গাজীপুরের টঙ্গীতে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার এ আয়োজনটি করেন গাজীপুর মহানগর বিএনপির অন্যতম নেতা রাকিব উদ্দিন সরকার পাপ্পু। মিলাদ ও দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেন, “আমি ১২ বছর দলের জন্য জেল খেটেছি। নিজের ব্যবসার অর্থ ব্যয় করে দলকে শক্তিশালী করেছি। কোনো লোভ বা স্বার্থ ছাড়াই সবসময় মানুষের কল্যাণে কাজ করেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করেই আমি রাজনীতি করছি এবং করে যাব।”
তিনি আরও বলেন, “আমরা দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি এবং বিএনপির প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করে যাবে।”