ই-পেপার রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২

ক্রিকেটে রাজনীতি টানা উচিত নয়: আইপিএলে মোস্তাফিজ প্রসঙ্গে শশী থারুর

আমার বার্তা অনলাইন:
০৩ জানুয়ারি ২০২৬, ১৫:১৮
আইপিএলে মোস্তাফিজুর রহমানকে নিয়ে সৃষ্ট জটিলতা ইস্যুতে শশী থারুর ক্রিকেটে রাজনীতি না মেশানোর অনুরোধ করেছেন। ছবি: সংগৃহীত

মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে নেওয়ার সিদ্ধান্ত ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তাতে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ নিয়েছেন কংগ্রেস এমপি শশী থারুর। তিনি বলেছেন, এটি সম্পূর্ণভাবে একটি খেলাধুলার দুনিয়ার সিদ্ধান্ত। তবে তিনি এই বক্তব্য দিলেও মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতাকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সংস্থাটির সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ সংস্থা এএনআইকে বিষয়টি নিশ্চিত করেন।

ভারতীয় সংবাদমাধ্যম স্টেটসম্যানের খবর, এই বিষয়টিকে রাজনৈতিক রূপ না দেওয়ার আহ্বান জানিয়ে থারুর জোর দিয়ে বলেন, বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুদের ওপর হামলার দায় ক্রিকেটের ওপর চাপানো ঠিক হবে না।

শশী থারুর বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার বোঝা ক্রিকেটের ওপর চাপানো উচিত নয়। আমাদের উচিত কিছু ক্ষেত্রকে অন্য বিষয় থেকে আলাদা রাখা। আমরা বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রাখছি এবং তাদের সংখ্যালঘুদের সুরক্ষা ও দেখভালের জন্য সঠিক পদক্ষেপ নিতে অনুরোধ করছি—এই বার্তা দেওয়া আমাদের চালিয়ে যেতে হবে।’

কংগ্রেসের এই নেতা আরও যোগ করেন, মোস্তাফিজ একজন ক্রিকেটার এবং এই হামলার সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, ‘তাঁর বিরুদ্ধে ব্যক্তিগতভাবে কোনো বিদ্বেষমূলক বক্তব্য বা এই ধরনের হামলাকে সমর্থন বা রক্ষা করার কোনো অভিযোগ নেই। এই দুটি বিষয়কে মিলিয়ে ফেলা একেবারেই অনুচিত।’ তিনি বলেন, ক্রীড়া-সংক্রান্ত সিদ্ধান্তের কারণে ভারত তার প্রতিবেশীদের বিচ্ছিন্ন করে রাখতে পারে না। থারুরের ভাষ্য, ‘আমাদের উচিত হবে না এর মধ্যে রাজনীতিকে টেনে আনা।’

থারুর আরও বলেন, ‘আমরা যদি এমন একটি দেশে পরিণত হই, যারা প্রতিবেশীদের সবাইকে বিচ্ছিন্ন করে দেয় এবং বলে যে কারও সঙ্গেই খেলা হবে না, তবে তাতে কী লাভ হবে? এটি বিশুদ্ধভাবেই একটি খেলার সিদ্ধান্ত...আমরা তিন দিক দিয়ে বাংলাদেশকে ঘিরে আছি। আমরা তাদের বিচ্ছিন্ন করতে পারি না। আমাদের তাদের সঙ্গে খেলতে হবে।’

দেবকীনন্দন ঠাকুর নামে এক আধ্যাত্মিক নেতা মোস্তাফিজকে দলে নেওয়ার সিদ্ধান্তের জন্য শাহরুখ খানের তীব্র সমালোচনা করলে এই বিতর্কের সূত্রপাত হয়। তিনি দাবি করেন, আইপিএলে বাংলাদেশি খেলোয়াড় অন্তর্ভুক্ত করায় হিন্দুদের অনুভূতিতে আঘাত লেগেছে। পরে উত্তর প্রদেশের সাবেক বিধায়ক সংগীত সোম মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানকে ‘গাদ্দার’ বলে আখ্যা দেন।

