ই-পেপার শনিবার, ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

দুর্নীতির মামলায় খালাস পেলেন বিএনপি নেতা এ্যানি

আমার বার্তা অনলাইন
২৩ জুলাই ২০২৫, ১২:২১

সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

বুধবার (২৩ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়েছে, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে।

এদিম তার উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন। এসময় তার আইনজীবী মহিউদ্দিন চৌধুরী, জামাল হোসেন, তানজীম চৌধুরী ও খায়রুল ইসলাম লিটন উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৬ জুলাই এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য ২৩ জুলাই দিন ধার্য করেন আদালত।

মামলার সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৯ অক্টোবর শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বিরুদ্ধে মামলা করে দুদক। রাজধানীর রমনা থানায় দুদকের উপ-পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ১৩ লাখ ১৩ হাজার ৯৪০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এছাড়া দুদকের অনুসন্ধানে তার বিরুদ্ধে মোট ১ কোটি ৪০ লাখ ৪২ হাজার ৬৭০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণের দাবি করা হয়। তথ্য গোপনের অভিযোগে দায়ের হওয়া মামলার এজাহারে বলা হয়, জমি ক্রয়ে রেজিস্ট্রেশন ফি বাবদ ৩ লাখ ১৩ হাজার ৯৪০ টাকা এবং লক্ষ্মীপুরের কুশখালীতে তার নামে স্কুলে অনুদান বাবদ ১০ লাখ টাকা অর্থাৎ মোট ১৩ লাখ ১৩ হাজার ৯৪০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন তিনি।

অন্যদিকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলার নথি থেকে জানা যায়, এ্যানির দেওয়া তথ্য অনুসারে স্থাবর-অস্থাবর ও অপ্রদর্শিত সম্পদ মিলিয়ে মোট ৩ কোটি ৭৫ লাখ ৩৫ হাজার ২৬৬ টাকার সম্পদের মালিকানা অর্জন করেছেন। যার মধ্যে দায় হিসেবে ৫০ লাখ টাকা দেখিয়েছেন। অর্থাৎ দায় বাদ দিলে তার নিট সম্পদের পরিমাণ হয় ৩ কোটি ২৫ লাখ ৩৪ হাজার ২৫৭ টাকা। যেখানে ২০১৩ সালের ৩০ জুন দেয়া সম্পদ বিবরণী অনুসারে তার ১ কোটি ৭৬ লাখ ৯১ হাজার ৫৮৭ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে।

মামলায় অভিযোগপত্র দাখিলের পর ২০১৬ সালের ২৪ মে ঢাকার বিশেষ জজ আদালত এ মামলায় এ্যানির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। ২০১৬ সালের ১ সেপ্টেম্বর শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির আবেদনে হাই কোর্ট মামলার কার্যক্রম স্থগিত করার পাশাপাশি কেন মামলাটি বাতিল করা হবে না, তা জানতে রুল জারি করেছিল। পরে ২০১৯ সালের ১৪ মে বিচারিক আদালতে চলা মামলাটির উপর স্থগিতাদেশ তুলে নিয়ে ছয় মাসের মধ্যে মামলাটি শেষ করতে নির্দেশ দেন হাইকোর্ট। এ মামলার বিচার চলাকালীন ১২ সাক্ষীর মধ্যে নয়জন আদালতে সাক্ষ্য দেন।

আমার বার্তা/জেএইচ

আইন মন্ত্রণালয়ের এক বছরের কাজের কার্যক্রম তুলে ধরলেন আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের গত একবছরে বিভিন্ন ধরনের কার্যক্রম তুলে ধরেছেন

একসঙ্গে জুলাই সনদ নিয়ে যা বললেন বিএনপি-জামায়াতের আইনজীবী

একসঙ্গে দাঁড়িয়ে জুলাই সনদ ঘোষণার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর দুই শীর্ষ আইনজীবী।

শেখ হাসিনা-জয়সহ পুতুলের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ

রাজনৈতিক সিদ্ধান্তে হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইড

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের দেওয়া এক জবানবন্দিতে বলেছেন,  জুলাই গণ-অভ্যুত্থানে হেলিকপ্টার থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাইকিং করেও ভবন থেকে নামানো যাচ্ছে না দোকানদারদের

টাঙ্গাইলে পাঁচ লাখ টাকা চাঁদা চেয়ে ব্যবসায়ীকে চিঠি

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে চাকরির সুযোগ

আগষ্ট মাসের ১ম রবিবার জানা যাবে এলপিজির দাম বাড়বে নাকি কমবে

হাসপাতালে কাতরাচ্ছে বাসের রেডিয়েটর বিস্ফোরণে দগ্ধ শিশু

আফগানদের দ্রুত দেশে ফেরার নির্দেশ দিল পাকিস্তান

জাবির নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

পিকেএফ এএইচকেসির প্রতিষ্ঠাতা এম এ হালিম গজনবী মারা গেছেন

বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে একলাফে ২ শতাংশ

ভোলায় লঞ্চ যাত্রীকে জরুরি চিকিৎসা সহায়তা কোস্ট গার্ডের

রাশিয়ার কাছাকাছি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েন করলেন ট্রাম্প

গুলিস্তানে সুন্দরবন মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

নিজ ভূখণ্ড দিয়ে ইসরায়েলে অস্ত্র পরিবহনে নিষেধাজ্ঞা স্লোভেনিয়ার

কিয়েভে রাতভর হামলা রুশ বাহিনীর, নিহত ৩১

৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

মার্কিন শুল্ক কিছুটা কমলেও বাংলাদেশের লাভ নিয়ে সঙ্কা

৫ আগস্টের মধ্যে ঘোষিত হবে জুলাই ঘোষণাপত্র : উপদেষ্টা মাহফুজ

যুক্তরাষ্ট্রে রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই: বাণিজ্য উপদেষ্টা

সচেষ্ট থেকেছি যেন কোনো ভূ-রাজনৈতিক ফাঁদে না পড়ি

গাজায় একদিনে নিহত ৮৩, মোট নিহত ছাড়াল ৬০ হাজার ৩০০