ই-পেপার রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১৬ আশ্বিন ১৪৩০

ভারত এবার সূর্য অভিযান পাঠাল আদিত্য-এল ১

অনলাইন ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৫৬

সূর্যের কক্ষপথে পরিভ্রমণ ও এ সংক্রান্ত তথ্যের জন্য রওনা হয়েছে ভারতীয় নভোযান আদিত্য-এল ১।

আজ শনিবার স্থানীয় সময় বেলা ১২টার দিকে অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা শহরের লঞ্চপ্যাড থেকে নভোযানটি উৎক্ষেপণ করা হয়।

এই শ্রীহরিকোটা লঞ্চপ্যাড থেকেই গত ১৪ জুলাই চাঁদের উদ্দেশে রওনা হয়েছিল ‘চন্দ্রযান ৩’। যাত্রার ৩৯ দিন পর ২৩ আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণে সক্ষম হয় নভোযানটি।

সেই সাফল্যে ২ সপ্তাহেরও কম সময়ের মধ্যে সূর্যের কক্ষপথে আদিত্য-এল ১ নভোযানটি পাঠাল ভারত।

সূর্য থেকে পৃথিবীর দূরত্ব ১৪ কোটি ৯৬ লাখ কিলোমিটার। পৃথিবী থেকে উড়াল দেওয়ার পর ১৫ লাখ কিলোমিটার পর্যন্ত যাবে আদিত্য-এল ১, শতকরা হিসেবে যা পৃথিবী থেকে সূর্যের দূরত্বের ১ শতাংশ পথ।

এই অভিযানের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে থাকা ভারতের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইসরো জানিয়েছে, এই পথ পাড়ি দিতে আদিত্য-এল ১ সময় নেবে চার মাস।

সংস্কৃত ভাষায় সূর্যের আরেক নাম আদিত্য। সূর্যের কক্ষপথের উদ্দেশে পাঠানো নভোযানটির নাম তাই সূর্যের নামেই রাখা হয়েছে; আর এল ১ আসলে লেগ্রেঞ্জ পয়েন্ট ১’র সংক্ষিপ্ত রূপ। পৃথিবী থেকে রওনা হয়ে ১৫ লাখ কিলোমিটার পথ অতিক্রম করার পর যেখানে গিয়ে থামবে আদিত্য, সেই এলাকাটিকেই সূর্যের লেগ্রেঞ্জ পয়েন্ট বলে উল্লেখ করেছে ইসরো।

ইউরোপের মহাকাশ গবেষণা সংস্থা ইউরোপিয়ান স্পেস এজেন্সির সংজ্ঞানুযায়ী, লেগ্রেঞ্জ পয়েন্ট হলো মহাবিশ্বের এমন একটি এলাকা,যেখানে দুই বৃহৎ মহাজাগতিক বস্তু, যেমন সূর্য ও পৃথিবীর মহাকর্ষীয় শক্তি পরস্পরকে বিকর্ষণ করে। আদিত্য-এল ১ যদি তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারে, তাহলে পৃথিবী যে গতিতে সূর্যকে প্রদক্ষিণ করে— সেই একই গতিতে সূর্যকে প্রদক্ষিণ করতে সক্ষম হবে আদিত্যও।

ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো জানিয়েছে, শ্রীহরিকোটার লঞ্চপ্যাড থেকে উৎক্ষেপণের পর লেগ্রেঞ্জ পয়েন্টে যাওয়ার আগে বেশ কয়েকবার পৃথিবীর কক্ষপথে পরিভ্রমণ করবে আদিত্য-এল ১। এতে সূর্যের কক্ষপথে পৌঁছাতে সুবিধা হবে নভোযানটির।

ইসরো জানিয়েছে, লেগ্রেঞ্জ পয়েন্টে পৌঁছানোর পর সূর্যের তিন স্তর সোলার করোনা (সূর্যের বহিরাবরণ) ফটোস্ফেয়ার (সূর্যের পৃষ্ঠ, খালিচোখে পৃথিবী থেকে আমরা এই অংশটি দেখি) এবং ক্রোমোস্ফেয়ার (ফটোস্ফেয়ার ও সোলার করোনার মধ্যবর্তী অর্ধতরল স্তর) পর্যবেক্ষণ ও এ সম্পর্কিত তথ্য সংগ্রহ করবে আদিত্য-এল ১। এই কাজের জন্য নভোযানটি প্রয়োজনীয় ৭টি বৈজ্ঞানিক সরঞ্জাম বহন করে নিয়ে যাচ্ছে।

