ই-পেপার রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

ইসরায়েলের ভূগর্ভস্থ কারাগারে বন্দিদের ভয়ানক নির্যাতন

আমার বার্তা অনলাইন
০৯ নভেম্বর ২০২৫, ১২:৩০

ইসরায়েলের ভয়ানক কারাগারগুলোর মধ্যে একটি হলো ‘রাকেফেট কারাগার’। এটি মূলত সামারিক বন্দিদের জন্য তৈরি করা হয়েছিল। এখানে বন্দিদের ওপর চালানো হয় নির্মম নির্যাতন। ভূগর্ভস্থ কারাগারটিতে কোনো প্রাকৃতিক আলো-বাতাসের উৎস পর্যন্ত নেই। কারাগারে প্রবেশের পর বন্দিদের শ্বাসকষ্ট হয়। তাদের খাবার দেওয়া হয় না। এমনকি বিশ্বের কোথায় কী ঘটছে, তাও জানতে দেওয়া হয় না। গতকাল শনিবার গার্ডিয়ানের প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।

রাকেফেটে বর্তমানে ১০০ জনের মতো বন্দি রয়েছে। তবে এখন এতে বেসামরিক বন্দিও রয়েছে বলে জানতে পেরেছেন ইসরায়েলের পাবলিক কমিটি অ্যাগেইনস্ট টর্চার ইন বা পিসিএটিআইর আইনজীবীরা।

পিসিএটিআইর তথ্যমতে, কারাগারটিতে বর্তমানে দুজন বেসামরিক লোককে কোনো অভিযোগ ছাড়াই আটক রাখা হয়েছে। তাদের একজন পুরুষ নার্স (৩৪) এবং অন্যজন তরুণ খাদ্য বিক্রেতা (১৮)। গত জানুয়ারিতে তাদের এই কারাগারে নিক্ষেপ করা হয়। পিসিএটিআইর আইনজীবীরা তাদের সঙ্গে কথা বলতে পেরেছেন। তারা কারাগারটিতে বন্দি নির্যাতনের ভয়াবহ চিত্র তুলে ধরেছেন।

কারাগারটি ১৯৮০ এর দশকের গোড়ার দিকে ইসরায়েলের সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের রাখার জন্য খোলা হয়েছিল। কিন্তু নিষ্ঠুর ও অমানবিক আচরণের অভিযোগ ওঠায় এটি বন্ধ করে দেওয়া হয়েছিল। ২০২৩ সালে ৭ অক্টোবরের হামলার পর পুনরায় চালু করা হয়। গত সেপ্টেম্বরে পিসিএটিআইর আইনজীবীরা কারাগারটির ওই দুই বেসামরিক বন্দির সঙ্গে দেখা করতে সক্ষম হন।

ভয়ানক নির্যাতনের অপর নাম রাকেফেট

এই গ্রীষ্মে পিসিএটিআই আইনজীবীদের ভূগর্ভস্থ কারাগারটিতে আটক ওই দুই ব্যক্তির প্রতিনিধিত্ব করতে বলা হয়েছিল। আইনজীবী আবদু এবং তাঁর সহকর্মী মিশেরকি বারানসি প্রথমবারের মতো সেখানে যেতে সক্ষম হন। পিসিএটিআইর নির্বাহী পরিচালক তাল স্টেইনার বলেন, কারাগারটিতে বন্দিকে মাসের পর মাস ধরে দিনের আলো ছাড়াই মাটির নিচে আটকে রাখা হয়, যা বন্দির মানসিক স্বাস্থ্যের ওপর প্রচণ্ড প্রভাব ফেলে। যেখানে ২৪ ঘণ্টা মাটির নিচে আটকে থাকা যে কোনো বন্দির পক্ষে অক্ষত থাকা খুব কঠিন।

ওই দুই আইনজীবীকে যারা ভূগর্ভস্থ কারাগারে নিয়ে গিয়েছিল, তারা মুখোশধারী ও ভারী অস্ত্রসজ্জিত নিরাপত্তারক্ষী ছিল। নোংরা সিঁড়ি বেয়ে তাদের একটি কক্ষে নিয়ে যাওয়া হয়, যেখানে মেঝেতে মৃত পোকামাকড় ছড়িয়ে-ছিটিয়ে ছিল। টয়লেট এতটাই নোংরা ছিল, কার্যত তা ব্যবহারের অযোগ্য ছিল।

আইনজীবীরা যখন দুই বন্দির সঙ্গে কথা বলছিলেন, তখনও দেয়ালে নজরদারি ক্যামেরা চালু ছিল। রক্ষীরা তাদের সতর্ক করে দেয়, কথাবার্তায় গাজার বিষয়টি এলেই সবকিছু বন্ধ। আবদু বলেন, আইনজীবীদের কক্ষের অবস্থা যদি এত ভয়ানক হয়, তাহলে বন্দিদের কক্ষের পরিবেশ কেমন, তা বুঝতে বাকি থাকে না।

লেলিয়ে দেওয়া হয় হিংস্র কুকুর

আইনজীবীদের সঙ্গে যখন দুই বন্দির সাক্ষাৎ হলো, তখন তাদের শিকলে বাঁধা শরীর কুঁকড়ানো অবস্থায় ছিল। রক্ষীরা তাদের মাথা মাটিতে ঠেসে ধরেছিল। পিসিএটিআইর আইনজীবী মিশেরকি বারানসি বলেন, দুই বন্দি ৯ মাস ধরে রাকেফেটে ছিলেন। আইনজীবীদের দেখতে পেয়ে বন্দি নার্স জিজ্ঞাসা করেন, ‘আমি কোথায় এবং কেন আমি এখানে।’ কিন্তু রক্ষীরা তাদের কারাগারের নাম বলেনি।

বন্দিরা জানালাবিহীন কক্ষের বর্ণনা দেন, যেখানে কোনো বায়ু চলাচল নেই। একটি সংকীর্ণ কক্ষে চার বন্দিকে রাখা হয়। তাদের সবারই শ্বাসকষ্ট হয়। বন্দিদের নিয়মিত নির্মম শারীরিক নির্যাতনের মুখে পড়তে হয়। প্রতিদিন মারধর করা হয়। হিংস্র কুকুর তাদের ওপর লেলিয়ে দেওয়া হয়। আহতদের চিকিৎসা হয় না। ওই নার্স শেষবারের মতো সূর্যের আলো দেখেন এ বছরের ২১ জানুয়ারি। অন্য বন্দি আবদুকে জিজ্ঞাসা করেছিল, তার অন্তঃসত্ত্বা স্ত্রী কি নিরাপদে সন্তান প্রসব করেছে? তখন প্রহরী তাকে হুমকি দেয় এবং তৎক্ষণাৎ কথোপকথন বন্ধ করে দেয়।

আমার বার্তা/জেএইচ

এক ইউরোপীয় দেশকে রাশিয়ার তেল কিনতে ছাড় দিলেন ট্রাম্প

রাশিয়ার খনিজ তেল কেনার ক্ষেত্রে ইউরোপের একটিমাত্র দেশকে ছাড় দিয়েছে আমেরিকা। তবে অন্য কোনো ইউরোপীয়

বিবিসিকে ‘ভুয়া সংবাদমাধ্যম’ বললেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বিবিসিকে শতভাগ ভুয়া খবরের প্রচারক (ফেইক নিউজ)

ট্রাম্পের চোখ বন্ধ ছবি ঘিরে বিতর্ক, হোয়াইট হাউস বলছে— ‘তিনি ঘুমাননি’

হোয়াইট হাউসের ওভাল অফিসে এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখ বন্ধ থাকা ছবি ও

পাকিস্তানজুড়ে বিক্ষোভের ঘোষণা বিরোধী জোটের

পাকিস্তানে প্রস্তাবিত ২৭তম সাংবিধানিক সংশোধনীর বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলনের ঘোষণা দিয়েছে তেহরিক-ই-তাহাফুজ-আইন-ই-পাকিস্তান (একটি বহুদলীয় বিরোধী জোট)।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি

৩৪ টাকায় ধান, ৫০ টাকা কেজি দরে সেদ্ধ চাল কিনবে সরকার

দ্বাদশ শ্রেণির ভর্তি বাতিল ও গ্রুপ পরিবর্তনের সময় বাড়াল ঢাকা বোর্ড

সাবেক মেয়র আইভীর ৫ মামলায় হাইকোর্টে জামিন

শিক্ষক অবমাননায় জাতীয় পার্টির চেয়ারম্যানের ক্ষোভ ও নিন্দা

সামাজিক উপলক্ষগুলোতে আমরা সবাই ঐক্যবদ্ধ: হাসনাত

ধেয়ে আসছে সুপার টাইফুন ‘ফাং-ওয়ং’, সরানো হলো ১ লাখ বাসিন্দাকে

যে মাস থেকে নতুন পে স্কেল কার্যকর হবে জানালেন অর্থ উপদেষ্টা

২০২৬ সালে দুই ঈদে ১১ দিন ছুটি, পূজায় ২

সমঝোতার আলোচনার মধ্যে ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ

সালমান এফ রহমানের বিরুদ্ধে ১৭ মামলায় অভিযোগপত্র দাখিল শিগগির

কর্মবিরতিতে প্রাথমিকের শিক্ষকরা, দুই উপদেষ্টার পদত্যাগ দাবি

এক ইউরোপীয় দেশকে রাশিয়ার তেল কিনতে ছাড় দিলেন ট্রাম্প

অবৈধ বিজ্ঞাপন থেকে বছরে ১৬ বিলিয়ন ডলার আয় মেটার

ইসরায়েলের ভূগর্ভস্থ কারাগারে বন্দিদের ভয়ানক নির্যাতন

রেকর্ড জুটি গড়েও নিউজিল্যান্ডের কাছে ওয়েস্ট ইন্ডিজের হার

সংসদ নির্বাচনে অধিক ঝুঁকিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র সাড়ে ২৮ হাজার

সরকারি ওয়েবসাইটে আ.লীগের জাহিদ মালেক এখনও স্বাস্থ্যমন্ত্রী!

টানা অনশনে অসুস্থ তারেক রহমান

শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান মিয়া গোলাম পরওয়ারের