কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মতো নতুন প্রযুক্তি গ্রহণে সবেমাত্র আগ্রহী হয়ে উঠছে বাংলাদেশ। এ প্রযুক্তিতে খাপ খাইয়ে নিতে প্রস্তুতি শুরু করেছে। অথচ দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী প্রতি ১০ জনের ৯ জনই মোবাইল ফোনে এআই টুলস ব্যবহার করছেন। তাছাড়া ভবিষ্যতে শিক্ষাখাতে এআইর প্রভাব নিয়ে প্রতি ১০ জনের মধ্যে ৮ জনের দৃষ্টিভঙ্গি ইতিবাচক।
টেলিনর এশিয়ার জরিপ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। বুধবার (৭ মে) রাজধানীর একটি হোটেলে ‘ডিজিটাল লাইভস ডিকোডেড (বাংলাদেশ)’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
মোবাইল সংযোগ কীভাবে আরও স্মার্ট ও নিরাপদ জীবন নিশ্চিত করছে, সেটিই প্রতিবেদনের মুখ্য বিষয় হিসেবে উত্থাপন করা হয়েছে।
প্রতিবেদন উন্মোচন অনুষ্ঠানে জেনে-বুঝে ব্যবহারের পরামর্শ দিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ভাইস চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দিক।
টেলিনর এশিয়ার সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট এবং হেড অব এক্সটারনাল রিলেশন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি মনীষা ডোগরা, গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ উপস্থিত ছিলেন।
আমার বার্তা/এমই