এই অভিযানে ব্যয় কত হয়েছে, সেসম্পর্কিত কোনো তথ্য দেয়নি ইসরো; তবে সরকারি সূত্রে জানা গেছে— গোটা অভিযানের বাজেট ধরা হয়েছে ভারতীয় মুদ্রায় ৩৭৮ কোটি রুপি, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ৪৯৯ কোটি ২৪ লাখ ৬৯ টাকা।

উল্লেখ্য, ১৯৮১ সালে সূর্যের কক্ষপথে প্রথম নভোযান পাঠিয়েছিল জাপান। সেই অভিযানের মূল উদ্দেশ্য ছিল সূর্যের আকার-আয়তন সম্পর্কে সুস্পষ্ট ধারণা নেওয়া।

জাপান নভোযান পাঠানোর পর ১৯৯০ সাল থেকে সূর্য অভিযান সংক্রান্ত গবেষণায় গুরুত্ব দেওয়া শুরু করে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনেটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) এবং ইউরোপের মহাকাশ গবেষণা সংস্থা ইউরোপীয়ান স্পেস এজেন্সি (ইএসএ)।

তাদের এই তৎপরতায় সাফল্য আসে ৩০ বছর পর, ২০২০ সালে। ওই বছর ফেব্রুয়ারি মাসে নাসা ও ইএসএ যৌথভাবে সূর্যের কক্ষপথে একটি নভোযান পাঠাতে সক্ষম হয়।

জাপান, যুক্তরাষ্ট্র ও ইউরোপের পর চতুর্থ দেশ হিসেবে সূর্যের কক্ষপথে নভোযান পাঠাল ভারত। সূত্র : বিবিসি, এনডিটিভি

এবি/ জেডআর

সাইবার নিরাপত্তা সচেতনতা মাস শুরু

আজ ১ অক্টোবর থেকে দেশে শুরু হয়েছে অষ্টম (আন্তর্জাতিকভাবে ২০তম) সাইবার নিরাপত্তা সচেতনতা মাস। এ

গুগলের ২৫তম জন্মদিন

বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের ২৫তম জন্মদিন আজ। জন্মদিন উপলক্ষ্যে বিশেষ ডুডল তৈরি করেছে

এআই প্রযুক্তিতে ৪০০ কোটি ডলার বিনিয়োগ করবে অ্যামাজন

এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তির স্টার্টআপ কোম্পানি এনথ্রোপিকে ৪০০ কোটি ডলার বিনিয়োগ করবে অ্যামাজন। মাইক্রোসফট, মেটা,

স্লিপিং মোড থেকে সক্রিয় হচ্ছে না চন্দ্রযান-৩

পৃথিবীর ডাকে সাড়া দিচ্ছে না চন্দ্রযান-৩। চাঁদের মাটিতে কাজ শেষ করার পর ঘুম পাড়িয়ে দেয়া
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনে নাইট ক্লাবে আগুন

চীনের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শি’কে অভিনন্দন পুতিনের

দুর্দান্ত জয়ে বার্সেলোনাকে হটিয়ে শীর্ষে রিয়াল

নির্বাহী আদেশে বিদেশ গেলেও খালেদা জিয়াকে মানতে হবে আইনি প্রক্রিয়া : আইনমন্ত্রী

ইউজিসির খণ্ডকালীন সদস্য হলে জবি ভিসিসহ তিন বিশ্ববিদ্যালয়ের ভিসি

টাইগারদের শুভকামনা জানিয়ে যা বললেন মাশরাফি

২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন নিয়ে বিতর্কের চাপ পড়েছে আমাদের ওপর : সিইসি

সরকার সংবিধান অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে : ওবায়দুল কাদের

সাইবার নিরাপত্তা সচেতনতা মাস শুরু

মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচনে চীনপন্থী মোহাম্মদ মুইজ্জু বিজয়ী

ঢাবিতে ছাত্রলীগের ব্যঙ্গচিত্র মুছে এবার ছাত্রদলের গ্রাফিতি

ভারতে ট্যুরিস্ট বাস খাদে, নিহত ৮

অনুপ্রেরণামূলক ফিল্মের পুরস্কার পেলেন মেসি

যশোরে আমনের ক্ষেতে স্বপ্ন বুনছেন কৃষক

প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান যুক্তরাজ্য আওয়ামী লীগ

অল্পের জন্য শাটডাউন এড়ালো যুক্তরাষ্ট্র

মুন্সিগঞ্জে আওয়ামী লীগ নেতা-কর্মীদের উপর মৃনাল কান্তির সমর্থকদের হামলা

বিদেশে খালেদার চিকিৎসা সিদ্ধান্ত আগামীকাল: আইনমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন করলেন ইঞ্জি. আবু নোমান

জাতির পিতার সমাধি সৌধে এলজিইডি'র নবনিযুক্ত প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা নিবেদন