
ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ বলেছেন, বিচার বিভাগের সংস্কার ও অগ্রযাত্রায় সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য।
রোববার (৪ জানুয়ারি) আপিল বিভাগের এজলাসে নব নিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেওয়া সংবর্ধনায় তিনি এ কথা বলেন। অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ এ সংবর্ধনা দেওয়া হয়।
ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল বলেন, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের প্রক্রিয়ায় সাংবাদিকদের অবদান অনবদ্য। সাংবাদিকদের এজন্য রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। আদালতের গুরুত্বপূর্ণ সংবাদসমূহ তাদের মাধ্যমেই জাতি জানতে পারে। এজন্য আপনার মাধ্যমে সাংবাদিক বন্ধুদের আরও বেশি দায়িত্বশীলতার সঙ্গে পেশাগত কাজ করার আহ্বান জানাতে চাই। কোনো সংবাদের কারণে যেন অপ্রত্যাশিতভাবে কোনো ঘটনা বা কোনো ব্যক্তি ‘মিডিয়া ট্রায়ালে’র নির্মম শিকারে পরিণত না হয় সে ব্যাপারে সচেতন থাকা জরুরি বটে। একইভাবে আদালতের সব বক্তব্য বা আইনজীবীর সব সাবমিশন সংবাদের বিষয় নয়, সে বিষয়েও সজাগ দৃষ্টি রেখে সংবাদ তৈরি করা দরকার।
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেওয়া আজকের সংবর্ধনা অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, সিনিয়র আইনজীবী, সাংবাদিক ও সুপ্রিম কোর্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমার বার্তা/এমই

