছে। ঢাকা,
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নিরাপত্তা ও উন্নয়নের পরিপূরক শক্তি বাংলাদেশ আনসার ও ভিডিপি: মহাপরিচালক

যাত্রাবাড়ীতে চোর সন্দেহে মারধরের শিকার কিশোর মারা গেছে

মিরপুরে ককটেলসহ আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার

গাজীপুরে বোমা তৈরির সরঞ্জামসহ আ.লীগের ৩ নেতা আটক

সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ঐতিহাসিক বৈঠক ও মজার মুহূর্ত

জাজিরার নাওডোবায় পুলিশের গাড়িতে হামলা, আটক ৩

লকডাউনেও অফিস-পাড়া ও ব্যাংকে স্বাভাবিক লেনদেন

শেখ হাসিনার সর্বোচ্চ সাজার প্রত্যাশা চিফ প্রসিকিউটর তাজুলের

জিয়াউর রহমান হত্যায় হাসিনা-এরশাদ জড়িত: কর্নেল অলি

অগ্নি-ককটেল সন্ত্রাস কারা করে, জানালেন সোহেল তাজ

মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর

জলবায়ু সংকট এখন স্বাস্থ্য সংকট: ডব্লিউএইচও'র সতর্কবার্তা

শিশুদের প্রযুক্তি, খেলাধুলা ও উদ্যোক্তা প্রতিযোগিতায় আনতে হবে

শেখ হাসিনার মামলা: রায় শোনার অপেক্ষায় দেশি-বিদেশি গণমাধ্যমকর্মীরা

বিটিভি যেন কোনো রাজনৈতিক শক্তির স্বার্থের হাতিয়ার না হয়ে ওঠে: মাহফুজ

নির্বাচনে সহযোগিতা ছাড়া কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হতে পারে

ঢাকা ও অন্যান্য জেলায় আরও ৫টি যানবাহনে আগুন

রাজধানীজুড়ে কড়া নিরাপত্তা, মোড়ে মোড়ে চেকপোস্ট ও টহল

মাদারীপুরে চিনিবোঝাই ট্রাকে আগুন, পুলিশের গাড়ি ভাঙচুর

আওয়ামী লীগ চিহ্নিত করতে রাশেদ খানের ৮ পরামর্শ