কিছুদিন ধরে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ আনছে ভারতীয় সংবাদমাধ্যম। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে যাচ্ছে দেশটির সাধারণ মানুষ। এই ইস্যুতে মোস্তাফিজকে নিলাম থেকে নেওয়ায় কলকাতা কর্তৃপক্ষের প্রতি তোপ দেগেছেন ভারতের ক্রিকেটপ্রেমীরা। এমনকি এই ফ্র্যাঞ্চাইজির মালিক শাহরুখ খানকে ‘বিশ্বাসঘাতক’ বলেও আখ্যা দিয়েছেন একাধিক বিজেপি নেতা। এই ঘটনায় শেষ পর্যন্ত মোস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ দিল বিসিসিআই। একই সঙ্গে তারকা পেসারের বদলি নেওয়ার সুযোগও দেওয়া হয়েছে তিনবারের চ্যাম্পিয়নদের।

এই প্রসঙ্গে বিসিসিআইয়ের সচিব বলেন, ‘সাম্প্রতিক সময় যে ঘটনাগুলো ঘটছে, সেসবের কারণেই কলকাতা নাইট রাইডার্সকে বিসিসিআই নির্দেশ দিয়েছে যেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়া হয়। বিসিসিআই এটাও জানিয়েছে, কলকাতা চাইলে বদলি হিসেবে অন্য কোনো ক্রিকেটারকে নিতে পারবে। তাদের সে সুযোগ দেবে বিসিসিআই।’

আমার বার্তা/এমই

মাদুরোকে যুক্তরাষ্ট্রে বিচারের মুখোমুখি করা হবে: মার্কো রুবিও

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটক করে নিয়ে গেছে যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স

ব্যাপক হামলার পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিয়ে গেছে যুক্তরাষ্ট্রের

প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে আটক করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে দেশটির বাইরে নিয়ে গেছে মার্কিন বাহিনী। শনিবার (৩ জিানুয়ারি)

ট্রাম্পের নির্দেশে কারাকাসে হামলা, ভেনেজুয়েলায় জরুরি অবস্থা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার ভেতরে সামরিক স্থাপনাসহ একাধিক স্থাপনায় হামলার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর দোয়া মাহফিল

আপনাদের ভালোবাসা-সংহতি আমাদের সান্ত্বনা-শক্তি জুগিয়েছে

আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ায় ‘জিতেছে ভারতের হিন্দুরা’

থানায় বসে ওসিকে হুমকি দেওয়া সেই বৈষম্যবিরোধী নেতার শোকজ

সরাইলে জাতীয় সমাজসেবা দিবস পালিত

হাদি হত্যার বিচার নিশ্চিত করতে সচেষ্ট সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন সদস্যসচিব নীলিমা দোলা

নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

মাদুরোকে যুক্তরাষ্ট্রে বিচারের মুখোমুখি করা হবে: মার্কো রুবিও

সংসদ নির্বাচননে নিরপেক্ষ ভূমিকার নির্দেশ স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে

ধানমন্ডিতে ৫ কাঠা জমি ও ৫টি ফ্ল্যাট রয়েছে রুমিন ফারহানার

জানুয়ারিতে ৫ শৈত্যপ্রবাহ, কুয়াশা ও তীব্র শীতের আশঙ্কা

জোনায়েদ সাকির মনোনয়ন বৈধ, স্ত্রীর আয় ও সম্পদ তিনগুণ

বাকৃবিতে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন, উপস্থিতির হার ৮৯.৮ শতাংশ

মোস্তাফিজ-ইস্যুর পর দুশ্চিন্তা বিশ্বকাপ নিয়েও, কী করবে বিসিবি?

আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশনের উদ্যোগে আইফা মেধাবৃত্তি ও 'শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা

বিশ্বকাপের দল দিয়েছে পাকিস্তান, কিন্তু তালিকা প্রকাশ করেনি

এইচএসসি পাস সারোয়ার তুষার, বছরে লেখালেখি থেকে আয় ৩ লাখ

এলপিজি-নিত্যপণ্যের দামে নৈরাজ্য: সিন্ডিকেট ঠেকাতে ক্যাবের ৭ দফা দাবি

জনসংখ্যা অনুপাতে স্কুলের সংখ্যা আরও বাড়াতে হবে: সালাহউদ্দিন