ই-পেপার মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

সার্ক কৃষি কেন্দ্রের ১৭তম গভার্নিং বোর্ড সভা শুরু

আমার বার্তা অনলাইন:
১৩ অক্টোবর ২০২৫, ১৬:৪৭

সার্ক কৃষি কেন্দ্রের ১৭তম গভার্নিং বোর্ড সভা আজ সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হয়েছে। দুই দিনব্যাপী এই সভায় সার্কভুক্ত দেশগুলোর উচ্চ পর্যায়ের নীতিনির্ধারক, কৃষি গবেষক এবং প্রতিনিধিরা অংশ নিচ্ছেন, যার মূল লক্ষ্য হলো কৃষি গবেষণা ও উন্নয়ন খাতে আঞ্চলিক সহযোগিতা জোরদার করা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. নাজমুন নাহার করিম, সার্ক সচিবালয় (কাঠমাণ্ডু) থেকে আগত পরিচালক (এআরডি এবং এসডিএফ) তানভীর আহমেদ তরফদার (তিনি সার্ক মহাসচিব মো. গোলাম সারওয়ারের প্রতিনিধিত্ব করেন), বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব (সার্ক ও বিমসটেক) আব্দুল মোতালেব সরকার, সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো. হারুনূর রশীদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ শ্রীলঙ্কা, মালদ্বীপ ও পাকিস্তানের হাইকমিশনার, ভারত ও নেপালের দূতাবাসের প্রতিনিধি, জাতীয় কৃষি গবেষণা প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ এবং দেশি-বিদেশি কৃষি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।

সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো. হারুনূর রশীদ তাঁর স্বাগত বক্তব্যে বলেন, “দক্ষিণ এশিয়ার কৃষিতে টেকসই চর্চা, খাদ্য নিরাপত্তা এবং আঞ্চলিক জ্ঞান বিনিময়ে সার্ক কৃষি কেন্দ্র নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জলবায়ু পরিবর্তন ও নানা চ্যালেঞ্জের মুখে কৃষিখাতকে টেকসই ও উদ্ভাবনী পথে এগিয়ে নিতে সার্ক কৃষি কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”

সভায় মালদ্বীপের কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পরিচালক এবং সার্ক কৃষি কেন্দ্রের ১৬তম গভার্নিং বোর্ডের চেয়ারপার্সন আলী আমীর ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, “আঞ্চলিক সংহতি ও সহযোগিতাই দক্ষিণ এশিয়ার কৃষিক্ষেত্রে অগ্রগতির চাবিকাঠি। সার্ক কৃষি কেন্দ্র যেভাবে টেকসই কৃষিচর্চা ও প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে কাজ করছে, তা প্রশংসনীয়। এখন প্রয়োজন গবেষণা, তথ্য ভাগাভাগি এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা।”

সাবেক পররাষ্ট্র সচিব (সার্ক ও বিমসটেক) আব্দুল মোতালেব সরকার বলেন, “সার্ক কৃষি কেন্দ্র যেভাবে আঞ্চলিক গবেষণা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে সহযোগিতা তৈরি করছে, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। দক্ষিণ এশিয়ার কৃষির ভবিষ্যৎ নির্ভর করছে আমাদের সম্মিলিত উদ্যোগের ওপর।”

সার্ক সচিবালয়ের পরিচালক (এআরডি এবং এসডিএফ) তানভীর আহমেদ তরফদার বলেন, “দক্ষিণ এশিয়ার কৃষিই আমাদের অর্থনীতির মেরুদণ্ড। কিন্তু শহরায়ন, পুষ্টি ঘাটতি, খাদ্য নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তন আমাদের বড় চ্যালেঞ্জ। এই প্রেক্ষাপটে সার্ক কৃষি কেন্দ্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেকসই উন্নয়ন ও কৃষি জ্ঞান ছড়িয়ে দিতে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গভার্নিং বোর্ডের এই ১৭তম সভা আঞ্চলিক ঐক্য ও সহযোগিতার প্রতীক।”

কারিগরি অধিবেশনে গভার্নিং বোর্ডের চেয়ারপার্সন পদ মালদ্বীপের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে নেপালের হাতে হস্তান্তর করা হয়। নতুন চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নেপালের কৃষি ও পশুপালন উন্নয়ন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাবনাম শিবাকোটি। সভায় বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার প্রতিনিধিরা সরাসরি উপস্থিত ছিলেন এবং ভারত, ভুটান, মালদ্বীপ ও পাকিস্তানের সদস্যরা ভার্চুয়ালি যুক্ত হন। দুই দিনব্যাপী এই সভায় সার্কের সদস্য দেশগুলো কৃষি উন্নয়ন বিষয়ক অগ্রগতি পর্যালোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং টেকসই কৃষির কৌশল গ্রহণ করবে।

আমার বার্তা/এমই

পরিবেশ উপদেষ্টার সঙ্গে এডিবির উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠক

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আজ বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন

অপরিচিত কাউকে আশ্রয় দেবেন না, যানবাহন ভাড়া দেওয়ার আগে যাচাই করুন

ঢাকা নগরবাসীকে অনুরোধ জানিয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, অপরিচিত কাউকে আশ্রয় দেবেন

আর্মি সার্ভিস কোরের সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার

জাতীয় রূপান্তরে বিএনসিসিকে সম্প্রসারণ ও শক্তিশালী করার আহ্বান

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের তরুণদের নেতৃত্ব, শৃঙ্খলা ও জাতীয় উন্নয়নে সম্পৃক্ত করার দীর্ঘমেয়াদী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবেশ উপদেষ্টার সঙ্গে এডিবির উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠক

অপরিচিত কাউকে আশ্রয় দেবেন না, যানবাহন ভাড়া দেওয়ার আগে যাচাই করুন

১৩ নভেম্বর কোনো বাকশালপন্থিকে রাজপথে নামতে দেবো না: মামুনুল

আর্মি সার্ভিস কোরের সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

বাংলাদেশের তৈরি ফ্যাশনেবল পোশাকের আমদানি বাড়াবে জাপান

দিল্লির ষড়যন্ত্রে ১৩ তারিখ আওয়ামী লীগ নাশকতার পরিকল্পনা করছে

জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না: শফিকুর রহমান

আ.লীগকে আর এদেশের মানুষ ক্ষমা করবে না: মির্জা ফখরুল

জাতীয় রূপান্তরে বিএনসিসিকে সম্প্রসারণ ও শক্তিশালী করার আহ্বান

সংবিধান অনুযায়ী গণভোট না হলে ২৯ সালে সংসদ নির্বাচন: আযাদ

ইসলামাবাদে আদালতের বাইরে বিস্ফোরণে ১২ জন নিহত

বকেয়া পরিশোধের আশ্বাসে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখল আদানি

মোহাম্মদপুর থানা ছাত্রদল নেতার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি কিছুদিনের জন্য বন্ধ থাকবে

নির্বাচন পেছালে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে: মির্জা ফখরুল

বিপিএলের নিলামে কেমন হচ্ছে দেশি-বিদেশি ক্রিকেটারদের মূল্য

আলোচনার পথ সরকারই বন্ধ করেছে, গণভোটের লড়াই অবশ্যম্ভাবী

চবিতে নারী শিক্ষার্থীদের জন্য আলাদা বগির দাবিতে গণস্বাক্ষর

সশস্ত্র বাহিনীর বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল আরও সাড়ে তিন মাস

সংসদ নির্বাচন পেছালে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে